![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??
দুু্ই মাস আগে বিয়ে করেছি । গোপনেই করেছি । মোটামুটি বাধ্য হয়েই করেছি । কোন মানুষ বাধ্য করেনি । নিজের মনের টানের অবাধ্য হতে পারিনি ,আমরা দুজনেই । মেয়েটি আমাদের ভার্সিটিতেই পড়ে । ইমিডিয়েট জুনিয়র আমার । তবে সে দ্বিতীয় বারে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায়, আমাদের বয়স প্রায় একই । আমি প্রথম বারেই চান্স পেয়েছিলাম ।
আমাদের পরিচয় যে আগে থেকে ছিল ,তা ভাববেন না । ক্যাম্পাসেই পরিচয় হয়েছে । গতবছরের শুরুতে আমার এক বন্ধু তার ডিপার্টমেন্টে নিয়ে গেল, সেদিন আবার নবীন বরন অনুষ্ঠানও ছিল । উপস্থাপক নতুনদের কাছ থেকে গান শুনার জন্য চেষ্টা করছেন । কেউ আসতে চাচ্ছে না । কয়েকজন মেয়ে তাদের এক বান্ধবীকে জোরাজুরি করছে , শেষমেশ মেয়েটি গান গাওয়ার জন্য রাজি হয়েই গেল ।
স্টেজে গিয়ে সেই একটা গান গায়লো । সবাই তো মুগ্ধ । আমার মনে খুব ইচ্ছা জাগলো মেয়েটির নাম জানতে । গান শেষে জোরে সুরে একটা করতালিও হয়ে গেল । এরপর উপস্থাপক জিজ্ঞেস করলেন: তোমার নাম কি?
'সেতু'
ফুল নাম?
'সাবিহা তাবাস্সুম সেতু'
নামটাও ভাল লেগে গেল । মনে মনে ভাবলাম , ক'টা দিন যাক । ফেসবুক আইডি খুঁজে না পাই তাহলে, কনফেস লিখব । যতই হিডেন আইডি থাকুক না কেন বন্ধুরা তো ঠিকিই মেনশন করবে ।
যাক, সেই কথা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না । ব্যস্ততার জন্য তার কথা আর মনে নেই । একদিন ফেসবুকে ফলোয়ার লিস্ট চেক করছি । হঠাৎ একটি আইডি দৃষ্টি কেড়ে নিল । একটি মেয়ের আইডি ।এটা তো সেই মেয়ে যে মেয়ের গান শুনছিলাম । ব্যাপারটা বুঝে গেলাম । সে রিকুয়েস্ট পাঠাতে চেয়েছিল । সেটা ফলো লিস্টে চলে গেছে । এখন আমি নিজেই Add Friend পাঠিয়ে দিলাম ।
তারপর আমি হয়ে গেলাম তার লিষ্টের একজন নিরব মেম্বার । শুধু নীরবে তার পোষ্ট দেখি, বন্ধুদের রিপ্লাই গুলো দেখি । আমি নিজেও বেশি পোষ্ট ও ছবি আপলোড করিনা ।
দুই মাস পর. ১৪ এপ্রিল,'১৭
মেলায় হঠাৎ দেখা চঞ্চল মুখটির । আমাকে বলছে, 'ভাইয়া, একটা পান খেয়ে যান! ভাইয়া, ভাইয়া...
'আমি পান খাইনা'
না ভাইয়া , আজ খেতেই হবে ।
'আচ্ছা, দাও'
সেদিন একটা পানের দাম নিয়েছে একশো টাকা । এ কি পানখোর রে.. পকেট থেকে একশো টাকায় বাঁশ গেল ।
তারপরের দিন আবার পিঠা বিক্রি করতে এসছে । ভাবছি আজ যদি যাই তাহলে তো ৫ শ টাকা বাঁশ দিয়ে দিবে । মেলায় ঘুরতে ঘুরতে সেতুর ষ্টলের সামনে চলে গেছি । আবার ভাইয়া, ভাইয়া বলে চিল্লাচ্ছে । এভাবে ভাইয়া ভাইয়া বলে ডাকলে সাড়া না দিয়ে থাকা যায়? তাও আবার সেতু ।
পিঠা খাওয়ার সুযোগে কিছুটা গল্প হয়ে গেল । পিঠা খাওয়ার শেষে বললাম, আজ টাকা দিব না ।
সেতু: আচ্ছা, লাগবেনা আপনার টাকা !
আমি: রাগ করলা?
সেতু: না ।
আমি: আজও ১শো লাগবে?
সেতু: না, ৫০ দেন ।
আমি: কম কেন?
সেতু: ফাজলামি কইরেন না যান, বলছি ৫০ দিয়া যান । (কেন জানি ওর মুখে যান, যান কথাটা শুনলে জান জান মনে হয়
২য় অংশ পরের পোষ্টে.।
©somewhere in net ltd.