নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন

অদ্বিতীয়া সিমু

পৃথিবীটা ঘুরে দেখার বড় শখ......স্বপ্ন আকাশ ছোঁয়া....

অদ্বিতীয়া সিমু › বিস্তারিত পোস্টঃ

যাত্রাপথের গল্প-৩

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০০





যাত্রাপথের গল্প-৩

অদ্বিতীয়া সিমু



আজকের দিন

সকাল ৯.৩৫...।

অফিস।

রঞ্জিতদাঃ মুনীরা, এটা কি?

আমিঃ দাদা পি এস টি সি যাবো, ডেপুটেশন। স্যার রা নাই ত। আপনি সাইন করে দেন।

রঞ্জিতদাঃ তোমার সাথে ওমর আর রাকিব?

আমিঃ জী দাদা।

রঞ্জিতদাঃতোমাকে ১ টা মেয়ে নিতে হবে। ১ ছেলে ছেড়ে দিতে হবে।

মানে!!! আমি এতোবার বলার পর কাউকে না পে, আলামিন স্যার কে বলে রাকিব কে নিলাম। ওরা কাজ মাত্র স্টার্ট করল!! তুমি মেয়ে নিবে!! মাথাই গরম করে দিসে!!!

আমিঃরঞ্জিতদা, প্লিয, ActionAid শেষ করি। আমাকে মেয়ে নিতে হবে এটা কি রাগিব স্যার বলছে?

রঞ্জিতদাঃনা।তুমি ১জন মেয়ে আর ১জন ছেলে নিবা।

আমিঃদাদা, আমি ছারতে পারবনা। ActionAid শেষ হলে ওদের ছাড়বো।



আমি ঘুরে চলে আসছি, ধাক্কা খেলাম কারো সাথে। কে? ***। ## ভাইর ভাগ্নি।

***ঃ দাদা, আমাকে client দিবেন বলছিলেন...।

রঞ্জিতদাঃহু, দাদা বেবস্থা করছে সবুর কর।

আমি আর শুনলাম না। তারমানে ***র জন্য ১জন ছেলে বাদ দিএ ১মেয়ে নিতে হবে!!!হায়রে...!! মনে পড়ল জাকিয়া আপুর কথা।মজার সে মন্তব্য! "কোন স্যার এ ঢঙ recruit করছে? কাম করব না ...।" পরেরটা নাই শুনলাম। &&& ফকির ভাই দারুন কথা কইছে, "অই মাইয়া আমার সাথে নিব? আমারতো ACCA গো মতন টাকা নাই, সি এন জি দিয়া অরে client e নিয়া জামু। অই মাইয়া ACCA গো লগেই মানায়।" ওর গপ্প শুনে আমি হাসব না কাঁদব বুজিনি।" জান আপু, আমি অল রেডি SSAC থেকে ৬ টা অফার পাইসি...।"!!!!!!!!! আমার অফিস পোলারা কি চক্ষের মাথা খাইসে !!!! আমার খেয়াল হল, কে যেন বলেছিল," ইনটারনি মিশন সফল, Motu ACCA ফিদা!! এবার CA পড়ব কইন্না ...।"



কম্পিউটার খুলে বসলাম।অনেক কাজ।

সকাল ১০.৩০।

ডেস্কের উপর মোবাইল বাজছে।

আমিঃ হ্যালো...

অপর প্রান্তঃ আপনি কোথা?

আমিঃ অফিসে...

অপর প্রান্তঃঅফিসেই থাকুন। আমি আসছি।

আমিঃ কেন??

অপর প্রান্তঃআমার Account লাগবে ।



বুজলাম না । আমি কি ওদের চাকরি করি না, অডিটর!

আমিঃ ভাইয়া, আমি অন্য client যাচ্ছি। আর মিলিয়ে পাঠান account.

অপর প্রান্তঃআমার account লাগবে। আমি ৭ দিন ধরে বলছি।

আমিঃ আমিও ৭ দিন ধরে বলছি মিলিএ পাঠাতে। ভাই, মিলিয়ে পাথান...

অপর প্রান্তঃ আপনাকে বলছি মিলাতে, আজ মিলিয়ে account দিবেন।

আমিঃ আমরা কেন মিলাব? আপনারা মিলিয়ে পাঠান, আমি দিএ দিব।

অপর প্রান্তঃ আপনি দিবেন কিনা বলেন।

আমিঃমানে!!!

অপর প্রান্তঃআজ দিবেন কিনা বলেন!!

আমিঃআপ্নি মিলিয়ে পাঠান...

অপর প্রান্তঃ আজ না দিলে আমি আমার management কে বলব।

আমিঃ যান বলেন। যখন বলছি তখন...

আমার জিদ্দে সারা শরীর ফেটে যাচ্ছে।



সকাল ১১.০০।

ফোন রাখতেই আবার!! স্যার!! আমিতো স্যার কে কিছু বলিনি!!

ফোন ধরতেই বকা। তুমি নাকি client এর সাথে খারাপ বিহেভ কর!

আমার কিছু বলার নেই। কি বলব!! আমার ভুল আমি সবাইকে বাঁচাতে যাই। কি করব? যখন কেউ অনুরধ করে আমি চেষ্টা করি রাখতে। সেটাই আমার ভুল। আমার বাবা আমাকে ঠিকই বলে আমি নাকি- নমনি …। স্যার বকে দিল। একটু খারাপ লাগল বটে! বাবারাই বকা দেয়। নাহলে সহি শিখব কবে!

ফোন দিলাম অপর প্রান্তর বসকে।

অপর প্রান্তর বসঃ কেমন আছেন মুনীরা?

আমিঃভাল। ভাইয়া, আমি কিছু বলতে ফোন করেছি।

অপর প্রান্তর বসঃ আমি বুঝতে পারছি।

আমিঃ না ভাইয়া। আমি আসলে জানতে চাই account কে বানাবে?

অপর প্রান্তর বসঃ অবশ্যই আমরা।

আমিঃ তাহলে না মিলিয়ে account কি চাইতে পারেন?

অপর প্রান্তর বসঃ না।

আমিঃতাহলে ভাইয়া, কি করে অপর প্রান্ত বলছেন!!

অপর প্রান্তর বসঃ আমি দেখছি...আসলে ও উল্টাপাল্টা কথা বলেছে... দেখছি...



ওহ! কটা বাজে!! ১১.৩০।মেইল করলাম। স্যার কে আবার ইনফরম করলাম। রওয়ানা হলাম। গন্তব্য পি এস টি সি। মৌচাক ময়লার ডিব্বার পিছনে।

১২.০০। বসে আছি আর ম জির ই ডি র রুমে। ফোন আবার বাজছে। অপর প্রান্ত!! আমার মাথার ২ পাশ দপ দপ করছে। সূর্যের হাসির ডাক্তার আমার প্রেশার মেপে বললেন ১৮০/১০০। অনেক বেশি! লেবুর রস খাওয়ালেন। অপর প্রান্তর ফোন ধরল ওমর।



২.৩০। এনেছে বিরানি। প্রেশার এবং বিরানি!! ভাল কম্বিনেশন!!!

৫.০০। কাজ শেষ করলাম।

দিনটা কি সুখের না দুখের ছিল...!!!! জানি না, তবে চলছে...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:২১

পাপতাড়ুয়া বলেছেন: ব্লগের প্রথম দিককার লেখাগুলো দেখছিলাম। তেমন একটা পোস্টে দেখলাম , মন্তব্যের ঘরে আপনি আপনার ব্লগ বাড়ির ঠিকানা দিয়ে এসেছিলেন। মজা লাগলো খুব।



ব্লগের শুরুর দিকে আমিও দিয়ে আসতাম নানান জনের বাড়িতে আমার ব্লগবাড়ির ঠিকানা। হা হা হা।


শুভেচ্ছা, ওল্ড মেইট!


২০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০০

অদ্বিতীয়া সিমু বলেছেন: হুম...শুভেচ্ছা আপনাকেও...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.