নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন

অদ্বিতীয়া সিমু

পৃথিবীটা ঘুরে দেখার বড় শখ......স্বপ্ন আকাশ ছোঁয়া....

অদ্বিতীয়া সিমু › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু চিরে নিয়ো শুধু শুভতা...

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০





মৃত্যু চিরে নিয়ো শুধু শুভতা...

অদ্বিতীয়া সিমু



রাত্রির চোখে কখনও মৃত্যু দেখেছ কিনা জানি না

মৃত্যু বিনাশী, মৃত্যু অবিনাশী…

কখনও আঁধার নক্ষত্রের ভীড়ে চিতার আলো দেখি মৃত্যুকোলে

লক্ষীপেঁচার ডাকে জোছনামগ্ন পরী মৃত্যুর আহবান করে

ঝুম্পা লাহিড়ীর গল্প হয়ে আলিঙ্গন করে

কিংবা মিয়া কিউটোর কবিতায়

আমি মৃত্যু দেখি…….

আমি মৃত্যু দেখি…….



আমি ফিরে আসি রাঙা পায় কাঁঠালছায়ায়

গভীর শিশিরে কাউকে হিজল পাতায় শুভতা দিতে

হয়ত মৃত্যুর ভেতর থেকে টেনে জীবনের আস্বাদন দিতে ;

বেলীর গন্ধ ভরা জল জোছনার ওই শুভতায়

কালিমার মেঘ করা আকাশে আমি রোদ দিতে চাই

মনে হয় কোন শশ্মান মৃত্যুর রাতে ভুলে দিয়েছিলাম অপমান।

হাত জোড় করে তুলেই নিলাম…

কীটের মত করে কুরে খাওয়া অশান্তির গাছটা বোধ হয় এখন মৃত্যুপুরীতে…



আর এদিকে মৃত্যু চিরে মিষ্টি জ্যামিতিক রোদটা উঁকি দিল

সবুজ জুয়ার টেবিলে বসা দার্শনিককে প্রণাম

অদ্ভুত দু:স্বপ্নগুলোর জন্য দু:খিত আমি

ভুল করে হয়ত সে দু:স্বপ্নের খলনায়ক ভেবেছিলাম।

কে বলে!! এ যে অন্ধকার প্রাসাদের ভগ্নাবশেষ কোণে কৃষাণ গো!!

যুগ যুগান্তের বিবর্ণ জ্ঞান রাজ্যে আমি না হয় দিলাম এবার গুরুদক্ষিণা…..

হাত পেতে কাস্তের শব্দর সাথে নিয়ো সেই শুভতা……..



[একটা মিস্ আন্ডারস্ট্যান্ডিং ছিলো। আমি দু্ই মাস ভেবেছি ফোন দিয়ে মাফ চেয়ে নিবো।পারিনি। সরাসরি মাফ চা্ইতে গিয়েও পারিনি।আমি এমন করে কাউকে গালি দেইনি। যাক ঘটনাটা আমার ভিউতো চেঞ্জ করেছে!! যাকে বন্ধু ভেবে বিশ্বাস করেছিলাম, সেই ঘাতক ছিল।এমন করে কেউ ঘাতকতা করতে পারে এ না হলে কি জানতুম??? হয়ত ঘটনাটা কোনদিন বলে দিব আপনাকে। আপনার সংগেতো দেখা নাও হতে পারে। আর হলেও বলার সুযোগ নাও হতে পারে। তাই স্যরি। যত গাল দিয়েছি সবগুলার জন্য ভাইয়া…..ছোটমানুষ মাফ চাইছে ভাইয়া, মাফ করে দিয়েন, স্যরি……………মাজহার ভাই…………… স্যরি…………… ভাইয়া…………তাই এ কবিতাটা আপনাকে দিলাম...]

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬

অদ্বিতীয়া আমি বলেছেন: হুম :(
ভাল লেগেছে কবিতা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৩

অদ্বিতীয়া সিমু বলেছেন: ওয়েলকাম , আপু । ভালবাসা জানবেন ।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি ফিরে আসি রাঙা পায় কাঁঠালছায়ায়
গভীর শিশিরে কাউকে হিজল পাতায় শুভতা দিতে
হয়ত মৃত্যুর ভেতর থেকে টেনে জীবনের আস্বাদন দিতে

দারুন হইছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ ভাইয়া....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.