![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।
তোমাকে স্মরণ করতে ভালো লাগে
শীতের সকালে হিমেল হাওয়ায়,
রোদের উষ্ণতায় সেজদায় পড়ে।
তোমাকে ভাবতে ভালো লাগে
আমার ভালোবাসায়,
দিন বা রাতে কাজ শেষে।
স্নিগ্ধ আলোর জ্যোৎস্নায়,
কোরান পড়ার মিহি সুরে।
তোমাকে ডাকতে ভালো লাগে
আমার প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে
কারণ তুমি আছো আমার সমস্ত বিশ্বাসে
হৃদয়ের গভীর আঙ্গিনায় কিংবা বাহিরে।
তুমি রহমান, তুমি রহিম, তুমি করিম
তুমি পরম করুণাময়, তুমিই আমাকে সৃষ্টিকারী ।
৩০ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:২৬
নেওয়াজ আলি বলেছেন: মনে রাখবো আপনার কথা।
২| ৩০ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:৪০
কুশন বলেছেন:
আপনি ড: আলী সাহেবকে উপদেশ দিচ্ছেন দেখলাম; উনি একজন পিএইচডি ও লন্ডনে বাস করেন; ভেবে দেখেন।
৩১ শে জানুয়ারি, ২০২২ ভোর ৪:১৫
নেওয়াজ আলি বলেছেন: ভেবে দেখেই বলেছি আপনার হতে দুরে থাকতে।
৩| ৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ কী সুন্দর
৩১ শে জানুয়ারি, ২০২২ ভোর ৪:১৬
নেওয়াজ আলি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ডিয়ার সিস্টার
৪| ২৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৪
খায়রুল আহসান বলেছেন: "কারণ তুমি আছো আমার সমস্ত বিশ্বাসে" - এ টুকুই যথেষ্ট। এর পরে দরকার ভালো কাজ করা, পরিশ্রম করা। তাহলেই জীবন সুখের হবে।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:০৭
কুশন বলেছেন:
ছাত্র রাজনীতি করেছেন, অন্যদেশ দেখার সুযোগ পেয়েছেন, মন্তব্য করতে একটু ভেবেচিন্তে করেন, যেন আপনার কথার ওজন থাকে!