নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরে ফিরে আবার ছুটে আসি তোমার কাছে...

এবিএম বাকী

কে আমি? কোথায় থেকে এসেছি? কোথায় যাবো? আমি কি জন্য এসেছি? আর কি করছি??

এবিএম বাকী › বিস্তারিত পোস্টঃ

বিয়ে

১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৭

সেদিন এক স্যার ফোন দিয়ে বলছে: এই তুুমি কি বিয়ে শাদি করে ফেলেছো নাকি ?
কথাটা শুনে বেশ হাসি পেয়েছিল । কারন তিনি একটি কলেজের অধ্যাপক । মাঝেমধ্যে ফোন দিয়ে খোঁজ খবর নেন । বললাম: না স্যার । এত আগেই বিয়ে করতে ইচ্ছে করছে না । আরেকটু বড়ো হই তারপর...
তখন মনটা খারাপ ছিল , শরীরটাও ভাল ছিল না । বিয়ের কথা শুনে সব ভাল হয়ে গেল ।

তো স্যার বলল: ভালো সিদ্ধান্ত । বিয়ের আগে আমাদের একটু জানিও, পরামর্শ নিও । একা একাই কাজ সেরে ফেলো না ।
-অবশ্যই স্যার, সমবয়সী কিংবা দুই এক ব্যাচ জুনিয়র হলে ভাল হয় ।
স্যার বললেন: না ভার্সিটির গুলা বিয়ে করো না । শান্তি পাবা না । তুমি আমার এক কলিগের মেয়েকে পছন্দ করতে না?

-না স্যার , দেখি নাই তো কোনদিন । সবাই অনেক প্রশংসা করে তাই বলছিলাম । সেটা তো প্রায় দুই বছর আগের কথা ।
:মেয়েটা এখন আমার কলেজে পড়ে । যেমন সুন্দরী, আচার ব্যবহার আর তেমন মেধাবীও বটে । মেয়ের বাবার সাথে পরিচয় আছে?

-না স্যার , দুই বছর আগে ফোনেই কথা হয়েছিল । বলেছিলেন মেয়ে ছোট, আরেকটু বয়স হলে ভেবে দেখবেন । এরপর যোগাযোগ হয়নি ।
: হা, এটা তোমার ফ্যামিলির সাথে সবদিক থেকে মানাইবো , মেয়েটাও ভাল । কোনদিক থেকে অপছন্দ করার সুযোগ নেই ।
-আচ্ছা স্যার, ভেবে দেখবো...........

ঘটনাটা ভাল ছিল

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :):):)
পছন্দের মেয়ে দেখে, বিয়েটা করেই ফেলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.