নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়জুল মহী I মোহাম্মদপুর । ঢাকা ।

নেওয়াজ আলি

হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।

নেওয়াজ আলি › বিস্তারিত পোস্টঃ

স্বচ্ছ লাল সব এক।

১৬ ই মে, ২০২১ রাত ৮:৩২





ভাবছি মুসলিম এই শব্দটাকে গঙ্গার জলে স্নান করাবো,
আমি অতি নিরীহ মানব কারো সাত পাঁচে নাই
তাই গঙ্গা নদীর নাম শুনেছি কোথায় তা শুনি নাই।

হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, ইহুদী এইসব শব্দকে স্নান করাবো
নীল নদে, কিন্তু নীল নদ যে বাংলা হতে বহু দূরে।

হয়তো তারা ধর্মের দোহাই দিয়ে আটকাবে আমাকে
তারপরও চেষ্টা করবো জমজম পানিতে শুদ্ধ করতে।
ইয়াজিদের তরবারি হাতে দাড়িয়ে আমি আজ
প্রতিটি শব্দকে হত্যা করে বলবো আলাদা করো
লাল রক্ত কোন শব্দটার।

আচ্ছা মানুষই যদি না থাকে এই সভ্যতা হবেটা কার।
জালিম হয়তো হেসে বলবে আমিই আমার।
আচ্ছা মানুষই যদি না থাকে এই সভ্যতা হবেটা কার।
জালিম হয়তো হেসে বলবে আমিই আমার।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২১ সকাল ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: "আচ্ছা মানুষই যদি না থাকে এই সভ্যতা হবেটা কার"? - "সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই"!

২| ২৬ শে মে, ২০২১ রাত ১:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




খায়রুল আহসান ভাইকে সমর্থন করে আমি বলছি/sb] "সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই" এটিই চিরন্তন সত্য। তবে সত্য রৌদ্রের মতো কখনো কখনো মেঘে ঢাকা পরে। রাতের পর দিন আসে দিনের পর রাত। এটি নিয়মের খেলা। পৃথিবীতে রক্তের খেলা আজ নতুন না।

৩| ০১ লা জুন, ২০২১ দুপুর ১২:৫২

খায়রুল আহসান বলেছেন: "আচ্ছা মানুষই যদি না থাকে এই সভ্যতা হবেটা কার" - অত্যন্ত মানবিক এ ভাবনাটার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.