![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামাতে ইছলাম, শারীয়া,খেলাফত সম্পর্কে ICSF এ গুরুত্বপূর্ণ আলোচনা
লেখক ও বক্তা-হাছান মাহমুদ।
প্রকাশক-আঃ হাকিম চাকলাদার (বক্তার অনুমোদন ক্রমে)
ICSF (ইন্টারন্যাশন্যাল ক্রাইমস স্ট্র্যাটেজী ফোরাম) এর আলোচনাটি দেখতে ভিডিও টি খুলতে হবে।
ভিডিও টি এখানে দেখুন-
http://www.youtube.com/watch?v=NHIxbasluKc
২৬শে মে ৪৩ মুক্তিসন (২০১৩) - বিভিন্ন দেশের প্রজন্ম-সংগঠনের সহায়তায় এ অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী ও পরিচালনাকারী লণ্ডন-ভিত্তিক সংগঠন ICSF (ইন্টারন্যাশন্যাল ক্রাইমস স্ট্র্যাটেজী ফোরাম), যাঁরা বিশ্বব্যাপী মানবাধিকার কর্মী ও বিশেষজ্ঞদের একত্রীভূত মঞ্চ। দেশে যুদ্ধাপরাধী বিচারের ব্যাপারে তাঁরা প্রথম থেকেই শক্তিশালী ভুমিকা রেখে চলেছেন যুদ্ধাপরাধী বিচারে, আইনগত গবেষণা, পরামর্শ ও বিশ্লেষণে, তথ্য-সংগ্রহে, আর্কাইভে, ফলো-আপ-এ ও গণ সচেতনতা সৃষ্টিতে। তাঁদের পরিচালনায় মৌদুদীবাদের হুমকি'র ওপরে আমার বক্তব্য ও প্রশ্নোত্তরের ভিডিও-অনুষ্ঠান হয়। সমস্যটা বহুমাত্রিক, যেহেতু সমস্যাটা উঠে এসেছে ধর্মবিশ্বাস ও সংগঠন থেকে (প্রধানত জামাত), থেকে তাই তার প্রতিষেধক/প্রতিরোধক তুলে আনতে হবে ধর্মবিশ্বাস ও সাংগঠনিকভাবেই। সেটা সম্ভব। আমাদের পরের কাজ হবে দেশে বিদেশে যাঁরা এর ওপরে কাজ করেছেন তাঁদের কাজগুলোকে একত্রিত করে জনসচেতনতা গড়ে তোলা। এই কাজটাই কসভো ও তাতারস্থান করেছে, ওখানে ইসলামের ওই ভয়ংকর ব্যাখ্যার বিরুদ্ধে জনগনই হিমালয় হয়ে দাঁড়িয়ে আছে। সেটা ওসব দেশে হতে পারলে বাংলাদেশেও হতে পারে।
লেখক ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেসের উপদেষ্টা বোর্ডের সদস্য,- দ্বীন রিসার্চ সেন্টার হল্যাণ্ড-এর রিসার্চএসোসিয়েট, - মুসলিমস ফেসিং টুমরো'র জেনারেল সেক্রেটারী, - ফ্রিমুসলিমস কোয়ালিশন-এর ক্যানাডা প্রতিনিধি, - আমেরিকান ইসলামিক লিডারশীপ কোয়ালিশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং খুলনা'র “সম্মিলিত নারীশক্তি”র উপদেষ্টা। শারিয়ার ওপরে বই "শারিয়া কি বলে, আমরা কি করি" ও আন্তর্জাতিক প্রশংসিত ডকু-মুভি "হিল্লা", "নারী" ও "শারিয়াপ্রহেলিকা" - লণ্ডন ও টরন্টো'র স্কুলে ধর্মীয় শিক্ষাক্লাসে দেখানো হয়।
নিজস্ব ছাইট- http://www.hasanmahmud.com/2012/
©somewhere in net ltd.