নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন

অদ্বিতীয়া সিমু

পৃথিবীটা ঘুরে দেখার বড় শখ......স্বপ্ন আকাশ ছোঁয়া....

অদ্বিতীয়া সিমু › বিস্তারিত পোস্টঃ

আলু ...এবং মুন্নামা...এবং আলু...

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩





আলু ...এবং মুন্নামা...এবং আলু...

-অদ্বিতীয়া সিমু



আলু আমারও পছন্দ। পটেটো, আলু, আলুজ, আল্লু…। অনেকের পছন্দ। তোমার না!উহু, না বলো না!আমিতো আলু ভর্তা আর ডাল হলে ১ বোল ভাত খেতে পারব। আর টি এস সি র আলুর চপ! আমাদের আই সি এ বি একাডেমিক ভবনের সামনে মামার আলুর চপ আর ফ্রেঞ্জ ফ্রাই!! না মামা অসসসমম…!!ওই, আমারে পেটুক ভাবিসনে!! তবে আলু পছন্দ করি।

আলু! মনে আছে, পাকিস্তানের ২ ক্রিকেট খেলোয়াড়! ইজাজ আর ইঞ্জামাম এর কথা! ইঞ্জিকেও আলু ডাকতো অনেকে।ওই আলু নারে, খাওনের আলু নিয়াই কাহিনী মামু!

মুন্নামাও আলু খুব পছন্দ করে । ফার্মে জুনিয়রের পাত থেকেও আলু মুখে পুরে দেয়। আর কি কইব! ওর আলু প্রীতির কথা সবাই জানে। ওদের ফার্মের রাঁধুনিও ওর জন্য বেশি আলু তুলে রাখে।

মুন্নামা দের ফার্ম টা মোহাম্মদপুর আদাবর থানার পাশে।সামনে ভো ভো গাড়ি চলছে। মুন্নামা জানলা ধরে দাড়িয়ে আছে। ২ দিন ধরে খুব ধকল যাচ্ছে। ফাইনাল রিপোর্ট নিয়ে মাথা নস্ত। কি যে হচ্ছে! মুন্নামা সুমিকে জিজ্ঞেস করলো খাবারের কথা।

মুন্নামাঃকি রান্না করছে আজ খালা?

সুমিঃ আপু, আলু দিয়ে মুরগি।



মুন্নামাঃওয়াও, আলু আমার জন্য রাইখো।

সুমি হাসতে হাসতে পাশ কাটিয়ে গেলো নামাজ রুমের দিকে। মুন্নামা চিল্লে খালাকে বল্লো-“খালা, আমার জন্য আলুর টুকরা বেশী রেখো।“

খালাও জানে মুন্নামার আলু প্রীতির কথা। খালার হাসির শব্দ শোনা গেলো ডাইনিং থেকে। তুহিন মাত্র খেতে বসেছে। চিল্লিয়ে বল্লো, ‘আপ্পি, আমি রাইখা দিলাম।‘ বলে খালার দিকে চোখ টিপে আলুটা মুখে পুরলো। খালা হেসে কাজে মন দিলো। ছেলেমেয়েরা এমন হাসিমজা প্রায়ই করে। দেখে সময় নষ্ট করার কোনো সময় খালার কাছে নেই।

মুন্নামা নামাজ আগে পড়বে না, আগে খাবে চিন্তা করলো। সুমি নামাজ পড়তে গেছে। থাক নামাজটা পড়েই আসি।

নামাজ থেকে মুখ ফিরে দেখলো সুমি চলে গেছে। মুন্নমা বের হয়ে অঙ্কিতাকে ডাকল।

মুন্নামাঃ অঙ্কিতা ... অঙ্কিতা...

অঙ্কিতার ডেস্ক ফাঁকা। পাশের ডেস্ক থেকে তুহিন জওয়াব দিলো, ‘আপ্পি, ও ডাইনিং এ।‘ মুন্নামা আর দেরি করলোনা। সবাই ওকে ছাড়াই চলে গেছে! যাকগে! এখন পেটের মধ্যে ইঁদুর নাঁচছে!

হন্তদন্ত হয়ে ডাইনিং এ ঢুকল মুন্নামা। কই, মেয়েরাতো কেউ নেই! ডাইনিংয়ে কারো প্লেট সাজানো আছে। হয়তো সুমির, হয়তোবা অঙ্কিতার। তরকারির বাটির মধ্যে মুরগীর টুক্রার পাশে আলু নামক অতি উপাদেয় বস্তুর পিস গুলো তাকিয়ে আছে। মুন্নামা খালাকে তাড়া দিল।

মুন্নামাঃ খালা, খিদা লাগছে। তারাতারি...

খালাঃ দিতাছি...

আশেপাশে দেখে নিল মুন্নামা। কেউ নেই। হাত ধোয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে পর্দার ওপাশ থেকে। নিশ্চয়ই সুমি বা অঙ্কিতা। যাক হাত ধুক। আপাতত আলু পিস গুলো মুন্নামার সম্পত্তি।

মুন্নামা আলু পিস গুলো মুখ দ্বারা পেটে চালান করে দিল! টপটপ!খালা অবাক হয়ে তাকিয়ে আছে। কি হইছে! সুমি আর অঙ্কিতা ডাইনিং এর দরজায়!ক্যামনে! মুখের আলুটা মুখেই আটকে গেছে মুন্নামার। কি ঘটছে! ও আলুটা গিলতেও পারছে না!ও কোনরকমে ঘাড় ঘুরিয়ে তাকাল। পিছনে অচেনা ১ লোক দাঁড়িয়ে! ও কোনোরকমে আলুটা গলা দিয়ে নামালো।“স্যরি, স্যরি... ভাই...আমি মনে করছিলাম এটা আমার কোনো জুনিয়রের তরকারী...”

সবাই হো হো করে হাসছে...। দিপন ভাইয়ের গেস্টের আলু খেলো মুন্নামা! হায়রে আলু...!!!



মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা হা। +++

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩১

অদ্বিতীয়া সিমু বলেছেন: +++

২| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: “স্যরি, স্যরি... ভাই...আমি মনে করছিলাম এটা আমার কোনো জুনিয়রের তরকারী...” হেবী হইসে । পড়ে দারুন মজা পেলুম ।

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধ্যন্যবাদ ভাইয়া...

৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৬

ঢাকাবাসী বলেছেন: চমৎকার! +++++++++++

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৬

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধ্যন্যবাদ ভাইয়া...

৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন: B-) B-) B-) B-)
মজা পাইলাম।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৭

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধ্যন্যবাদ.....

৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

কালো মেঘ বলেছেন: আমিও তো আলু খুব পছন্দ করি । সুইডিশ স্টাইলে রান্না করলে তো কথায় নেই ।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৮

অদ্বিতীয়া সিমু বলেছেন: আমিও আলু খুব পছন্দ করি...

৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আলুর কোন তুলনাই নাই। আজ খেকে অনেক বছর আগে মেসে যখন থাকতাম বোয়া যা করতেন। তরকারী বলতেই আলো । আলুর বাঝি, ভরতা, কারি সবযাইগাতে আলু ।আজ ও আলু পিছু ছাড়েনি- সুদূর প্রবাসেও আলু। আর আপনার লিখনিতে আলু প্রিতীত আর একটু ভেড়ে গেল। ভাল থাকবেন।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৮

অদ্বিতীয়া সিমু বলেছেন: ভাল থাকবেন ভাইয়া..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.