![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এখন সবুজ ঘাস দেখিনা বাংলার বুকে। সমস্ত বাংলার ঘাস আজ যেন বাশে পরিনত হয়েছে।একজনের পিছনে আর একজন বাশ নিয়ে ঘুরছে। এ বাশ এত সস্তা হল কি করে তা নিয়ে ভাবছি। রাজপথে,অলিতে-গলিতে আজ বাশের ছড়াছড়ি।
ভাবতে ভাল লাগছে যে জনতা জেগেছে ঘুমের ঘোর কেটেছে।তারা এখন পক্ষে-বিপক্ষে বিভক্ত তাতে কি জেগেছে তো ।জয় ত তারই হবে যে ন্যায়ের পথে আছে। সত্য পথ ,ন্যায়ের পথ সহজ নয় এখানে ত্যাগ থাকতে হয় থাকতে হয় সাহস। আমরা ১৭ কোটি মানুষ সত্য,শান্তির পথের জন্য দোয়া করছি।
©somewhere in net ltd.