নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরে ফিরে আবার ছুটে আসি তোমার কাছে...

এবিএম বাকী

কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??

এবিএম বাকী › বিস্তারিত পোস্টঃ

মহিলাদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ।

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:২৬

মহিলারা মার্কেটে যেতে পারবে বাঁধা নেই, মেলায় যেতে পারবে বাঁধা নেই কিন্তু মসজিদে, ঈদগাহ্ মাঠে যেতে বাধা দেন কেনো?
ইসলামে কোথায় মহিলাদের মসজিদে যেতে বাঁধা আছে? বরং কোন মহিলা মসজিদে যেতে চাইলে তাকে বাধা দিতে নিষেধ করা হয়েছে ৷

নারীরা কি নাপাক? ছিঃ এটা কিভাবে ভাবতে পারেন? ইহুদি খ্রিষ্টানরা নারীদের মাসিক চলাকালিন বিছানা থেকে আলাদা করে দেয়, তাদের হাতের খাবারও খায় না, তারা নাপাক ভাবে কিন্তু ইসলাম একই বিছানায় থাকাতে কোন বাধা দেয় নি, তাদের রান্না খেতেও নিষেধ করা হয়েছে বলে কোথাও পাইনি ৷ শুধু ইবাদাত গুলো আল্লাহ তাআলা বিশেষ ছাড় দিয়েছেন ৷

মহিলারা সমাজের অংশ, তাদের শিক্ষক হওয়া প্রয়োজন, আয়েশা রাঃ একজন শিক্ষিকাও ছিলেন ৷ তিনি কি মুমিনা নারীদের আদর্শ নন?
মেয়েদের ডাক্তার হওয়া প্রয়োজন ৷ নারীদের শরীরে অনেক রোগ থাকে লজ্জা শরমের জন্য কোনদিন বলতেও পারে না ৷ অনেক গোপন রোগ আছে, যেগুলো পুরুষ ডাক্তার কে বলাও যায় না ৷

আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের কাজ, সমাজ বিনির্মানের কাজ মু'মিন মু'মিনাদের করতে বলেছেন ৷ তারা একে অপরের বন্ধু, শত্রু নয় ৷ নারীবাদী আর পুরুষবাদী জানোয়ার গুলো পরস্পরের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করছে ৷

মহিলারা ধর্মের প্রতি বেশি যত্নবান, তারা যেমন ধৈর্যশীল, তেমনি আবেগীও, অনেকেই ওয়াজ মাহফিলে দানের সময় গলার হারও খুলে দেয় ৷
একটা পরিবার/ঘর কিন্তু নারীর কথায় চলে ৷ সেখানে মা যদি ইসলাম না জানে তাহলে পরিবার কিভাবে চলবে?

আমাদের এলাকায় মাহফিল গুলোতে এত নারী আসে যে, জায়গা দেয়া যায় না ৷ সরকার বাড়ি (আমার দাদার পুরান বাড়ি) বড় মসজিদে মাঝেমাঝে নামাজ পড়ি, ২য় তলায় অনেক নারীরা আসে নামাজ পড়তে , তারা ইমাম সাহেবের খুৎবা থেকে অনেক কিছু শুনে তা মানার চেষ্টা করে ৷

কিছু চরমপন্থী লোকগুলো মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা না করার জন্য দেয়ালে দেয়ালে পোষ্টার লাগায় ৷ এরা আসলে কি চায়? বোমা মেরে ইসলাম কায়েম করতে চায় ৷ এদের বয়কট করুন ৷

রাসুল সাঃ এর ইসলাম প্রচারে খাদিজা রাঃ এর ভূমিকা কি ছিল তা পড়ে নিবেন ৷ নারীদের সম্পর্কে তাদের মনোভাব এমন কেন??

আর কিছু হুজুর তাফসীর করে নাকি নারীদের বদনাম করে কিছু বুঝিনা ৷ আমি এক বক্তার এক ঘন্টা তাফসীর শুনলাম না কি কৌতুক শুনলাম বুঝলাম নাহ্!

আমি দাওয়াতের পদ্ধতির মধ্যে ঠাট্টা, উপহাস করা কোথাও পাইনি...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.