![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??
আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম । গভীর চিন্তা করে দেখলাম । আমাদের বয়সের ছেলে মেয়েদের সবচেয়ে কঠিন রোগ হলো ডিপ্রেশন । দুই তিন বছর আগে বন্ধুদের মন খারাপ বা বিষন্নতা বা মুখ ফুলে থাকা লোক গুলো দেখলে আমার প্রচন্ড রাগ হতো । আমি তাদের বলতাম , আমাদের বয়স হচ্ছে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা, আড্ডা, মারামারি, আনন্দ-ফুর্তি করার বয়স , এই বয়সে মন খারাপ থাকার কোন কারন থাকতে পারে না । রাস্তা ঘাটে বস্তির মানুষরা খাবার পায় না তবুও তারা কত হাসিখুশি জীবন যাপন করে ।
আমি লক্ষ্য করছি , অকারনে মন খারাপ যাদের থাকে তারা এক হয় রিলেশনে জড়িয়ে যায় নচেৎ নারী সঙ্গ বেশি পছন্দ করে । এই মন ভাল আবার এই খারাপ । প্রেমে যত সুখ আছে তার চেয়ে বেশি জ্বালা । কি দরকার এই যুবক বয়সে বন্ধুদের সাথে মজায় না মেতে থেকে বুকে এত জ্বালা নিয়ে চলা??
কি দরকার এই বয়সে একজনের মাঝে নিজের জীবনকে বন্দি করা? এত টেনশন , এত ভয় !! কখন নাজানি সে হারিয়ে যায় । নাজানি আবার কার হাত ধরে ঘুরে বেড়াই । কখন জানি তার বাপ বাড়ি থেকে তার বিয়ে ঠিক করে!!!
আজিব! আজিব!! সত্যি হাস্যকর । এত চিন্তা নিয়ে ঘুমাতে পারে তারা?? ঘুমের মধ্যেও দুঃস্বপ্ন দেখে তারা । একটা সত্য কথা বলি , যারা প্রেমের এমন অবৈধ সম্পর্ক স্থাপন করেছে , আই মিন রিলেশন করে তারা কেউই স্বাভাবিক জীবন লিড করতে পারে না ।
আমি এদের খুব কাছ থেকে দেখেছি । আমার খুব কষ্ট হয় এদের দেখে । আহ ! বেচারা, ঠিক মতো না পারে খাইতে , না শান্তিতে ঘুমাতে । টেনশন, ডিপ্রেশন তাদের ঘিরে রেখেছে । দিনের মধ্যে প্রেমিকার সাথে তিন চার বার ঝগড়া অতঃপর মান অভিমান । কথা বন্ধ করে দেওয়া । তারপর দুজনেরই বিষন্নতা আর অপেক্ষা করা যে, ও ঝগড়া বাজাইছে ও আগে মেসেজ দিক, কল করুক । আমি কেন??
আহারে এভাবে সময় নষ্ট করার কোন মানে হয়??
বাইরে থেকে লোকজন তাদের হাত ধরে ঘুরে বেড়ানো দেখে ঈর্ষা করে । মনে করে । আহ, কি সুখে আছে ? কি সুখী কাপল ! আসলে ওসব লোকদেখানো হাত ধরে ঘুরে বেড়ানো । দিন শেষে সামান্য কিছু নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে সব লন্ডভন্ড হয়ে যায় । তোমার ছবি তে অমুক মেয়ে কমেন্টস করল কেন? তোমার ফেসবুকে এত ছেলে ফ্রেন্ড কেন? তোমার ফোন ওয়েটিং কেন? আজ তুমি আমাকে না বলে তোমার ফ্রেন্ডের সাথে ঝালমুুড়ি কেন খাইছো? যাও তোমার ফ্রেন্ডের সাথেই প্রেমে করো , আমাকে ফোন দিসো ক্যান??
আপনি যত বড় মনের মানুষই হন না কেন বা যত শক্তিশালি হন না কেন, এসব কখনো সহ্য করতে পারবেন না । সার্বক্ষণিক অস্থিরতা, দূর্বলতা , আকুলতা , ব্যাকুলতা, মান - অভিমান, অপেক্ষা আর অস্বাভাবিকতা আপনাকে ঘিরে ধরবে । আর প্রেমের উপাদান এগুলাই , এসব ছাড়া প্রেম হয় না । আপনি চাইলেও এটা থেকে বেরিয়ে আসতে পারবেন না । যতক্ষণ প্রতারিত না হবেন ততক্ষণ বেরিয়ে আসতে পারবেন না ।
©somewhere in net ltd.