নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়জুল মহী I মোহাম্মদপুর । ঢাকা ।

নেওয়াজ আলি

হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।

নেওয়াজ আলি › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদ করো না , বিপদে পড়বে । অন্ধ হও বোবা হও।

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৫

টাই পরা ছবির উনি মিরানুল ইসলাম। আজকের কালো কাজের হিরো , কক্সবাজারের চকরিয়ার ১নং হাবরাং ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান। এলাকার অসহায় সুন্দরী মেয়েকে বিভিন্ন প্রলোভন ও প্রভাব দেখিয়ে বিয়ে করতে ব্যর্থ হওয়ায় গরু চোর আখ্যা দিয়ে মা ও মেয়েকে প্রকাশ্যে নির্যাতন করেছে এই সোনার ছেলে।
.ইউনিয়ন পরিষদের সামনে জনসম্মুখে পিটিয়ে নির্যাতনের পরে কোমরে রশি বেঁধে এলাকা ঘুরিয়ে তাদের সামাজিকভাবে হেনস্থা করে ক্ষমতা দেখিয়েছেন , বিচার করেছেন গরু চুরির।
মানুষ কতটা বর্বর হলে এমন কাজটি করে? শাস্তি এইসব চেয়ারম্যানদের চেয়ে লাভ নাই। শাস্তি চাই তাদের যাদের পৃষ্ঠপোষকতায় এইসব কুলঙ্গারা চেয়ারম্যান হয়।

এই দু'জন নারীকে চেয়ারম্যান কিংবা স্থানীয় শাংকু-পাংকুরা যতটা না অপমান অপদস্থ করেছে । ইতোমধ্যেই আমরা সেটাকে টপকিয়ে গিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের ছবি প্রচার করে ! ভিকটিম নয় ক্রিমিনালের ছবি প্রচার করি।



লিংকঃ http://www.dainikamadershomoy.com/post/272883
ছবিঃ ফেসবুক হতে ।
চেয়ারম্যান এর ফেসবুক লিংকঃ Click This Link

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একজন মানুষ, তাও তিনি যদি একজন নির্বাচিত গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি হোন, কীভাবে পারেন এত নিষ্ঠুর ও অমানবিক আচরণ করতে? এসব খবরের পরের খবর হলো গুরুত্বপূর্ণ- চেয়ারম্যানের এই অন্যায় অপরাধের জন্য কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিয়েছে? জানা থাকলে সেই আপডেটও যুক্ত করে দিন।

তীব্র ঘৃণা পোষণ করছি এবং এই অন্যায়ের প্রতিবাদ করছি ও বিচার দাবি করছি।

২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩০

নেওয়াজ আলি বলেছেন: কোন আপডেট দেখি নাই। আসলে খারাপ লাগে কিন্তু বিপদ হবে বলে ভয় আছে

২| ২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৮

করুণাধারা বলেছেন: এই পোস্ট দিয়ে কোন লাভ নেই, বরং আপনার বিপদের সম্ভাবনা আছে। শুভকামনা রইল।

২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩১

নেওয়াজ আলি বলেছেন: আসলে খারাপ লাগে কিন্তু বিপদ হবে বলে ভয় আছে

৩| ২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

শাহ আজিজ বলেছেন: দ্বিধাবিভক্ত আমরা সবাই । এই লোক , টেকনাফের কিলার সবাই প্রচণ্ড ক্ষমতাশালী । আজ সিনিয়র সিটিজেন ফোরামে একজন লিখছে তিনি মহামারী নিয়ে কিছু পোস্ট করেছিলেন , ফেসবুক তাকে সতর্ক করে ২৪ ঘণ্টার শাস্তি দিয়েছে । আমরা , আমি চুপ মেরে যাই কারন এসব ছেপে বিপদে পড়তে চাইনে ।

আসুন বিদেশ বিভূঁই নিয়ে পোস্ট করি ।

২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৬

নেওয়াজ আলি বলেছেন: বিবেকবান মানুষ কি এইসব দেখে চুপ থাকে ভাইজান। সবদলে এমন জানোয়ার আছে । এদের বয়কট করা উচিত।

৪| ২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

নতুন নকিব বলেছেন:



ধিক্কার জানাতেও ঘৃণা হয়।

উপযুক্ত বিচার হোক এই অপকর্মে জড়িতদের। +

২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৭

নেওয়াজ আলি বলেছেন: সবদলে এমন জানোয়ার আছে । এদের বয়কট করা উচিত।

৫| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার লেখার শুরুতেই একটি দৃষ্টিকটু বানান ভুল রয়েছে। টাই শব্দটিকে লিখেছেন ট্রাই। এডিট করে ঠিক করুন প্লিজ! পোস্ট সম্পর্কে কোন কমেন্ট নাই।

২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৮

নেওয়াজ আলি বলেছেন: ঠিক করে নিয়েছি ।

৬| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: আজ সকালে এই ঘটনা টা জানতে পারি। খুব খারাপ লেগছে আমার।

২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪১

নেওয়াজ আলি বলেছেন: মানুষ কোন দলের কাছে নিরাপদ হবে বলা যায়

৭| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপডেট দেখুন নীচের ৭১ টিভির রিপোর্টে। রিপোর্ট অনুযায়ী চেয়ারম্যান মহোদয় হলেন সাক্ষাৎ উদ্ধারকর্তা।


২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৭

নেওয়াজ আলি বলেছেন: আসলে গরু চুরি মেইন ঘটনা না । তার লালসা মেইন

৮| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এরা মানুষ নামের কলঙ্ক ।

২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৮

নেওয়াজ আলি বলেছেন: সব দলে এমন জানোয়ার থাকে সবসময়

৯| ২৪ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫৪

সাহাদাত উদরাজী বলেছেন: বিচারহীনতা আমাদের সব কিছু নষ্ট করে দিয়েছে। এদিকে এখন আরো সত্য যে, টাকা যার বিচার তার।

২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫০

নেওয়াজ আলি বলেছেন: ঠিক বলেছেন । বলাও কঠিন । যদি মামলা করে দেয়

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৩৫

আমি সাজিদ বলেছেন: ভূতের ভোটের জনপ্রতিনিধি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.