![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুঁজে ফিরি বিশ্বাস......
-অদ্বিতীয়া সিমু
হিসাব মেলে না হৃদয়ের, বুকের ভেতর ভাঙে জোয়ার
পারজোয়ারের পিচঢালা রোড আর জয়পাড়ার বাসের জানালায় দেখি কষ্টের হাসি
ঢেউ ভাঙা সমুদ্দুরে দু চোখ খোঁজে বিশ্বাসের মন্দির
শিব কার!! কইবে??
কৃষ্ণ রাধার, না গোপীর, নাকি মীরার!!!
আমি খুঁজে ফিরি বিশ্বাস, আমি আজো খুঁজি বিশ্বাস...
রোহিতপুরী লুঙ্গি এখন ভ্যান গাড়িতে টেনে চলে...
”লুঙ্গি.. লুঙ্গি.. নেবে কেউ......”
রোদ্দুরের রঙ বদলে গারো হয়, আরো লাল, আরো লাল...
আর আমি খুঁজি বিশ্বাস......
শিকারীটোলার তেঁতুলের চাটনীর স্বাদ অন্যরকম লাগে
প্রাণ নাকি নেই এখানে
নলকূপের ঠান্ডা জলও কপালের ঘামাচি সরাতে পারে না
পাখি খোঁজে জল, ঘাস খোঁজে জল, মাটি খোঁজে জল..
আর আমি খুঁজে ফিরি বিশ্বাস......
ডাব গাছের পাতা কাঁপে তিরতির
সন্ধ্যের লগ্ন স্থির হয় কোনাপাড়ায়
হুডখোলা বেবীগুলো রোড ধরে চিনে নেয় গন্তব্য
তবুও হিসাব মেলে না হৃদয়ের, বুকের ভেতর ভাঙে জোয়ার
আর আমি খুঁজে ফিরি বিশ্বাস.....
২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৩
অদ্বিতীয়া সিমু বলেছেন: হুমম....
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৪
সকাল রয় বলেছেন:
হয়তোবা কখনোবা বা বিশ্বাস থাকে ডুবে...
মেলেনা হিসেব___
অনেক ভাবনার পুনর্জন্ম
২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৪
অদ্বিতীয়া সিমু বলেছেন: িঠক....
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৪
মাহবু১৫৪ বলেছেন: +++++
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৩
অপূর্ণ রায়হান বলেছেন: স্নিগ্ধ কবিতা ++++++++++++++
অনেক শুভকামনা
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪২
নিলু বলেছেন: বিশ্বাস আর অবিশ্বাস নীয়েই প্রকিতি , লিখে যান