নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলেম কে?
------------
মুফতি সাহেব খুব মজা করেই বলেন জাকির নায়েক আলেম নয়। মুফতি সাহেবরা হচ্ছেন আলেম। আলেম শব্দের অর্থ জ্ঞানী। যার ইসলামে জ্ঞান রয়েছে তাকেই মুলত আলেম বলে। জ্ঞান মানে হচ্ছে ইলম।
বর্তমান বিশ্বে জ্ঞান দ্বারা আল্লাহর অস্তিত্ব প্রমান করছেন কে? সেই মুফতি? নাকি জাকির নায়েক? জাকির নায়েক জ্ঞান দিয়ে আল্লাহর অস্তিত্ব নাস্তিকদের কাছে প্রমান করে দিচ্ছেন। তার পরও তিনি আলেম নন? আর মুফতি সাহেব- "বাবা এসব বিশ্বাস করে নাও" বলে বিরাট আলেম হয়ে গেলেন?
জাকির নায়েক হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধদের কাছে প্রমান করে দিচ্ছেন যে শেষ নবী মুহাম্মাদ (সঃ) এর রিসালাতের উপর ঈমান আনতে হবে। জাকির নায়েক অমুসলিমদের কাছে রিসালাত প্রমান করেও আলেম নন? আর মুফতি সাহেব-"বাবা সরল মনে বিশ্বাস করে নাও" বলে বিরাট জ্ঞানী হয়ে গেলেন?
কালিমার দুটি প্রধান অংশ হল আল্লাহ এবং তার রাসুলের উপর ঈমান আনা। জাকির নায়েক বারবার এই দুটি জিনিস প্রমান করে যাচ্ছেন। তারপরও জাকির নায়েক আলেম নন?
মুফতি সাহেব কালিমার দুটি প্রধান অংশ প্রমানে ব্যর্থ হয়েও ইসলামে বিরাট জ্ঞানী, বিরাট আলেম?
আল্লাহর অস্তিত্ব প্রমান করতে না পারলে ইসলামের বাকি জ্ঞানের কতটা মুল্য থাকে?
রিসালাত প্রমান করতে না পারলে ইসলামের বাকি জ্ঞানের কতটা মুল্য থাকে?
ইসলামের ভিত্তি নিয়ে ব্যখ্যা বিশ্লেষণ করেও জাকির নায়েক আলেম নন?
আর মুফতি সাহেব কিচ্ছা কাহিনি গেয়ে বিরাট আলেম? কারন তিনি আরবি শিখেছেন। মুফতি সাহেব হয়ত এটাও জানেন না যে আরবের শিশুরাও আরবি জানে। মুফতিদের কাছে হয়ত আরেবের প্রত্যেক শিশুই বিরাট আলেম। এমন আরবের অমুসলিমরাও, কারন তারাও আরবিতে কোরআন বুঝে।
©somewhere in net ltd.