![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুর জন্য চিঠি
অদ্বিতীয়া সিমু
[মাননীয় দোয়াপ্রেরক স্যার, যার ভবিতব্য বক্তব্যকে আমি ভীষণভাবে ভয় করি...যার এইবারের কংগ্রেট কাজে লাগেনি!
তবে আমার বড্ড ইচ্ছে আমার এই ভবিষ্যতবক্তা গুরুশিক্ষকের জিভভাগ রাস্তারধারের টিয়াপাখিওয়ালা জ্যোতিষকে দেখানোর
.....হা...হা...হা.....স্যরি স্যার..
]
স্যার শিক্ষক গুরু
করছি চিঠির শুরু
দিচ্ছি শুরুর সালাম
খোশ হৃদয়ের কালাম
বলছি একটু শুনুন
বাবুই বাসা বুনুন
বাড়ছে আগুন উনুন
উসকে দিলেন জুনুন
ক’দিন ধরেই পুড়ছিলাম
শূন্য মাঠে ঘুরছিলাম
ভাবছি বসে করব কি
ফাঁস গলাতে মরব কি!
এর মধ্যে লাগলো প্যাঁচ
মতলবীরা চাইলো ক্যাচ
আপনি তাদের দিলেন দোয়া
আহ্ কি মজা খাও না মোয়া!
সবকিছু যেন্ মুখের কথা
লাউ ডগা আর কুমড়ো লতা!
দেখুন না তা ভেস্তে দিলুম
কুমড়ো ফুলে পেজ্ দে দিলুম
গুরু শুনুন কেমন মজা
খাচ্ছি বসে হাওয়াই গজা
আপনি দিলেন আমায় দোয়া
উল্টো দোয়ার দিলুম ছোঁয়া
ফলবে যখন করেন মনে
খবর দিয়েন তারার বনে......
২| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫১
উজবুক ইশতি বলেছেন:
৩| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩০
স্নিগ্ধ শোভন বলেছেন:
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৭
মামুন রশিদ বলেছেন: কাব্যের পেছনের কাহিনীটা কি!!