![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্থির প্রতীক্ষা
-অদ্বিতীয়া সিমু
আমার চেয়েও অভিমানী তুমি?
অস্থিরতার দিনরাত্তির বয়ে চলে
ডাকপাড়া স্থির হয় ধলেশ্বরী নদীতে
আর আমি!!
খুলে বসি Financial Express
ভি আই পি আলোগুলো জ্বলে জ্বলে অন্ধকার হয়
আকাশটা অনেক বড়
ক্ষণে ক্ষণে রঙ বদলায়
আকাশের রঙ তারাদের রঙ আর তুমি??
আমির মেম্বারের বউয়ের রান্না করা পাট শাতের মতো লাগে তোমাকে
মিষ্টি পাট শাক, তেঁতো না!
কে তুমি? অবয়বহীন পুরুষ!!
কেন বারবার হানা দাও হৃদয়ে!
সাজেদা ফাউন্ডেশনের পাশের রাস্তায় হলুদ ফুল শুকিয়ে যায়
গোলাপী তরমুজের টুকরো গুলোও শেষ হয়
শুধু শেষ হয় না আমার প্রতীক্ষার!
[আমার রুমমেট পাশের খাটে অস্থির হয়ে প্রতীক্ষার প্রহর গুনছে। আমার ১ মাসের রুমমেট। আমি কখনও এভাবে কোন রুমমেটের সাথে কাটাইনি! আজব আজব নতুন এক্সপেরিয়েন্স হচ্ছে!! কারো সাথে রাগ করা, তার প্রতীক্ষায় রাত জাগা!! ওমা...সে আবার বিয়ের পরও! হা..হা..দারুণতো!! ১ মাস পর যেদিন আমার রুমে খাটে বসব না, মিস করবো এসব...!! ওর জন্য এই কবিতা দিলুম...]
১০ ই মে, ২০১৪ রাত ১০:৩৩
অদ্বিতীয়া সিমু বলেছেন: thank U vaia....
২| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:২৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো , শুভেচ্ছা ।
১০ ই মে, ২০১৪ রাত ১০:৩৪
অদ্বিতীয়া সিমু বলেছেন: happy returns
৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল
১০ ই মে, ২০১৪ রাত ১০:৩৪
অদ্বিতীয়া সিমু বলেছেন: thank U...
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৫
নিরব পাঠকং বলেছেন: আমির মেম্বারের বউয়ের
রান্না করা পাট শাতের
মতো লাগে তোমাকে
মিষ্টি পাট শাক, তেঁতো না!
কে তুমি? অবয়বহীন পুরুষ!!
কেন বারবার হানা দাও হৃদয়ে!
সাজেদা ফাউন্ডেশনের পাশের
রাস্তায় হলুদ ফুল শুকিয়ে যায়
গোলাপী তরমুজের টুকরো গুলোও শেষ হয়
শুধু শেষ হয় না আমার প্রতীক্ষার!
অসাধারন ছিলো লাইন গুলো +