নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

এমন কেন হয় বলনা ???

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৭

Prity Kamal
অাল্লাহ চোর
কামাল
কখনো কখনো মানুষের জীবনে অপ্রত্যাশিত এমন কিছু ঘটনাঘটে যার কষ্ট সারা
জীবন বয়ে বেড়াতে হয়। অামার জীবনের কাহিনী অবিশ্বাস মনে হলেও এটাই চিরন্তন সত্য ঘটনা । এক জীবনে এত কষ্টের যন্ত্রনা কি করে সহ্য
করব। চার দশকের জীবনে পিছন ফিরে তাকালে সুখের মধুময় এতটুকু স্নৃতি অামার নেই। মনে পড়েনা বুদ্ধির পর হতে অাজ পর্যন্ত ঈদ কিংবা উৎসবে নতুন পোশাক কিনতে পেরেছি। একটা ছেঁড়া সেলাই করা লুঙ্গি, দুটো ছেঁড়া ফাটা পেন্টকে সম্মানের অায়রন করে ইজ্জত বাঁচানো, দুটো শার্টকে সামাজিক মর্যদার প্রতীক ভেবে বেচে থাকা। একবেলা খেলেও দুবেলার চিন্তা । রাশি রাশি কষ্টের পাহাড় চূড়ায় দাঁড়িয়ে জীবনের অসঙ্গোতির কারনে প্রতিটি ক্ষণ অাত্নহত্যা করতে ইচ্ছে করে। বিবেকের কাছে পরাজিত অামি বেঁচে থাকার কোন সান্ত্বনা বানী অামি খুঁজে পাইনা। অাজও তো অনাকাঙ্খিত ভাবে ৫০০০/ টাকা ক্যাশ থেকে চুরি হলো। স্রষ্টা তুমি তো অামার সব কিছুই চুরি করেছ। অামাকে রিক্ত করেছ। অার কি চুরি করলে তুমি খুশি হবে? তোমার ক্ষমতার কাছে মাথা নত করে ভিক্ষে চাই অার অনুরোধ করি তুমি অন্যের টাকা চুরি করোনা খোদা! তুমি কি জাননা অফিসের টাকা অামার না কিন্তু তুমি চুরি করলে অামাকে পুরন করে দিতে হবে কারন তুমি সব জানো সব দেখ । তোমার বিনা অাদেশ ছাড়া কিছুই ঘটেনা,,,,,
অাল্লাহ তোমাকে চোর বলে অামি নাস্তিকতার পরিচয় দিলেও তোমার প্রতি বিশ্বাসের কমতি নাই। কিন্তু তোমার বিচারের অাদালতে দাঁড়িয়ে অামি জবাব চাই অামাকে চিরতরে নি:স্ব করেও তুমি যখন সুখী হতে পারনি তখন অন্যের টাকা চুরি করে অামাকে ফাঁসিয়ে অার কতটুকু সুখী হবে বল? বলনা স্রষ্টা কিসের অভাব তোমার? হারামের ছিটেফোটা গন্ধ যেখানে স্পর্শ করতে দিইনা
সেখানে তোমার এটা কেমন বিচার?জবাব তোমাকে দিতেই প্রভু
কোন পাপের শাস্তি তুমি অামাকে দিচ্ছ...

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বিষয়টা বেদনা দায়ক হলেও আল্লাহকে দায়ী করা ঠিক নয়।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি দুঃখ যা পাই তা’ অনুভব করতে চেষ্টা করিনা। অনুভব হয়ে গেলেও মনে রাখতে চেষ্টা কনিনা। ভাবি এর থেকেও কষ্টে মানূষ থাকে। আর সুখ হাজার বার মনে করার চেষ্টা করি। এ জন্য নিজেকে সব সময় সুখী মানুষ মনে হয়। আর ভাবি এইতো আর কিছুটা সময়। তার পরেই আমি এ ঠিকানা ছেড়ে চলে যাব।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৩

ANIKAT KAMAL বলেছেন: সত্যিই অাপ‌নি মহৎ প্রা‌নের অধিকারী। কিন্তু ভাই কেন অামার ম‌তো অ‌নি‌কেত নাচা‌রের লেখা প‌ড়ে সম‌য়ের অপচয় কর‌ছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.