নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়জুল মহী I মোহাম্মদপুর । ঢাকা ।

নেওয়াজ আলি

হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।

নেওয়াজ আলি › বিস্তারিত পোস্টঃ

নিরাপত্তা দরকার ।

০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৩



আপনার সাক্ষাৎকার দেখেছি । অত্যন্ত দৃঢ়তার সাথে আত্ন বিশ্বাস নিয়ে কথা বলেছেন। পুরা দুনিয়া পারলে আমরা কেন পারবো না। তবে বাংলাদেশে নোংরা পলিট্রিক্স আছে যা অন্য কোথাও নাই।


ঢাকা ইউনিভার্সিটির আবাসিক হলে দীর্ঘ ছয় বছর ছিলেন তিনি। সুতরাং, কেমন খাবার খেয়েছেন, কিভাবে থেকেছেন তা সহজেই অনুমেয়। নটরডেম কলেজে এইচএসসি, আইডিয়াল স্কুল থেকে এসএসসি তে সারা বাংলাদেশে ৭তম স্ট্যান্ড । ঢাকা ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট থেকে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এর পর জাপানের গিফু ইউনিভার্সিটি থেকে পিএইচডি। তাঁকে তাঁর এই কৃতিত্বের জন্য আমি অভিনন্দন জানাবো না। যাকে তাকে অভিনন্দন জানানোটা আমাদের একটা রোগে পরিণত হয়েছে। আপনার সাথে দেশের আমজনতা আছে। এবং অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার কর্মের ফলের জন্য। হুমায়ূন আহমেদ বলেছিলেন, ভাল ছাত্র চেষ্টা করলে সবাই হতে পারে। এটা কোনো ব্যাপারই না। ব্যাপারটা হচ্ছে ভালো ছাত্রের ভালো কাজগুলো মানুষকে স্পর্শ করছে কিনা!


ড. আসিফ আহমেদের কাজ মানুষকে স্পর্শ করার যোগ্যতা অর্জনের দিকেই ধাবমান। তিনি ঢাকায় অত্যন্ত আধুনিক ও লেটেস্ট টেকনোলোজি সমৃদ্ধ ল্যাবের গবেষক। গত প্রায় তিন চার মাসের অক্লান্ত পরিশ্রম ও গবেষণা করে করোনা ভাইরাসের ভেক্সিন আবিষ্কারের পথে অনেকখানি এগিয়ে গেছেন। এটিতে প্রাণীর দেহে স্ট্রং এন্টিবডি তৈরি হয়েছে, সোজা বাংলায় বললে প্রাণীর দেহে কাজ করছে এই ভেক্সিন।


এখন সরকারি অনুমোদন নিয়ে মানবদেহে পরীক্ষামূলক ভাবে কাজ শুরু করবে। ড. আসিফ আহমেদ তাঁর নাম। তাঁর সাফল্য এখনো পুরোপুরি আসেনি। তবু তাঁর প্রচেষ্টা অব্যাহত থাক। আমাদের মতো দেশে এই সাহস দেখানোর জন্যে তাঁকে সাহসী বলাই যায়। এগিয়ে যান ড. আসিফ। অভিনন্দন নামক ঠুনকো বিষয় আপনার প্রয়োজন নেই।

ড.আসিফ মাহমুদ কে নিরাপত্তা দেয়া জরুরী । তাঁর যেহেতু এ্যানিম্যাল ট্রায়াল সফল হয়েছে । এখন ভিনদেশী কর্পোরেট দস্যুরা এবং দেশীয় দালালেরা যে কোন ষড়যন্ত্র করতে পারে । আমাদের দেশে এটা হবে মানব ইতিহাসের সর্বাধিক অর্থ উপার্জনকারী ভ্যাকসিন । রেডিও আবিষ্কারের কথা মনে আছে নিশ্চয়! প্রথম ধারনা দেয় জগদীশ চন্দ্র বসু আর নাম হয়ে যায় মার্কনির।


সূত্রঃ লিষ্কডইন । ছবিঃ টুইটার ।

মন্তব্য ৫০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভ্যাকসিনটা কতটা শম্ভবনাময় তা জানি না। কিন্তু দল মত নির্বিশেষে ওনাকে সবার সহযোগিতা করা উচিত।

০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৭

নেওয়াজ আলি বলেছেন: সারা বাংলাদেশ উনার পাশে থাকা দরকার । দেখা যাক সামনে কি হয়। নাকি তাঁর চাকরীর স্থল ফোকাস করছে।

২| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: নিপত্তার কি আছে? দেশের সন্তান দেশে আছে।

০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৬

নেওয়াজ আলি বলেছেন: রাজিব ভাই দরকার আছে। গভীরভাবে ভেবে দেখবৈন

৩| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:


বিএনপি-জামাত-শিবির উনার পেছনে দাঁড়ায়ে নিজের জন্য যায়গা খুঁজতে গেলে, উনি তাদের ভারে ডুবে যাবেন।

০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৫২

নেওয়াজ আলি বলেছেন: মুরুব্বি আপনার খোদার দোহাই লাগে আপনি আমার লেখায় মন্তব্য করতে আসবেন না। আমি আপনাকে শালীন এবং সুন্দরভাবে শেষ বার নিষেদ করলাম।

৪| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: অভিনন্দন ডঃ মাহমুদকে।অ্যানিম্যালের পর আশা করি তিনি মানবদেহে ও সফল হবেন। তবে নিরাপত্তাগত প্রসঙ্গটি কেন আসছে ঠিক বোধগম্য হলো না।আমার জানা মতে এই মুহূর্তে বিশ্বের সমস্ত গবেষকরা দলগতভাবে চেষ্টা করছেন।প্রত্যেকেই নিজের নিজের দেশের সম্পদ।কাজেই নিরাপত্তাহীনতার প্রশ্নটি কতটা প্রাসঙ্গিক প্রশ্ন থেকেই​ যায়।
শুভেচ্ছা প্রিয় নেওয়াজ ভাইকে।

০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:০৫

নেওয়াজ আলি বলেছেন: চৌধুরি ভাই আপনাকে শুভেচ্ছা ও ভালোবাসা । নিরাপত্তা ব্যাপারে সোনাবীজ দিদি মনির মন্তব্যে উনি খোলাসা করেছেন।

৫| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন ডঃ মাহমুদকে। এভাবে এগিয়ে আসা উচিৎ এদেশের স্কলারদের দেশের প্রয়োজনে দেশের সেবায় গবেষণায় ।

০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:১২

নেওয়াজ আলি বলেছেন: ভাইজান সবচেয়ে ভালো কথা উনি আরামের জীবনের জন্য বিদেশ চলে যায়নি । সত্যকার দেশপ্রেমিক উনি

৬| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫২

হাবিব ইমরান বলেছেন:

অভিনন্দন ডঃ আসিফ মাহমুদ। শুভকামনা রইল।

০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:১৩

নেওয়াজ আলি বলেছেন: আপনাকে শুভেচ্ছা ও ভালোবাসা ।

৭| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর একটা দিক আছে আপনার পোস্টে। তার নিরাপত্তা দরকার। তাকে সহযোগিতা করা দরকার।

আর যেটা বেশি দরকার - তার ভ্যাক্সিনের অনুমোদনের পক্ষে যেন কোনো অজুহাত বা তান্ত্রিক কোনো জটিলতা দাঁড় করানো না হয়, সেটা

তবে, লাস্ট লাইনে একটা চিন্তার বিষয় আছে। ডঃ আসিফ এটা আবিষ্কার করার পর কোনো বিদেশী মুল্লুক এসে এই দাবি না করলেই হয়, তিনি তাদের কাছ থেকে টেকনোলজি (টিওটি) বা র মেটারিয়াল আমদানি করেছেন, কাজেই এই ক্রেডিট তাদের

একটা মানবৈতিহাসিক আবিষ্কার হোক ডঃ আসিফের হাত ধরে, এই কামনা করে তাকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি

০৭ ই জুলাই, ২০২০ রাত ১:০৭

নেওয়াজ আলি বলেছেন: খুবই গুরত্বপূর্ণ ও দরকারী পয়ন্টে মন্তব্য করেছেন। উনি যে গবেষণাগায় কাজ করছেন তাদের আচরণ দেখতে হবে।

৮| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন ডঃ মাহমুদকে।অ্যানিম্যালের পর আশা করি তিনি মানবদেহে ও সফল হবেন।

সোনাবীজ ভায়ার সাথে সহমত

০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৮

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৯| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৬

ভুয়া মফিজ বলেছেন: যা বলতে এসেছিলাম, তা দেখি ধুলোবালিছাই ভাই বলে দিয়েছেন। :)

নিরাপত্তা আর সহযোগিতা নিশ্চিত করা.....দু'টাই আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়!!

০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৫২

নেওয়াজ আলি বলেছেন: উনি ঠিক আছে । উনার কাজ প্রতিষ্ঠান এবং দেশ উনাকে সহযোগীতা করতে হবে।

১০| ০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১২

ঢাবিয়ান বলেছেন: গনস্বাস্থের ডঃ বিজন কুমার শীল এর আবিষ্কৃত করোনা কীট নিয়ে যা হয়েছে তাতেতো আশার আলো দেখি না। তাছাড়া ভারত ভ্যক্সিন খুব দ্রুত বাজারে ছাড়ার ঘোষনা দিয়ে যাচ্ছে। এই অবস্থায় ড আসিফের সহযোগিতা পাবার সম্ভাবনা খুবই ক্ষীন বলা যায়।

০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৯

নেওয়াজ আলি বলেছেন: আসলে ভয় সেখানে । তবে উনি সত্যকার দেশপ্রেমিক

১১| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


অভিনন্দন ডঃ মাহমুদকে। আশা করি তিনি নিজেকে
বিক্রি করবেন না। সুতরাং তার নিরাপত্তার সমস্যা
হবার কথা নন। আর যদি নিজেকে বিক্রি করে দেন
টাকার কাছে তবে তার নিরাপত্তা দেবে কে?

০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:০১

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ নুরু ভাই। উনি সত্যকার দেশ প্রেমিক মনে হয় ।

১২| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ২০১৬ সালে মহামান্য হাইকোর্ট ভেজাল ঔষধ তৈরীর দায়ে গ্লোব ফার্মাসহ ২০টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করে।

পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি তদন্ত শেষে যে কয়টি কোম্পানির লাইসেন্স বাতিল করার আবেদন জানায় তার মাঝে গ্লোব ফার্মা একটি।

২০১৭ সালে গ্লোব ফার্মার লাইসেন্স বাতিল করা হয়েছে মর্মে পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে। খবরে এটাও জানানো হয়েছে যে গ্লোবের তৈরী সরকারি ঔষধ হিসাবে সরবরাহকৃত ভ্যাকসিন নেওয়ার ফলে সারাদেশে বেশকিছু শিশুর মৃত্যু ঘটেছে।

ড আসিফ ঠিক আছেন আমার শংকা উনার গবেষণা প্রতিষ্ঠান গ্লোব কে নিয়ে।

০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:০৫

নেওয়াজ আলি বলেছেন: একদম সঠিক তথ্য দিয়েছেন লিটন ভাই। আসলে ভয় সেখানে ।

১৩| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার আমিও বিদেশে যায় নি যেতে পারতাম। কেউ না কেউ দেশের মাটি আকড়ে পড়ে থাকবে । স্যালুট ডঃ মাহমুদ ।

০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:২৭

নেওয়াজ আলি বলেছেন: আপনাদের মত দেশপ্রেমিক আছে বলে আমরা দেশ নিয়ে গর্ব করি। স্যালুট ভাই।

১৪| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:২৪

সাইন বোর্ড বলেছেন: ফেসবুকে দেখলাম উনার নিরাপত্তার ব্যাপারটা নিয়ে কেউ কেউ কথা বলছে । পৃথিবীর অন্য দেশ হলে হয়ত এটার দরকার হতো না, কিন্তু বাংলাদেশ বলে কথা !

০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:০৭

নেওয়াজ আলি বলেছেন: উনি সত্যকারের একজন জন দরদী । জনগণ উনার সাথে আছে।

১৫| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১১:০৮

করুণাধারা বলেছেন: বাংলাদেশে প্রতিভাবানদের দাঁড়াতে দেয়া হয়না... ডা. আসিফের জন্য শুভকামনা রইল।

০৬ ই জুলাই, ২০২০ রাত ১১:৪১

নেওয়াজ আলি বলেছেন: পুরা বাংলাদেশ উনার সাথে আছে

১৬| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১১:২৬

ঢুকিচেপা বলেছেন: অভিনন্দন রইল ড. আসিফ আহমেদের প্রতি।

০৬ ই জুলাই, ২০২০ রাত ১১:৪২

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১৭| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৫

কহেন কবি কালীদাস বলেছেন: @নেওয়াজ আলি,
চাঁদ গাজীর উপরে এতো খাপ্পা কেন? এইটা উনার খাসিলত, পাল্টাবেনা!

আমরা জাতি হিসেবে ভালো না, গুনির কদর করি না। তাই ভালো মেধা গুলি বাহিরে চলে যায়।
দেখা যাক, দল মত নির্বিশেষে সবাই উনাকে সাপোর্ট দেয় কিনা।

০৬ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৮

নেওয়াজ আলি বলেছেন: আন্তরিকভাবে দুঃখিত প্রিয়। উনি আমার প্রথম লেখা হতে উল্টা পাল্টা মন্তব্য করছে । আমি উনার মতকে কেন ধারণ করবো। আমি অনেক বার উনার মন্তব্য নিরবে ডিলিট করেছি। আর কত সহ্য হয়। লোকটা আসলে বুড়া বলে সম্মান করেছি অনেক।

১৮| ০৭ ই জুলাই, ২০২০ রাত ১:৩১

রোকসানা লেইস বলেছেন: দেখা যাক শেষ হয় কোথায়

০৭ ই জুলাই, ২০২০ ভোর ৫:৩৪

নেওয়াজ আলি বলেছেন: শুভেচ্ছা ও শুভ কামনা।

১৯| ০৭ ই জুলাই, ২০২০ ভোর ৫:৫৩

ইসিয়াক বলেছেন: অভিনন্দন ডঃ মাহমুদকে।

০৭ ই জুলাই, ২০২০ ভোর ৬:০৮

নেওয়াজ আলি বলেছেন: শুভেচ্ছা ও শুভ কামনা।

২০| ০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:২২

রাজীব নুর বলেছেন: উত্তেজিত হওয়া ঠিক না। মাথা ঠান্ডা রাখতে হবে আলি ভাই।

০৭ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৩

নেওয়াজ আলি বলেছেন: আন্তরিকভাবে দুঃখিত প্রিয়।

২১| ০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সফল হোক।

০৭ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৫

নেওয়াজ আলি বলেছেন: শুভেচ্ছা ও শুভ কামনা।

২২| ০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২১

এম ডি মুসা বলেছেন: শুভ কামনা তার

০৭ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৫

নেওয়াজ আলি বলেছেন: শুভেচ্ছা ও শুভ কামনা।

২৩| ০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৩

নিয়াজ সুমন বলেছেন: যা কিছু দেশ ও দশের জন্য কল্যাণকর তা সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া উচিত র্সবাগ্রে। যদিও আমাদের পুরানো কালচার হয়ে গেছে যে সরকারি দল ব্যতীত অন্য কেউ যদি কোন ভালো কাজ করে সহযোগিতার বিপরীতে তার প্রতি বাশঁ দেওয়া যতক্ষন না পর্যন্ত ঐ ব্যক্তি আক্কেল হয় যে উনি নেইম প্লেইট ব্যতীত কেন এমন জনহিতকর কাজ করছেন।
যাই হোক উনার জন্য শুভ কামনা।

০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৩

নেওয়াজ আলি বলেছেন: আশা করি এবার ব্যতিক্রম হবে । ধন্যবাদ আপনাকে ।

২৪| ০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৯

রবিন.হুড বলেছেন: ডঃ আসিফ মাহমুদ মেধাবী ছাত্র বা চৌকস গবেষক বা ভালো ব্যক্তিত্ব এ বিষয়ে সন্দেহ নেই। বাংলাদেশের বিজ্ঞানী রা বিশ্বমানের ভ্যাকসিন তৈরি করতে সমর্থ সে বিষয়েও সন্দেহ নেই। তবে করোনা ভ্যাকসিন আবিস্কারের জন্য যে প্রসেস বা সময় বা সুযোগ এর অপ্রতুলতা এবং গ্লোপ ফার্মা এর অতীত ও বর্তমান অবস্থার প্রেক্ষিতে মিডিয়া প্রচার ছাড়া আর কিচু না।

০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৫

নেওয়াজ আলি বলেছেন: সময় বলে দিবে । আমরা একটু ধৈর্য্য ধারণ করি। দেখেন খারাপ লোক করোনা নিয়ে কেমন পয়সা হাতিয়ে নিচ্ছে । সেখানে লোক ভালো কিছু করুক ।

২৫| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৪

জাহিদ হাসান বলেছেন: ফয়জুল মহী
এটা আপনার ফেবু আইডি?

১৩ ই জুলাই, ২০২০ ভোর ৫:৩০

নেওয়াজ আলি বলেছেন: Yes brother

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.