![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।
রাজা শাহ আলমকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য দোয়া করেছেন কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থীরা।
রোহিঙ্গাদের নেতা কাশেম রাজার ছেলে শাহ আলম চৌধুরী ওরফে রাজা শাহ আলমকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য আল্লাহ’র কাছে মোনাজাত করেছেন কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থীরা। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হওয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি মসজিদে আয়োজিত খতমে কোরআন শেষে দোয়া মাহফিলে আল্লাহ’র কাছে আবেদন জানানো হয়।
রাজা শাহ আলম উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হওয়ায় আল্লাহ’র কাছে শুকরিয়া জানানো হয়। তাকে আরও বড় পদে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিতে আল্লাহ’র কাছে দোয়া করেন কুতুপালং শরণার্থীরা ক্যাম্পের মুসল্লিরা।
হোটেল ব্যবসায়ী রাজা শাহ আলম কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও বর্তমান কমিটির সহসভাপতি। তিনি সম্প্রতি উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মনোনীত হন। ইতিমধ্যে ৩৩ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছেন তিনি।
মিয়ানমার সরকারের চাপের মুখে ৬০-এর দশকে বাংলাদেশে পালিয়ে আসেন কাশেম রাজা। মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়ার ইনানীর পাহাড়ি এলাকায় স্বপরিবারে আশ্রয় নেন তিনি। পরিবর্তীতে সেই এলাকাতেই বসতি স্থাপন করে ধীরে ধীরে সেখানে থিতু হন নিপীড়িত রোহিঙ্গাদের বিপ্লবি এই নেতা। সেখানে জন্ম হয় কাশেম রাজার ৩ ছেলে ও ২ মেয়ের। কাশেম রাজার প্রথম সন্তান হলেন শাহা আলম চৌধুরী ওরফে রাজা।
৭০’র দশকে মিয়ানমারের গুপ্তচরেরা উখিয়ার ইনানীর পাহাড়ি এলাকায় কাশেম রাজাকে হত্যা করে। এরপর পরিবারের হাল ধরেন রোহিঙ্গা নেতার বড় ছেলে রাজা শাহ আলম। তবে তিনি রোহিঙ্গাদের জন্য বাবার মতো সক্রিয় লড়াই করার পরিবর্তে পরিবার গোছানোর কাজে মনোনিবেশ করেন। শুরু করেন মাছের ব্যবসা। ধীরে ধীরে ব্যবসায় সফলতার হাত ধরে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে হোটেল মিডিয়া নামের একটি পর্যটন সেবী আবাসন প্রতিষ্ঠান নির্মাণ করেন তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, ‘নিয়ম মতে পরিচ্ছন্ন যে কেউ দলে সম্পৃক্ত হতে পারেন। শাহ আলম চৌধুরীও আমাদের মাঝে তেমনই একজন। কেউ কারও জন্য শুভ কামনা বা কোনো বড় কিছু প্রত্যাশা করে দোয়া করলে সেটার দায় দোয়াকারীদের ওপর বর্তায়। তবে আশ্রিত রোহিঙ্গাদের কামনা একটু বেশি হয়ে গেছে বলে মনে হলো।
দোয়া মাহফিলের বিষয়ে রাজা শাহ আলম বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আমার বিরোধীরা টাকা খরচ করে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব করেছে।’
সুত্রঃ আমাদের সময়।
খবরের লিংকঃ http://www.dainikamadershomoy.com/post/276360
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি তো অনেক আগেই বলেছিলাম-
দেখিস এক দিন------
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৪
নেওয়াজ আলি বলেছেন: মেম্বার ,চেয়ারম্যান ,এমপি হয়েছে এবার মন্ত্রী না হয়ে প্রধানমন্ত্রী হবে।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৯
ইলি বলেছেন: দোয়া করলে করছে তাতে কি। দোয়া করলেই কি দেশের প্রধান মন্ত্রী হয়ে যাবে নাকি। আমি যদি হুজুর দিয়ে দোয়া করাই আমি কি আম্রিকার প্রেসিডেন্ট হইতে পারুম???
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০২
নেওয়াজ আলি বলেছেন: রোহিঙ্গা প্রধানমন্ত্রী হলে ইয়াবার দাম কমে যাবে আর আপনি আমেরিকার প্রধানমন্ত্রী হলে বাঙ্গালী আমেরিকা যেতে পারবে ভিসা ছাড়া দুইটাই ভালো হবে।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৯
চাঁদগাজী বলেছেন:
আপনি স্কুলে থাকতে ছাত্র রাজনীতি করেছেন; ফলাফল, এসব বড় বড় রাজনৈতিক প্রবন্ধ, আমাদের রাজনৈতিক জ্ঞান বাড়ছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১১
নেওয়াজ আলি বলেছেন: আগে বলেন আপনার শরীর কেমন আছে। রাজনীতি এখন আমার একদম পছন্দ না । বগ্লে রোহিঙ্গা নিয়ে লেখা দেখলাম তাই দিলাম নিউজটা । আপনি একজন পরিপক্ক মানুষ । আপনাকে জ্ঞান দেওয়া মানে ভরা কলসে পানি ভরা । যাই বলেন আপনাকে সম্মান এবং শ্রদ্ধা করে চলতে চাই।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৭
রাজীব নুর বলেছেন: দোয়ায় কাজ হয় না।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৪
নেওয়াজ আলি বলেছেন: আরে ভাই তাদের সাহস দেখেন । ওরা আশ্রিত । অন্যের দেশে এসে রাজনীতির গভীরে চলে গিয়েছে আমাদের কারণে।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৪
মা.হাসান বলেছেন: ব্যটাদের নজর বড় ছোট। বার্মার সি ইন সি বা আম্রিকার পেসিডেন হবার দোয়া করতে পারতো। তবে বাংলাদেশ যে ভাবে সব দেশকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে তাতে এই দোয়াও খুব ছোটো দোয়া না। তা উনি যা হয় হউক, ব্লগের মডু না হইলেই আমি খুশি।
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৬
নেওয়াজ আলি বলেছেন: বদি এমপি আবার হতে পারলে মন্ত্রী হবে তখন খবর আছে । আর ইয়াবা সস্তায় মিলবে।
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪১
শায়মা বলেছেন: হা হা আকাশ কুসুম পাড়ছে আকাশ থেকে।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৫
নেওয়াজ আলি বলেছেন: চিন্তার বিষয় । সাহস কোথায় পায়
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৩২
সোহানী বলেছেন: হাহাহা......... গুড গুড, ভালোতো ভালো না!!!!!!!
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৫
নেওয়াজ আলি বলেছেন: সাহস কোথায় পায়
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:২০
সেনসেই বলেছেন: এইসব ফালতু জিনিস নিয়ে সাংবাদিকরা সময় দেই। হাসি পাই
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৫
নেওয়াজ আলি বলেছেন: চিন্তার বিষয় ।
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩১
শাহ আজিজ বলেছেন: অশুভ সংকেত ।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৭
নেওয়াজ আলি বলেছেন: এরা এত ভালো মানুষ না
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: এই খবর তো জানা ছিলো না!!!
মনে মনে ভাইলে লাইড-ভাত কেন? পোলাউ-কোরমা খাও!!
বাংলাদেশের ক্ষমতা চায়া লাভ কি, মায়ানমারেরটা চাও বোকা..দা রা।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৫
নেওয়াজ আলি বলেছেন: এরা আমাদের সামাজিক প্রাকৃতিক অনেক ক্ষতি করেছে এপং ভবিষ্যতে ভয়াবহ করবে
১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৮
আহমেদ জী এস বলেছেন: নেওয়াজ আলি ,
নিঃসন্দেহে এক অশনি সংকেত।
সবে তো ঈশান কোনে মেঘ জমা শুরু! শেষ পর্যন্ত "ইষ্ট ইন্ডিয়া কোম্পানী"র মতো যেন এই উদ্বাস্তুরাও শাসনদন্ডের মালিক না হয়ে বসেন।
যে যে ভাবেই নিক ব্যাপারটাকে, সাধু সাবধান ..........................
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪১
নেওয়াজ আলি বলেছেন: আমি অনেক আগে থেকেই লিখেছি, তখন অনেকেই ধর্মীয় ভাই বলে আশ্রয় দেয়ার কথা বলেছে, আমাকে অনেক গালমন্দ করেছে, তখন সবার মায়া কান্না দেখে আমার হাসি পেয়েছিলো। অথচ স্বাধীন দেশের নাগরিক আমি আমার কোন নিরাপত্তা নেই, রোহিঙ্গারা যে ভাবে ওদের মতো সব কিছু দখল করে চলেছে, মেম্বার, চেয়ারম্যান রোহিঙ্গারা, তাহলে আমরা কোথায় নাগরিক অধিকার পাবো।
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২০
শায়মা বলেছেন: দুঃসাহস আর কি। পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৬
নেওয়াজ আলি বলেছেন: শুভেচ্ছা
১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওদেরকে ফেরত পাঠাতে না পারলে স্থানীয়রা সংখ্যালঘু হয়ে যাবে ।
১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আরে ভাই তাদের সাহস দেখেন । ওরা আশ্রিত । অন্যের দেশে এসে রাজনীতির গভীরে চলে গিয়েছে আমাদের কারণে।
তারা বোকা। কিন্তু তাদের স্বপ্ন অনেক বড়।
১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩০
ঢাবিয়ান বলেছেন: খাল কেটে কুমির আনার ব্যবস্থাতো আমরাই করেছি
১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হতে পারলে রোহিঙ্গাদের মধ্যে যদি কেউ যোগ্য থাকে তাহলে সে হতে পারবেনা কেন? জাতি হিসেবে আর অনেক নীচ। যোগ্যতার মূল্যায়ন করা উচিত। প্রতি বছর নাসা, গুগল মামারা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে মেধাবীদের নিয়ে যান কাজে লাগানোর জন্য ।
তবে রোহিঙ্গারা জাতি হিসেবে অনেক পিছিয়ে আছে।
১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: যে যে ধর্মাবলম্বী সে নিজ ধর্মানুসারে প্রার্থনা করতেই পারে। ষাটের দশকে যেহেতু উনার বাবার প্রথম এসেছিলেন এবং ওনারা এখানে নাগরিকত্ব পেয়ে গেছেন সেহেতু একজন স্বাধীন নাগরিক হিসেবে নিজের যোগ্যতার পরিচয় দেওয়ার মধ্যে কোন অযৌক্তিকতা দেখিনা। রেসিয়াল দিক থেকে দেখলে প্রত্যেকেরই স্বরেসের প্রতি একটা দুর্বলতা থাকে।সরকার ক্যাম্পের শরণার্থীদের যেখানে দেশে ফেরত পাঠাতে পারছেন না সেখানে ঐ রেসের নাগরিকদের অধিকার কারবেনই বা কেমন করে?
যদি যোগ্যতা থাকে তাহলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা প্রধান বিচারপতি হওয়ার অপরাধ কোথায়? সবশেষে কথা বলি, কৃষ্ণাঙ্গ হওয়ার অপরাধে আব্রাহাম লিংকনের হত্যাকাণ্ডকে তো তাহলে জাস্টিফাই বলতে হয়।
২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আশ্রিতা হয়ে ঢুকে এখন দেশের মালিক।
২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আল্লাহ্তালা সর্বজ্ঞানী। কাকে কি বানাতে হবে আল্লাহ্ ভালো জানেন। তবে চাওয়ার সময় ভালটা চাইতে হয়। যেমন আমাদের রসূল ( সাঃ) বলেছেন যে তোমরা যখন আল্লাহর কাছে জান্নাতের দোয়া করবা তখন জান্নাতুল ফেরদৌস চাবা। জান্নাতুল ফেরদৌস সব জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ। উনিও হয়তো এই কারণে সব চেয়ে ভালো রাজনৈতিক পদ চেয়েছেন, যেহেতু রাজনীতি করেন তাই। প্রধানমন্ত্রী না হলেও কম করে হলেও অন্তত একটা সিটের এমপি হওয়ার দোয়া যদি আল্লাহ্ কবুল করেন এই আশায় এই ধরণের দোয়া হয়তো করেছেন। আল্লাহ্ ভালো জানেন।
২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬
নাসরিন ইসলাম বলেছেন: দিন দিন রোহিঙ্গারা বাংলাদেশের জন্য হুমকির কারন হয়ে উঠছে, যা নিশ্চিতভাবে দুশ্চিন্তার উদ্রেক করে।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি তো অনেক আগেই বলেছিলাম-
দেখিস এক দিন------