![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??
মেয়েটিকে প্রথম দেখেছিলাম ডায়না চত্বরে । মাথায় বেশ ছোট চুল । কাপড় চোপড় সব ছোট খাটো । ভাবসাব দেখেও ভালো লাগেনি । মনে হয় এবার নতুন ভার্সিটি তে ভর্তি হয়েছে । আমার সাথে একটা বন্ধু ছিল । বন্ধুর নাম নাঈম (ছদ্মনাম) । আমি তাকে ডায়না চত্বরে রেখে বিবিএ ফ্যাকাল্টির দিকে চলে যাই এক ছোট ভাইয়ের খোঁজ নিতে ।
আমি বিবিএ ফ্যাকাল্টির সামনে দাড়িয়ে আছি হঠাৎ দেখি নাঈম সেই মেযেটির সাথে আসতেছে । মাথাটা ঝাকি দিয়ে চোখটা মুছলাম । না ঠিকই তো আছে । আবার নিজেই নিজেরে একটা চিমটি দিলাম । স্বপ্ন দেখছি না তো ? নাহ্ , বাস্তবেই তো দেখছি । আমাদের দুই বছরের পরিচয় , দেড় বছরের বন্ধুত্ব । তারপরেও সন্দেহ হচ্ছে এটা কি সত্যিই নাঈম ? নাকি তার মতো অন্য কেউ ! শালা আমার দিকে তাকাচ্ছেও না । মেয়েটির সাথে এমন ভাবে কথা বলে আসতেছে তাতে মনে হচ্ছে না জানি কত বছরের চেনা , পরিচিতা..
আমি নাঈমকে ফোন দিলাম । ও পকেট থেকে ফোন বের করা মাত্রই কেটে দিলাম । কিছু বলে ডিস্টার্ব করলাম না । বিকালে বললাম; ভালই তো । কাহিনী কি বলতো??
: আরেহ কিছুনা । মেয়েটা কিছু চিনতেছিল না । আমাকে বলল : ভাইয়া বিবিএ ফ্যাকাল্টিটা একটু দেখায়া দিবেন ? আমি বললাম: আমিও ঐদিকে যাবো , আমার সাথে যেতে পারো । পরে মুচকি হেসে ধন্যবাদ দিলো ।
-ওহ , নাম কি রে?
: সাদিয়া ।
-----
৫ মাস পর....
নাঈম সাদিয়ার সাথে ঘুরছে । পুরাই পরিবর্তন । সাদিয়া না পরেছে প্যান্ট না পরেছে গেঞ্জি । বোরকা পরে হিজাবি সাজে আছে । আমি তো পুরাই থ হয়ে গেলাম । কিরে এটা তোর সেইটায় নাকি রে??
-হরে ।
-কিভাবে এমন পরিবর্তন হলো রে?
-আর বলিস না , সবই প্রেমের টানে হয়ে গেছে । মেয়েটির নিঃসঙ্গতায় খুব ভালো বন্ধু হয়ে উঠি । তাকে সময় দিয়েছি, কেয়ার নিয়েছি । তারপর সে আমাকে খুব বিশ্বাস করতে লাগলো । আমি এমন সময় তার থেকে দুরে সরে যাওয়ার চেষ্টা করছি কিন্তু সে আমাকে ছাড়তে চায় না । তখন বুঝতে পারি সে আমার প্রতি বেশ দুর্বল হয়ে পড়েছে । এরপর ধীরে ধীরে বোঝাইছি আমি এসব পোষাক পছন্দ করি না । আমাদের সভ্যতা, সংস্কৃতির সাথে এসব পোষাক যায় না ।
ব্যাস্, এতটুকুতেই আমার পছন্দ কে খুব গুরুত্ব দিল । এখন সে এসব পোষাকেই অভ্যস্থ হয়ে গেছে ।
অনটপিক:
আসলে প্রেম জিনিসটা এমনি হয় । কত মুহাদ্দিস প্রেমে পড়ে হাদিস ভুলে গেল । ইমাম সাহেব দাড়ি ক্লিন শেভ করে প্রেমে পড়ে । এমন ঘটনাও অনেক জানি । এটা নির্ভর করে আপনার প্রেমে পড়ার ওপর । প্রেম যত গভীর হয় , এরকম পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু না । প্রেমে পড়লে মানব মানবী অন্ধ হয়ে যায় । কোনটা সত্য, কোনটা মিথ্যা , কি করা উচিৎ আর কি করা অনুচিত তা তারা ভুলে যায় ।
প্রেমের টানে ছুটে আসে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে । প্রেম দেশ, জাতি, বর্ণ, গোত্র কিছু মানে না । সে চাইনিজ হোক কিংবা তূর্কী হোক সকলের প্রেমের অনুভূতি গুলো এক সুঁতোয় গাঁথা । প্রেমে পতিত হলে আকুলতা, দূর্বলতা , অস্থিরতা, ব্যকুলতা সকলের মাঝেই কাজ করে ।
রাজা, বাদশাহ, ধনী - গরীব সবাই প্রেমে পড়েছে । মহাবীর পুরুষরাও প্রেম রোগে কাবু হয়ে গেছে । ইতিহাস তাই বলে । এই রোগের কোন ঔষধ নেই শুধু 'সে' ছাড়া । ভুল মানুষের প্রেমে পড়ে গেলে ভুল করে বিপথে চলে যাওয়ার সম্ভাবনা আছে । এটা অস্বীকার করার কোন উপায় নাই ।
ইসলামের দৃষ্টিতে , এই প্রেম বিয়ের আগে করা করা হারাম আর বিয়ের পর স্ত্রীর সাথে প্রেম করাটা ইবাদাত । তাই বিয়ের আগে প্রেমে না পড়ার মহাষৌধ আছে ,সেটা হলো আল কোরআনের সুরা নুরের ৩০-৩১ নং আয়াত ।
©somewhere in net ltd.