![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা অনেক সময় কৌতুকভরে বা ভুলানোর জন্য শিশুদের সাথে মিথ্যা বলি।
অথচ এরূপ মিথ্যাও মিথ্যা এবং গোনহের কাজ। শুধু তাই নয়, এরূপ মিথ্যার মাধ্যমে আমরা শিশুদেরকে মিথ্যায় অভ্যস্ত করে তুলি এবং মিথ্যার প্রতি তাদের ঘৃণা ও আপত্তি নষ্ট করে দিই। কিশোর সাহাবী আব্দুল্লাহ ইবনু আমির বলেন, একদিন রাসূলুল্লাহ আমাদের বাড়িতে বসা ছিলেন, এমতাবস্থায় আমার মা আমাকে ডেকে বলেন, এস তোমাকে একটি জিনিস দিব। রাসূলুল্লাহ বলেন, তুমি তাকে কি দিতে চাও? তিনি বলেন: আমি তাকে একটি খেজুর দিতে চাই। রাসূলুল্লাহ বলেন:
«أَمَا إِنَّكِ لَوْ لَمْ تُعْطِهِ شَيْئًا كُتِبَتْ عَلَيْكِ كِذْبَةٌ»
‘‘তুমি যদি তাকে কিছু না দিতে তবে তোমার নামে একটি মিথ্যার গোনাহ লেখা হতো।’’
আবূ দাউদ, আস-সুনান ৪/২৯৮; হাদীস নং ৪৯৯১।
পোস্ট::.@[100006601665047:]
০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৪
হাবীবুল্লাহ নকীব বলেছেন: ভাই আপনার কথার আগা-গোড়া কিছুই বুঝলাম না
২| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৯
বিপরীত বাক বলেছেন: আমার ক্ষেত্রে বলতে পারি,, আমার যতগুলো বন্ধুবান্ধব এখন বেশ ধর্ম কর্ম পালন করছে,, এমনকি কলিগ দেরও,, তাদের ৯৯% কোন কারণ ছাড়াই ফাজলামি করার জন্যে মিথ্যা বলে,, বিশেষ করে টাকা ধার নেয়ার ক্ষেত্রে।।।
বিভিন্ন চেনাজানা দের দেখেছি চুরি চামারি করে প্রতিষ্ঠা পেয়ে বিশেষ করে জোচ্চুরি জালিয়াতি করে ভাল সরকাির চাকরি জোগাড় করে বাপমা রে আগে হজ্ব করায় অশেষ পূণ্য অর্জন করছে।।।
এক কলিগ রে দেখলাম,, যতদিন ধরে দেখছি আর যতটুকু লাইফ হিস্টোরি শুনেছি,, প্রথম জীবনে মাইয়া টাইয়া --++++, পরে সুদে টাকা খাটায়া আরও অনেক ভাবে টাকা পয়সা কামায় এখন দেখি নামাজ ধরছে।।।
আমি তো ত্যক্তবিরক্ত হয়ে অনেক আগে থেকেই সবকিছু থেকে বিরত আছি।।।
তা সেদিন বসে আছি কর্মস্থলে,,, আমাকে এসে জিজ্ঞেস করছে,,,
( সাঃ) এর পুরো শব্দ সংক্ষেপ কি হয়?? আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম।। বললাম যে আপনি এই ৪২ বছর বয়সে এসে এটা জানেন না।।
আরও অনেক বিষয় আছে রে ভাই। খুব ডিটেইলস
।।
হজ্ব করলে অল ক্লিয়ার।। তাই বলছিলাম যে, আল্লাহ যে সিস্টেম করে রেখেছে তাতে তো দেখছি সিস্টেমেটিক টাউট বাটপার গুলো ই বেশি বেহেশতে যাবে।।। কেননা প্রথমেই সব খাই- খায়েশ মিটায় নিয়ে,, যেনতেন ভাবে সফল হয়ে,,তারপর জিকির খয়রাত করে মানুুষ দের বলা,,, "" ভাই।। বুঝছেন ভাই।।। আরে দুনিয়া টা ভাই দুদিনের ভাই।। কি লাভ করে এসব।।। ""
শালার সিস্টেম।।। বাদ দেন।।।
ভদ্রভাষায় কথা বলার জন্যে ধন্যবাদ।।।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:০১
বিপরীত বাক বলেছেন: নবী রাসুল বাদে বাকি সব জান্নাতবাসী ১০০ % মিথ্যাবাদী হবে।।