![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।
আমার এই দুঃখিনী বাংলায়,
রাজপথে মিছিলে শরীরে নোনা ঘাম মেখে
দু’চোখ পোড়ে অনিদ্রায়,যন্ত্রনায় নীল।
মুঠিতে ধরা থাকে বিস্ফোরকের চেয়েও
দারুণ এক আক্রোশ।
বুকের অন্দরে জমা রেখে দারুণ আগুন, মিছিলে মিছিলে উত্তাল করি রাজপথ ।
পাকিস্তানি সেনার গুলিতে কালো রাস্তা বুকের রক্তে লাল করেও ভয় পায়নি তাদের।
সাহসী রক্তের উৎসর্গেই মুক্ত হয়েছে কিংবা হবেই তুমি,
প্রিয় বাংলাদেশ।
From # Twitter
০৩ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬
নেওয়াজ আলি বলেছেন: আমি আপনার লেখা সব জায়গায় পড়ি।
২| ০৩ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
মালটি নিক খুলে আনন্দিত? ব্লগিং ম্যাঁওপ্যাঁও করার যায়গা নয়।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২২
নেওয়াজ আলি বলেছেন:
৪| ০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অনেক নেওয়াজ আলী কে স্বাগত জানাই
হাজারও গোলাপের শুভেচ্ছা নিবেন দাদা------
০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৬
নেওয়াজ আলি বলেছেন: অজস্র ধন্যবাদ প্রিয়
৫| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৪০
রূপম রিজওয়ান বলেছেন: দারুণ লিখেন আপনি। ব্লগে স্বাগতম। হ্যাপি ব্লগিং।
০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৭
নেওয়াজ আলি বলেছেন: অজস্র ধন্যবাদ প্রিয়
৬| ০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বাগতম আপনাকে
সুন্দর লিখেছেন
ম্যাও ফ্যাও দের কথা কানে তুলবেন না
৭| ২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫১
খায়রুল আহসান বলেছেন: মাল্টি অথবা প্রথম নিক, যেটাই হোক, ব্লগে আপনাকে স্বাগতম (মাল্টি কথাটা ২ নং মন্তব্যের আলোকে বললাম)!
কবিতার শেষ লাইনের কথাটা তাৎপর্যপূর্ণ।
২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৫
নেওয়াজ আলি বলেছেন: দুই নং মন্তব্যের উত্তর দেওয়ার প্রয়োজন নেই ভাই। দোয়া, ভালোবাসা এবং শুভ কামনা রইলো ।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩০
ভ্রমরের ডানা বলেছেন: ব্লগে স্বাগতম! আনন্দময় হোক আপনার ব্লগীয় অবাধ বিচরণ! ইগনোর ২ নং মন্তব্য!
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
তাৎপর্যপূর্ণ লেখা। ++
ব্লগে স্বাগতম। লিখে যান। ব্লগিং শুভ হোক।
১০| ০৯ ই মে, ২০২০ রাত ৩:৩১
কাওসার চৌধুরী বলেছেন:
সামুতে স্বাগতম। প্রথম পোস্ট তাই খোঁজে খোঁজে মন্তব্য করলাম। ব্লগে আপনি খুব একটিভ। ব্লগিংয়ে ভালো করতে এই গুণটি থাকতে হয়। আপনি নিয়মিত লিখুন, পছন্দের লেখায় মতামত দিন।
শুভ ব্লগিং।
১১| ১২ ই জুন, ২০২০ রাত ১১:২৮
নতুন নকিব বলেছেন:
কারও বাঁকা কথায় মন খারাপ করবেন না। উল্টোপাল্টা মন্তব্যের মাধ্যমে মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে কিছু লোক হয়তো সাময়িক আনন্দ পান ঠিকই, কিন্তু এর পরিনামে সারা জীবন নিজের ভেতরে নিজেই পুড়ে পুড়ে মরেন তারা। এর নামই আত্মদহন। আত্মদহনে নিমজ্জিতদের আফসোসই একমাত্র সাথী হয়ে থাকে।
সফলতা আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। এগিয়ে যান ইনশাআল্লাহ।
ব্লগে সকলের মন জয় করে সফল হোন। বাস্তব জীবনের প্রতিটি ধাপেও। প্রথম পোস্টে অনেক পরে এলাম বলে দুঃখিত! পোস্টে +++
১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৩
জাহিদ হাসান বলেছেন: লও লও লও সালাম
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২
ইসিয়াক বলেছেন: শুভ হোক আপনার পথ চলা ।
অনেক অনেক শুভকামনা জানবেন।