![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??
গতকাল বিশ্ববিদ্যালয়ের এক ছোট বোন ফোন করে বলছে; 'ভাইয়া, আমি একটা ভুল করে ফেলেছি । আমার বেষ্ট ফ্রেন্ডের সাথে রিলেশনে জড়িয়ে গেছি । আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার । তাই, আমি তাকে বোঝতে চেষ্টা করছি , আমরা আবার বেষ্ট ফ্রেন্ড হয়ে যাই । কিন্তু ওর পাগলামিও থামছে না ।'
তার ভাষ্যমতে, ছেলেটা তার খুব ভাল বন্ধু ছিল । সব সময় সাহায্য করত । খোঁজ খবর নিত । এভাবেই সব হয়ে গেছে । তাই আইনস্টাইন বলেছিলেন : ছেলে মেয়ে কখনো ভাল বন্ধু হতে পারেনা কারন সেখানে থাকে আলাদা আবেগ, অনুভূতি কাজ করে ।
প্রেমে পড়ার পর নিজেকে নিয়ন্ত্রন করা খুব কঠিন । আমি প্রেমে পড়াকে কোন অপরাধ মনে করিনা । প্রেম আর ভালোবাসা সম্পূর্ণ আলাদা জিনিস তা আগের একটি লেখায় প্রমান করেছি । রাজা- বাদশা, হাজী- গাজী সবাই প্রেমে পড়েছে । শুধু ভালোলাগা থেকেই প্রেম হয় না । রাগ. ঘৃণা, অপমান থেকেও প্রেমে পড়ে ।
প্রেমে পতিত হওয়ার পর যথা সম্ভব নিজেকে ফিরিয়ে আনা । যদিও কাজ টা অনেক কঠিন । দীর্ঘস্থায়ী সুখের জন্য সাময়িক কষ্ট স্বীকার করতে হবেই । যদি প্রেম হয়ে যায় তাহলে আর নিজেকে ফেরানোর সম্ভাবনা নেই । অনেক স্মৃতি , পিছুটান সব সময় আপনার মনকে বন্দি করে রাখবে । মস্তিষ্ক থেকে আর সরাতে পারবেন না । বন্ধুদের আড্ডায় হয়তো তাকে সাময়িক সময় ভুলে থাকা যাবে কিন্ত যখন একা থাকবেন তখন সে আবার আপনার উপর ভর করবে ।
কাজী নজরুল একদা বলেছিলেন:
”মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন,
কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে”
তাই হিটলারের মতো আমিও প্রেম করতে নিরুৎসাহিত করতে চাই । এ্যাডলফ হিটলার তার সৈন্য বাহিনী কে বলেছিল: সৈন্যরা আমি তোমাদের কে যুদ্ধে যেতে উদ্বুদ্ধ করি কিন্তু প্রেম করতে নিষেধ করি । কারন, যুদ্ধে গেলে তুমি মরবে নয়তো জিতবে পক্ষান্তরে প্রেম করলে তুমি মরতেও পারবা না বাঁচতেও পারবে না । যাকে আমরা খাস বাংলায় 'মাইনকা চিপা' বলি ।
নেপোলিয়ান বলেছেন- 'প্রেমের ব্যাপারে যদি কেউ জয়ী হতে চায়, তাহলে সে ক্ষেত্রে জয়ী হওয়ার একমাত্র অস্ত্র হলো পলায়ন করা।'
নিউটনের তৃতীয় সূত্র : প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রেমে সব খারাপ তা বলবনা । প্রেম অনেক মানুষকে মহৎও বানিয়েছে তবে সেটা বিরহে । রবি ঠাকুর বলেছেন: প্রেম মিলনে মলিন , বিরহে উজ্জল । কিন্তু আজকাল প্রেম কবিতা - সাহিত্যের মত না । প্রেম বলতে শুধুই অশ্লীলতা,যৌনতা ছাড়া আর কিছু নাই ।
সব কথার মুলে একটি হাদিস উল্লেখ করতে চাই : যুবক যুবতী দুজনে প্রেম- ভালোবাসা স্থাপন করতে চাইলে বিবাহের বিকল্প নেই । -ইবনে মাজাহ, হাদীসঃ ১৮৪৭
পরস্পর পরস্পরকে পছন্দ করলে , প্রেম করার জন্য বিবাহের চেয়ে উত্তম কোন পদ্ধতি নেই । বউয়ের সাথে হালাল প্রেম করুন আর সওয়াব কামান । যত খুশি তত....
©somewhere in net ltd.