নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপর্না হালদার

always want to know

অপর্না হালদার › বিস্তারিত পোস্টঃ

গানে গানে সকাল শুরু

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৪

সংগীত ভালোবাসেনা এমন মানুষ পৃথিবীতে বিরল । যে মানুষটি সংগীত পছন্দ করেননা তাকে অনেকেই চিড়িয়াখানায় প্রাণী দেখতে যাবার মতই দেখতে যাই আমি । ডিজিটাল পৃথিবী তথা বাংলাদেশে এখন অনেক টিভি চ্যানেল রয়েছে । টিভি চ্যানেল গুলোর মধ্য অন্যতম টিভি চ্যানেল হল : চ্যানেল আই । প্রতিদিন সকালে তাদের একটি নিয়মিত পরিবেশনা "গানে গানে সকাল শুরু'' । তিনদিনব্যাপী কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরাসরি অনুষ্ঠানটি সম্পচার করা হয়েছে । আজ তৃতীয় তথা শেষ দিনে সংগীত পরিবেশন করেছেন রবীন্দ্র সংগীত শিল্পী জনাব রেজওয়ানা চৌধুরী বন্যা । উক্ত অনুষ্টানে আজ সরাসরি ফোনে অংশগ্রহন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব এইচ টি ইমাম এবং বাংলাদেশ ব্যাংকের সফল মাননীয় গর্ভনর জনাব ড. আতিউর রহমান । ড. আতিউর রহমান স্যার রবীন্দ্র প্রেমী, রবীন্দ্র গবেষক এবং রবীন্দ্রনাথ সম্পর্কে বিদগ্ধ আলোচক, সর্বপরি তিনি রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্য চর্চায় সকলকিছুর মধ্যে পথ চলার এক বিশাল দিকনির্দশনা খুজে পাণ । আমরা অনেকে হয়ত তাঁর সম্পর্কে এই তথ্যটি অবগত নয । স্যার ব্যাংকি ক্ষেত্রেও কৃষি, সি এস আর ইত্যাদি বিষয়ে রবীন্দ্রনাথের দিক নির্দেশনা প্রয়োগ করার চেষ্টা তিনি করে থাকেন । আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ এমন কোন স্তর নেই যেটা সম্পর্কে তিনি আলোকপাত করেননি । সকালটা অনেক ভালো কেটেছে । আমি ও আমার সহধর্মিনী দুজনে মিলে অনুষ্ঠানটি দেখেছি । ভালো লাগাটা অনেকগুন বেড়ে গিয়ে আমাদের ব্যাংকের সর্বোচ্চ কর্নধার সফল মাননীয় গর্ভনর জনাব ড. আতিউর রহমান (স্যারের) ফোনালাপ তথা আলোচনা শুনে । সকলে ভালো থাকবেন । শুভ সকাল ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.