![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।
ফেসবুকে চল্লিশ বয়সী নারীর ছবি দেখে ড্রাইভার বলে আপু চমৎকার ।
আপনজন কিংবা প্রিয়জন আজ চাপা পড়ে কালো বিবর্ণ স্মৃতিতে।
ড্রাইভার হাতের কারুকাজ চালায় বার্থরুমে। তাই মাঝে মাঝে খবরের কাগজে পড়ি মেয়েটাকে জাপটে ধরতে পড়ে গেল চাকার নিচে। অথবা প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালের বেড়ে । আমি বাবা! দু’ফোটা অশ্রু জল বিলিয়ে দিই মেয়েটার ব্যথিত ললাটে।
আমিতো বাবারে। হাসপাতাল ও থানা,
আমার দু’পায়ের ধুলায় আদর ভালোবাসা ও মানবতা মিলিয়ে যায়। পুলিশ জানতে চায় কোথায় হাত দিয়েছে,কতজন উপরে উঠেছে। আর ডাক্তার বার বার কাটে বুক পকেটটাকে । তবুও চলি, আমি যে তোর বাবারে।
উকিল একটা কাগজ হাতে দিয়ে বলে লড়তে হবে কোমর শক্ত করে। প্রথম দিনে সুশিক্ষিত জজের সামনে প্রতিপক্ষের প্রশ্ন,কাপড় খোলা নিয়ে।
শত শত মানুষ হাঃ হাঃ করে উঠে। আমি লজ্জায় ঝাঁপ দিয়ে দিই রাষ্ট শাসনকারী কোন ভদ্র লোকের গাড়ির নিচে।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০১
নেওয়াজ আলি বলেছেন: এক রাশ ভালো ভালোবাসা ।
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: স্মৃতির জানালায়
সবুজ পাতারা দোলা দিয়ে যায়
মন ছেয়ে থাকে গভীর আকুলতায়......
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১২
নেওয়াজ আলি বলেছেন: এক রাশ ভালো ভালোবাসা ।
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৫
মীনক্ষোভাকুল কুবলয় বলেছেন: এই লেখাটা আজকে ফেসবুকে সকালে পড়েছি !
যা ই হোক,ভাল ছিল লেখাটা খুব ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৮
নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ ভ ভালোবাসা আপনাকে । আসলে খুব খারাপ সময় যেন এখন ।
৪| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৫৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে।
২৫ শে মে, ২০২০ রাত ১:৫৭
নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ ভ ভালোবাসা আপনাকে ।
৫| ০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন: ভয়ঙ্কর হয়েছে।
২৫ শে মে, ২০২০ রাত ১:৫৭
নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ ভ ভালোবাসা আপনাকে । আসলে খুব খারাপ সময় যেন এখন ।
৬| ০৮ ই মার্চ, ২০২০ সকাল ১১:২২
মোঃমোজাম হক বলেছেন: মুগ্ধ হলাম
২৫ শে মে, ২০২০ রাত ১:৫৮
নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ ভ ভালোবাসা আপনাকে ।
৭| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলি ভাই চমৎকার !!
মূক ও বধির আমি
কারন আমিতো বাবারে !!
২৫ শে মে, ২০২০ রাত ১:৫৮
নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ ভ ভালোবাসা আপনাকে । আসলে খুব খারাপ সময় যেন এখন ।
৮| ১২ ই মার্চ, ২০২০ রাত ২:০৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পুরুষ সেই মেয়েটারে বারবার উলটে পালটে দেখতে চায়। প্রকাশ্যে পারি না। তাই শুনে শুনে মনের ক্যানভাসে এঁকে নিতে চাই।
২৫ শে মে, ২০২০ রাত ১:৫৮
নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ ভ ভালোবাসা আপনাকে । আসলে খুব খারাপ সময় যেন এখন ।
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ অসাধারণ নে আলি দা
অনেক শুভ কামনা জানাই-------------