নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরে ফিরে আবার ছুটে আসি তোমার কাছে...

এবিএম বাকী

কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??

এবিএম বাকী › বিস্তারিত পোস্টঃ

ফিরে এসেছি \'আমি\' আবার তোদের হয়ে..

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:১১

জন্মেছিলাম ডিসেম্বরের ২৭ তারিখে...
জুলাইয়ের ২৭ তারিখে নিজেকে ভুলে গিয়েছিলাম । আজকে সেপ্টেম্বরের ২৭ তারিখে নিজেকে ফিরে পেলাম । হঠাৎ কিভাবে যে হারিয়ে গিয়েছিলাম বন্ধুদের আড্ডা থেকে, পড়ার টেবিল থেকে তা আমার মনে পড়ছে না । আমার পেট ক্ষুধাহীন হয়ে গিয়েছিল, আমার মুখ রুচিহীন হয়েছিল । আমার মন কোন এক জানা শহরের অজানা বাড়িতে লুকিয়ে ছিল ।
আমার মস্তিষ্কে শয়তান ভর করেছিল । দুচোখে ছানি পড়েছিল । কানের ভিতর ময়লা জমেছিল । অন্তরে মরিচা ধরেছিল ।
আমি ঘুমাতে পারিনি, অদৃশ্য শক্তি এসে জাগিয়ে দিত আমাকে প্রতিনিয়ত । অশুভ স্বপ্ন, দুঃস্বপ্নে কেটেছে আমার দীর্ঘ রাত । আমি শব্দহীন চিৎকার করেছি, অনেক শব্দ করার চেষ্টা করেছি কিন্তু আমি যে বোবা হয়ে গিয়েছি । কিছু বলতে চেয়েও বলতে পারিনি ।
আমি বিশ্বাস হারাইনি, কেউ একজন আছে যে আমায় এই অন্ধকার কূপ থেকে তুলে নিয়ে যাবে । মস্তিষ্কের শয়তানকে খুন করবে, চোখের ছানি, দিলের মরিচা পরিষ্কার করবে নিজ হাতে । আমি অপেক্ষা করেছি গভীর আগ্রহ নিয়ে...

আমি ফিরে এসেছি বন্ধু তোদের মাঝে, আর হারাবো না কোনদিন । কই তোরা ! তোরা তো আমাকে একবারও খুজিসনি? কেমন ছিলাম, কোথায় ছিলাম সেই জিজ্ঞাসা তো করলিনা ?
ভেবেছিলি কি তোদের ছাড়া ভাল থেকেছি? না রে ! কখনো সাপের মুখে পড়েছি , সাপের ভয়ে দৌড়ে হায়েনার গর্জন শুনেছি । আমি তো বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছিলাম । হতাশার মায়াজালে নিমজ্জিত ছিলাম ।

হ্যাঁ রে ! আমি ফিরে এসেছি তোমাদের মাঝে সেই আগের 'আমি' হয়ে....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.