![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নববর্ষে, বিরহ ছাপিয়ে আর্তি
-অদ্বিতীয়া সিমু
ভালবাসারা নাকি মরে গেছে রক্তের নদীতে
বোয়িং-৭৭৭ এর মত ভারত সাগরে
ন্ধদয়ে এখন বাস করে ইলিশ দামের হায়েনারা
চোখের জলে বৈশাখ ভেজে কিনা জানি না
হামাগুড়ি দিয়ে চোখের জল গড়িয়ে পড়ে
হাসপাতালের সাদা বিছানার চাদর হয় চিনির খেলনা
পায়েসের বাটির মুগ্ধতায় ফুঁপিয়ে কাঁদে কষ্ট
খসে পড়া আনন্দগুলো শেওলায় মলিন হয়
দিগন্তের রোদ্দুরে খাক হয় প্রেম
আর বিরহে খাক হই আমি......
সুদূর আসমানে তাকিয়ে শায়িত শিশু খোঁজে খুশী
সুরতোলা কফিনের বাক্সও কেঁপে ওঠে
কাঁপেনি তোমার হৃদয়??
স্বাগত বাংলা নববর্ষ-১৪২১
বেলকনীতে দাঁড়িয়ে ঝলসানো আনন্দ দেখি
সব বিরহ ছাপিয়ে কঁচি কন্ঠে শুনি খুশীর আর্তি
বিরহে জ্বলে জ্বলে বৈশাখ হই
বিরহে পুড়ে পুড়ে কষ্টের লাভা হই
কান্নায় নত হয়ে বলি,
’শুভ নববর্ষ, এসো হে বৈশাখ....’
[আমি আজ রান্নায় ব্যস্ত ছিলাম। সব পাট চুকিয়ে যখন নিপাট হলাম দেখি মোবাইলে অনেক মিসকল। আননোন নাম্বার! কল দিলুম। ওপাশ থেকে ভেসে এল কঁচি এক কন্ঠ। অপরাধবোধে লজ্জায় খাক হলো হৃদয়। ”বলো বাবা।” ”আন্টি, শুভ নববর্ষ। তোমাকে বড্ড মিস করেছি। এত্তবার ফোন দিয়েছি.....”কথা কইতে পারলুম না কান্না পাচ্ছিলো। মস্তিষ্কে টিউমার। অনেক দেরী হয়ে গেছে, অপারেশনের তবু চেষ্টা করছে ডাক্তাররা । ওর আনন্দের আর্তি আমাকে কষ্টে ডুবিয়ে দিয়েছে....আমার কান্না পাচ্ছে....আমি কাঁদছি...আমার কলিগ ফারিসার ভাগ্নে মাহিন...সবাই দোয়া কর যেন চমতকার কিছু হয়.... ]
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮
অদ্বিতীয়া সিমু বলেছেন: শুভ নববর্ষ
২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৫
এহসান সাবির বলেছেন: দোয়া রইলো মাহিনের জন্য।
শুভকামনা।
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৯
অদ্বিতীয়া সিমু বলেছেন: শুভ নববর্ষ
৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২০
রসায়ন বলেছেন: শুভ নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৯
অদ্বিতীয়া সিমু বলেছেন: শুভ নববর্ষ
৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩
সকাল রয় বলেছেন:
অনেক দোয়া রইল মাহিনের জন্য।
আপনার জন্য শুভ কামনা শুভ নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩০
অদ্বিতীয়া সিমু বলেছেন: শুভ নববর্ষ
৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৭
ডার্ক ম্যান বলেছেন: আশা করি মাহিন বাবা সুস্থ হয়ে দেশকে ভালো কিছু উপহার দিবে।।
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৯
অদ্বিতীয়া সিমু বলেছেন: Yes..Thank u..
৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা!!!
মাহিনের জন্য দোয়া।
৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৫
প্রবাসী পাঠক বলেছেন: মাহিনের জন্য অনেক দোয়া রইল।
৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৮
জমরাজ বলেছেন: বাসি নববর্ষের শুভেচ্ছা।
আগাম জানাতে পারিনি কারণ আমি আজই জেনারেল হইছি।
৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মাহিনের জন্য অনেক অনেক দোয়া
আপনার জন্য শুভ নববর্ষের শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ নববর্ষ