![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।
দিনে দিনে এ করোনার এখন
আমাদের সাথেই উঠবস
রেখো মনে জোর
তবেই সে পালাবে
আর তুমি হবেনা সর্বনাশ।
পরীক্ষা যদি করো,জনে
জনে সব দেখবে পজিটিভ তবে
ভয় পাও কেন, আসলে তো জানো
রিপোর্ট টাই নেগেটিভ ।
রিজেন্ট জেকেজি নাম না জানা
আরো কত কি ,চিটার বাটপাড়
পকেট কাটায় বেশুমার ।
ভালোবাসার কবিতা লিখে যাও তুমি
ভালোবাসা বিলীয়ে রও ভালো
প্রিয়ার মননে সুখে খুশি হও
ভালোবাসায় বাঁচো বারো মাস ।
১৬ —০৭—২০২০
১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫২
নেওয়াজ আলি বলেছেন: ! চিহ্ন কেন । ভুল হয়েছে কিনা
২| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: লাইনটার অর্থ বুঝতে পারি নাই।
আমার সর্বনাশ হবে না, নাকি আমি কারো সর্বনাশের কারণ হবো না?
১৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৯
নেওয়াজ আলি বলেছেন: নিয়ম মেনে চললে এবং মনে জোর থাকলে করোনা ক্ষতি করতে পাববে না।
৩| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৯
ফুয়াদের বাপ বলেছেন: ভাইরে, করোনা এই করুন কালেও ঐ হারামীগুলোর মানবিকতার মনে একটুও আঁচর কাটে নাই, ভালোবাসা তো অনেক দূরের কথা। রিজেন্ট-জেকেজির মতো আরো কতো হারামী ভালোবাসার ইতি ঘটিয়েছে তা উপরওয়ালাই জানেন। পজিটিভ যেই রোগীকে নেগেটিভ রিপোর্ট দিয়েছিল সে হয়তো তার ভালোবাসার মানুষদের (বৃদ্ধ বাবা-মা-স্ত্রী) অনিচ্ছাকৃত আক্রান্ত করেছেন, হয়তো মেরেও ফেলেছেন।
১৬ ই জুলাই, ২০২০ রাত ৯:০৯
নেওয়াজ আলি বলেছেন: আসলে এমন জালিয়াতি দুনিয়ার কোথাও নাই এই ছাড়া । তবুও ভালোবাসি সোনার বাংলা।
৪| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৩
এম ডি মুসা বলেছেন: সুন্দর কবিতা ।।
১৬ ই জুলাই, ২০২০ রাত ৯:১১
নেওয়াজ আলি বলেছেন: শুভেচ্ছা ও শুভ কামনা । ভালো থাকুন।
৫| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৩
ইসিয়াক বলেছেন: বাহ! মহী ভাই আপনি ও কবিতা দিলেন ।
ভালো হয়েছে।
১৬ ই জুলাই, ২০২০ রাত ৯:১১
নেওয়াজ আলি বলেছেন: আপনার লেখা পড়ে পড়ে চেষ্টা করেছি মাত্র। শুভ কামনা , ভালো থাকুন।
৬| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৫
রাজীব নুর বলেছেন: অতি মনোরম আলি ভাই।
ভাষা সুন্দর।
১৭ ই জুলাই, ২০২০ ভোর ৫:৫৭
নেওয়াজ আলি বলেছেন: আপনার জীবন সুন্দর ও সজীব হোক
৭| ২০ শে জুলাই, ২০২০ রাত ১:১৪
কবিতা পড়ার প্রহর বলেছেন: করোনাকে বশ করার ভালো কবিতা
৮| ২০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২০
জুন বলেছেন: শাহাবুদ্দিন মেডিকেল
৯| ২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:২৭
Subdeb ghosh বলেছেন: সুন্দর +
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আর তুমি হবেনা সর্বনাশ।[/sb
!!!!!!