নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন

অদ্বিতীয়া সিমু

পৃথিবীটা ঘুরে দেখার বড় শখ......স্বপ্ন আকাশ ছোঁয়া....

অদ্বিতীয়া সিমু › বিস্তারিত পোস্টঃ

কান্তরী, জ্বলে ওঠ…

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৯



কান্তরী, জ্বলে ওঠ….
অদ্বিতীয়া সিমু

নীল আলোর ঝঝলকানী দেখি
কোথা যেন সমুদ্দুরের ডাক
কখনো কয়লার আগুনে পোড়ে
কখনোবা ঘুড্ডি ওড়ে
তবু যেন সেগুনের কাঠ…!

মাঝপথে থেমে থাকা ট্রেনে বাজে হুইসেল
তবুও থাকবার মত কেউ নেই
নেই “ইভীলিনা” হবার সাধ কারো!!

“বাপু, তুমি যা বলবার বলোগে
আমরা কেউ এর মধ্যে নেই।“

আশ্চর্য তিলকের ক্লান্তি দেথি
মুখচোরা ভীতু লক্ষী মেয়ে ওরা
প্রতিবাদ নামের শব্দ নেই ওদের মুখে
সেক্রিফাইস নামের শব্দটি ওরা ভালই জানে
জানে বলেই ওরা রসগোল্লার রসে ঘোরে।

তুমি কোন কান্তরী বলোতো??
বারবার তোমাকেই বলে যেতে হয়
বারবার তোমার আত্মা কষ্ট সয় !
অনির্বান অনিন্দ্য সতী লক্ষীদের চোখের পানিতে
সয়লাব হয় কারো বুক!

কান্তরী, এ তোর কোন দুখ….!!
কান্তরী, এ তোর কোন দুখ…??

“এমা,ছিহ্ কেবা এরে দুখ বলিছ
এ যে সুখের সাগরে ঢেউয়ের ফুঁক…..
পুঁই ডালের ফাঁকে ফাকেঁ সুকর্ম যে তাদেরইগো….!”

কান্তরী, কিবা বলো তার ছল!
যার বুঝিবার ক্ষমতা থাকে
সেইতো বলবান বল

কান্তরী, জ্বলে ওঠ
জ্বলে ওঠ নীল আলোর ঝলকানীতে….

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সহজ শব্দের গাঁথুনিতে , চমৎকার কান্তরী কাব্য ।

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫১

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ ভাইয়া..

২| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫১

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩২

অদ্বিতীয়া সিমু বলেছেন: হুমম..

৩| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৯

ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর কবিতা।

২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৩

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ।

৪| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৫

জেন রসি বলেছেন: জ্বলে না ওঠে উপায় নাই….

চমৎকার কবিতা।

২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৪

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ ভাইয়া..

৫| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৩

শতদ্রু একটি নদী... বলেছেন: সুন্দর কবিতা। ভাল্লাগছে। ++

২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৫

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ ভাইয়া..

৬| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৫

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ ভাইয়া..

৭| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৪

তুষার কাব্য বলেছেন: চমৎকার কবিতা।

২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৬

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ ভাইয়া..

৮| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৫

কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো কবিতায় ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২২

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ ভাইয়া..

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত ভাল লাগা, কিছু লেখা মনের ভেতর পর্যন্ত চলে যায়, অবলীলায়, কোথাও একটু বাধেনা।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ ভাইয়া..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.