![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।
ভাস্কর্য কখনো কখনো সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে নির্মিত হয়ে থাকে। আবার কখনো অন্য স্মরণ ও সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে তৈরী হয়ে থাকে। যেমন আমার পোষ্টে ছবি ভাস্কর্যটা ফেনীতে নতুন করা হয়েছে সালাউদ্দিন মোড়ে আর এতে সৌন্দর্যবর্ধক হয়েছে। এই ভাস্কর্য নিয়ে কারো কোন বাদ-প্রতিবাদ নেই মনে হয় সবাই খুশি। এই রকম ভাস্কর্য শহরে ও উপজেলা শহরেও করা হয়েছে। এই সব ভাস্কর্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এতই ভাইরাল হয়েছে যে মনে হয় সাক্ষাৎ বেহেস্তবাসী ফেনীর জনগন। কারণ এতে আল্লাহর নাম এবং ইসলামিক মন মানসিকতা বজায় রাখা হয়েছে।
আরেকটা ভাস্কর্য সম্মান প্রদর্শনের জন্য নির্মিত যেমন স্মৃতিসৌধ ও শহীদ মিনার। স্মৃতিসৌধে বিশেষ বিশেষ দিনে আমারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি এবং শহীদ মিনারেও তাই। এখানে কেউ পুজা করে না মাথা ঠেকিয়ে কিছু মানত করে না। এখানে দেশের জন্য আত্মত্যাগকারি বীর শহীদের স্মরণ করে ।এই যে বাংলা ভাষা পেলাম এই যে বাংলাদেশ পেলাম এইটাতো যুদ্ধ করে মরে তারপর পেলাম। এখন যদি এইসব বীর যোদ্ধাদের একটু স্মরণও না করি তাহলে আমরা কিসের কৃতজ্ঞ জাতি হলাম। অবশ্যই ইতিহাস কালচার সংরক্ষণ করা উচিত। কিন্তু মাথায় রাখতে হবে আমরা মুসলিম প্রধান দেশ। এই দেশে জঙ্গী যেমন সুবিধা করতে পারে না তেমনি নাস্তিকও হালে পানি পায় না। তাই ভাস্কর্য নিয়ে পক্ষে বিপক্ষে বাহাস করে আমাদের শান্তি নষ্ট করবেন না।
এক পক্ষ বলেছে ঘাড় মড়কে দিবে যদি বেশী বাড়াবাড়ি করে। শুনে হাসি পেল কারণ ক্ষমতা তাদের দেশ তাদের। আরেক পক্ষ বললো বাংলার জমিনে মূর্তি বানাতে দিবোই না । এইটা শুনেও হাসি পেল যেন দেশ দোজখ হয়ে যাবে দুই একটা মূর্তি বানালে। আরব দেশে পাঁচ ওয়াক্ত নামাজের ফরজটা পড়ে, শতকরা ৯৯ জন সুন্নত পড়ার গরজবোধ করে না। কিন্তু চারটা বিয়ে করা সুন্নত আর তা পালনে সচেষ্ট থাকে শতকরা ৯৯ জন। আরে সবচেয়ে বড় কথা এই ভাস্কর্যের মাথায় বসে ছোট চড়ুই পাখি হতে বড় চিল পর্যন্ত বিষ্ঠা ত্যাগ করবে। দেখবেন আপনারা পরিষ্কার করার দরকারও মনে করবে না কেউ। ছাগল এবং পাগল উভয়ে চুচু করবে, সুযোগ পেলে হাগুও করবে দেখার কেউ থাকবে না। তাহলে ভাস্কর্য তৈরী করতে এত উদ্যমী কেন। জানতে হলে দেখতে হবে যমুনা টিভির অনুসন্ধানী অনুষ্ঠান 360 ডিগ্রী।
লুটপাটের সব যায়গা শেষ করে এখন শুরু করেছে ভাস্কর্য নির্মাণের নামে লুটপাট। চট্টগ্রামের এক ভাস্কর্য নিয়ে যমুনা টিভির 360 ডিগ্রী অনুষ্ঠানে সুন্দর লুটপাটের প্রতিবেদন দেখানো হল। ভাস্কর্য শিল্পীর সাথে চুক্তি করেছে ১৮ লাখ টাকায় আর হিসাবে দেখিয়েছে ৮৬ লাখ টাকা! প্রকল্পে মোট খরচ যেখানে হয়েছে দুই কোটি টাকার মত সেখানে ৫ কোটি খরচ দেখিয়ে এখনো কাজ শেষ হয়নি। আবার নতুন বরাদ্দ চেয়েছে কাজ শেষ করতে!
দেশব্যাপী ভাস্কর্য নির্মান করছে স্থানীয় সরকার। কেন্দ্রীয় সরকারকে তেলে ভাসিয়ে নিজেদের লুটপাটের জায়গাটা নির্বিঘ্ন করতে চায়। স্থানীয় সরকার ভালোবাসার যায়গা থেকে ভাস্কর্য নির্মান করছে বিষয়টি এমন না। তারা নিজেদের লুটপাট ঠিকঠাক রাখতে নাম ব্যবহার করছে মাত্র। এই লুটপাটের সাথে জড়িত আছে মেয়র থেকে শুরু করে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার। এরা অন্যের আবেগকে কাজে লাগিয়ে ভাস্কর্যকে লুটপাটের মেশিন হিসাবে ব্যবহার করছে। অনুষ্ঠানে দেখবেন এক পর্যায় সাংবাদিককে ঘুষ দিতে যায় সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার। এসব লুটপাটের ভাস্কর্য নির্মান বন্ধ করা অতীব জরুরী। বন্ধ না করলে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে । জনগণের কষ্টের টাকা বিদেশে পাচারে সহযোগিতা করবেন না মাননীয রাষ্ট্র ।
১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:১৬
নেওয়াজ আলি বলেছেন: এখন মসজিদে দোয়া দরুদও পড়ে দোয়া করে
২| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:০৫
উড়ালপক্ষী বলেছেন: চমৎকার লিখনি। স্বচ্ছ চিন্তাধারা। খুব ভালাে লাগল।
১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:১৪
নেওয়াজ আলি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা
৩| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২১
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভাস্কর্য দিয়ে রেমিট্যান্স আয় হবে ! ভাস্তর কে মৃনাল ? মৃনাল এতো লোককে হাত করেছে কিভাবে ভাবতেও অবাক লাগে?
১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:১৪
নেওয়াজ আলি বলেছেন: দেখার কেউ নাই । পি কে হাওদার কানাডায় বাড়ি গাড়ি নিয়ে রাজ জীবন যাপন করছে
৪| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: ভালো একটা বিষয় নিয়ে পোষ্ট দিয়েছেন।
এই দেশ হলো চোরের দেশ। দূর্নীতিবাজদের দেশ।
প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযান কোথায়?
১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:১২
নেওয়াজ আলি বলেছেন: দেখেন ভাই আরবী ভাস্কর্য করে জনগণকে ঠান্ডা রাখছে আর আরামে চুরি করেছে
৫| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৭
এম ডি মুসা বলেছেন: আপনি পোস্ট কম করেন কিন্তু মাঝে মাঝে দু একটি পোস্ট করেন খুব ভালো লাগে।। ভালো লাগছে লেখাগুলি
১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:১০
নেওয়াজ আলি বলেছেন: আন্তরিক শ্রদ্ধা প্রিয় ভাই। আপনার কবিতাও ভালো হয়
৬| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪০
ওমেরা বলেছেন: আচ্ছা এসব ভাস্কর্য বানাতে জায়গা লাগে না ?
১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:০৭
নেওয়াজ আলি বলেছেন: সরকারি খাস জমিতে আছে রাস্তার পাশে
৭| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
ফেনী কি ইয়েমেন, ওমানের অংশ, ওখানে আরবী কেন? নোয়াখালীর লোকজন আরবদের দাস?
১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:০৬
নেওয়াজ আলি বলেছেন: আরবী কেন এটা আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন। আর আপনি সব জান্তা আবুল ভাই এইটা জানেন না, কাতার এবং মক্কাতে সবচেয়ে বেশী চিটাং এর লোক যারা সেখানেও ইয়াবা বিক্রি করে।
৮| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৩:২৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখানে কি চড়ুই পাখি বসেনা,নাকি পাহারাদার আছে।
২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১১
নেওয়াজ আলি বলেছেন: বলেছি ভাস্কর্যে পাখি বিষ্ঠা ত্যাগ করে। এখানে সেখানে করেন না। মনে হয় এখানে আওয়ামী মেয়র বন্দুক নিয়ে পাহারা দেয়।
৯| ২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১৩
শায়মা বলেছেন: এত সুন্দর !!!
এই পোস্ট থেকেই ভাস্কার্য্যগুলির ছবি দেখে জানলাম!!!
নইলে জানাই হ্ত না।
কেমন আছো ভাইয়ামনি?
২০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৬
নেওয়াজ আলি বলেছেন: আমি ভালো আছি দিদিমনি। তুমি কেমন আছো। সারা বাংলাদেশে ভাস্কর্য নির্মাণ হচ্ছে।
১০| ২০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: আমার কথা একটাই মূর্তি ভাস্কর্য থাকবে। যাদের চুলকায় তারা চোখ বন্ধ করে রাখবে?
২০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৬
নেওয়াজ আলি বলেছেন: আমারও একই কথা। ধন্যবাদ ডিয়ার ব্রাদার।
১১| ২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৮
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: সুন্দর ভাস্কর্যের আড়ালে করুণ বাস্তবতা উঠে এসেছে। ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন।
১২| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৭
খায়রুল আহসান বলেছেন: মাননীয় রাষ্ট্র আপনার কথা মানবে তখনই যখন আপনি জনতাকে সাথে নিয়ে রাষ্ট্রের কাছে প্রতিবাদ জানাতে পারবেন। আপনার পেছনে জনতা কোথায়!
১৩| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৪
জ্যাকেল বলেছেন: জনগণের কস্টের টাকা তাদের জন্য কুকির্তি করার অপার সুযোগ। আপনি তো ভাস্কর্য/মূর্তি দুর্নিতি নিয়ে লিখেছেন, এই দেশে একটা ১০ হাজার টাকার কম্পিউটারের দাম দেখানো হয় ২ লাখ টাকা, একটা বালিশ যেন কত?
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: মুর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হবে কেন, পুজার সমানই তো হয়ে গেলো। এর চেয়ে যাদেরকে স্মরণ করা হবে তাদের জন্য দোয়াই যথেষ্ট