নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরে ফিরে আবার ছুটে আসি তোমার কাছে...

এবিএম বাকী

কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??

এবিএম বাকী › বিস্তারিত পোস্টঃ

নকল ওয়াজ.

১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৫

কয়েকদিন আগে একটা তাফসীর মাহফিলে গেলাম ৷ ২য় বক্তা সাহেবের গেটাপ দেখেই আমি ঘাবড়ে গেলাম, তো সালাম দিয়ে পরিচিত হলাম ৷
তারপর জিজ্ঞাসা করলাম:
-'শায়খ, আপনি কোথায় লেখাপড়া করেছেন? '
-আমি দাওরা ফারেগ ৷ আপনি কি করেন?
-আমি এই বিশ্ববিদ্যালয়েই(ইবি) পড়ি ৷

কিছু কথা হওয়ার পর ওয়াজের সময় বন্টন নিয়ে কথা উঠলো ৷ পরিচালক সেখানে ছিলেন, তিনি ২য় বক্তা সাহেবকে আমার আলোচনার পর ১ ঘন্টা সর্বোচ্চ দেড় ঘন্টা আলোচনা করতে বললেন ৷

২য় বক্তা সাহেব একটু গরম হয়ে বললেন, আমি কোথাও ১ম মেহমান ছাড়া কথা বলিনা আর ২ ঘন্টার নিচে কি আলোচনা করবো? হাহ্ ৷৷

মজার বিষয় হলো: উনি স্টেজে উঠে হুবহু আব্দুল খালেক শরিয়তপুরীর আলোচনা কপি পেস্ট মারতেছেন ৷ কোন পরিবর্তন নাই ৷ ডায়েরী দেখে দেখে ওয়াজ করতেছেন ৷ কোন চেইঞ্জ নেই ৷

আল্লাহ মাফ করুক, খুব মজা পাইছিলাম ৷ কিন্তু পরিতাপের বিষয় নিজেকে সবসময় বড় মুফাচ্ছের মনে করে দুই একদিন মাইকে গরম গরম বক্তব্য দিয়ে ৷ এরা এতটা দাম্ভিক আর লোভী হয়ে যায় যে, ইসলামের কথা বলতে বলতে নিজেই ছিটকে পড়ে ৷

এখন অনেক বক্তা ওয়াজ করে শুধুমাত্র টাকা ইনকামের জন্য ৷ টাকা নেন সমস্যা নাই কিন্তু মুল জিনিসগুলো তো ঠিক রাখুন ৷ শুধু হাসাহাসি, গান, কৌতুক আর ফাইজলামি করেই তাফসীর হয়? ভাইরে কত রকমের ভন্ডামির কথা লিখবো? লেখা তো শেষ হবে না ৷

আমি ব্যাক্তিগত ভাবে অনেক আলেমকে কাছ থেকে দেখেছি তাদের যেমন ইলম তেমন আমল ৷ আল্লাহ তাদের কাতারে আমাদের শামিল করুন ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.