![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??
ষাট গম্বুজ মসজিদ অনেক সুন্দর..যার গম্বুজ আছে ৮১ টি । তুর্কী উলুঘ খান-ই-জাহান নির্মাণ করেছিলেন ১৫শ শতাব্দীতে । এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। তুঘলকি ও জৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট । এই মসজিদটির জন্য বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। বাংলাদেশে তিনটি ঐতিহ্যবাহী স্থানের একটি । ১৯৮৩ খ্রিষ্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে।
©somewhere in net ltd.