নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

একথা জীব‌নে বলনা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৬

এ সম্পর্ক মু‌ছি‌বে না জন‌মের ত‌রে
অ‌নি‌কেত কাম‌াল
১০ বছর অা‌গে লেখা চি‌ঠির অংশ বি‌শেষ
প্রিয়তমা মানসী কোমল তন্বীর মা,
হা‌রি‌কে‌নের শেষ অা‌লোটুকু তে‌লের অভাবে নি‌ভে গে‌লে, জল শ‌ক্তির বিদ্যুত বাতি কে‌টে গে‌লে কিংবা শশীর হা‌সি , জোনাকীর ‌মি‌টি‌মি‌টি অা‌লো নি‌ভে গে‌লেও প্রত্যাশার অম্লান প্রদীপ জে‌লে অন্ততকাল তোমার জন্য অ‌পেক্ষা করব। এমন বিশ্বাস প্র‌তিশ্রু‌তি ও অাশার বানী বু‌কে লালন ক‌রে তোমা‌কে লিখ‌তে বসলাম। জা‌নিনা কেমন অা‌ছো? ত‌বে অাশা ক‌রি খারাপ থাকার প্রশ্নই অা‌সে না। ব‌ড়ি‌য়ে বললাম না তো লক্ষী‌টি! হা‌সিভরা মুখটা এ‌তো বিষন্ন কেন? মন খারাপ তাহ‌লে চল ঘু‌রে অা‌সি। কি কথা বলছ না যে? ও বু‌ঝে‌ছি সি‌নেমা দেখ‌বে , ঠিক অা‌ছে চল। এ্যই লজ্জায় মুখ ঢাকছ কেন? সৃ‌ষ্টি ছাড়া নিলর্জ প্র‌যোজ‌কেরা এমন ছ‌বি বানায়। অাচ্ছা চল পা‌র্কে যাই। এ্যই ও‌দি‌কে তা‌কি‌য়ে লজ্জায় লাল হ‌লে কেন? ও বু‌ঝে‌ছি, এগ‌লো না‌কি অাধু‌নিকতা! ‌ঠিক অা‌ছে পু‌জোয় যাই। এখা‌নেও ঢলাঢ‌লি! অাস‌লে সত্য কথা কি Lx,অাধু‌নিকতার নগ্ন বাতা‌সে প‌বিত্রতার নির্মল বায়ু অাত্ন‌গোপন ক‌রে‌ছে। এ বাতাস তোমা‌কে অাকর্ষন কর‌লেও অা‌মি ঘৃনা ক‌রি ম‌নে প্রা‌নে। ঘু‌নে ধরা ডাক প‌দ্ধতি, সভ্যতার বেতার , স্নৃ‌তির ক‌রি‌ডোর , ভ‌লোবাসার বন্ধন , স্ব‌দে‌শের সীমা ছে‌ড়ে চ‌লে যা‌বে ত‌বে যাও বাধা দিবনা । শুধু ম‌নে রে‌খো অ‌ভিমা‌নের পথ ধ‌রে ,‌কিংবা অনুভ‌বের একান্ত স্নৃ‌তি ঝলমল সোনালী হৃদয় প্রান্তর হ‌তে খুব বে‌শি দূ‌রে যাওয়া যায়না। অাচ্ছা তু‌মি কি বি‌দেশী জীব‌নের খোলা‌মেলা স্বাধীনতায় বিশ্বাসী? তাই বি‌দেশ‌ি জীব‌নের উন্মক্ত স্বাধীনতা তোমা‌কে হাতছা‌নি দি‌য়ে ডা‌কে। লোভ দেখাচ্ছ না বি‌দে‌শে গে‌লে ফোন কর‌বে, স্বাধ‌ীনতা পা‌বে, ই‌চ্ছে মত কথা বল‌বে। দে‌শের মা‌টি‌তে যা‌কে ছুঁ‌তে পা‌রিনা...। ‌মি‌থ্যের উপর ভি‌ত্তি প্রস্তর স্থাপন ক‌রে জীব‌নে বড় হওয়া গে‌লেও প্রা‌নে স‌ত্যিকার শা‌ন্তি পাওয়া যায়না। মি‌থ্যের অাশ্র‌য়ে জীব‌নের স‌ত্যিকার রুপ প্র‌তিফ‌লিত হয়না। ভাবছ অহংকার কর‌ছি। না, মি‌থ্যের কা‌ছে অা‌মি পরা‌জিত হ‌লেও স‌ত্যের অদৃশ্য জ্যো‌তি‌তে অা‌মি অা‌লে‌কি‌ত। মি‌থ্যে‌কে সমর্থন ক‌রে‌ছি কিন্তু অাড়া‌লে কেঁ‌দে‌ছি । কিন্তু জা‌নো নি‌শি, মি‌থ্যে বল‌তে পার‌লে জীব‌নের রুপটা প‌রিবর্তন হ‌তে পারত। ধ‌র্মের পটভূ‌মি‌তে যে কোন সম্পর্ক হওয়া উ‌চিত। প্রমা‌নিত কর‌তে চে‌য়েছি‌লে ভালবাসা সবার উ‌দ্ধে। যে ভা‌লোলাগার টা‌নে অা‌বে‌গের বৃ‌ষ্টি‌তে ভি‌জে ভা‌লোবাসার স্বর্গ রচনা কর‌তে চাচ্ছ সে ভা‌লোবাসা সম‌য়ের বৈ‌রি বাতা‌সে অাবার হা‌রি‌য়ে যা‌বেনা‌ তো? সব প্র‌শ্নের উত্তর সময়ই ব‌লে দি‌বে। কিন্তু মানু‌ষের জীবন ক্রমাগত বি‌চ্ছে‌দের ক‌ম্পিউটার রচনা ক‌রে কেন? মানুষ কেন যু‌গে যু‌গে স্বা‌র্থের জন্য র‌ক্তের সম্পর্ক হৃদ‌য়ের বন্ধনকে অস্বীকার ক‌রে? নি:স্বার্থ ভা‌লোবাসার নির্মল ব‌হি:প্রকাশ ছিল এরুপ, খাল‌বি‌লের প‌রিত্যক্ত জ‌মির বু‌কে ঘর‌বেঁ‌ধে স্ব‌র্গের তাজমোহল বানা‌বো। জীর্ন কু‌টি‌রের ছ‌নে ছাওয়া ছা‌দের ফু‌টো দি‌য়ে বৃ‌ষ্টির প‌া‌নি‌তে ভি‌জে যাব। কোমল তন্বী‌কে ছেড়া কাঁথায় জ‌ড়ি‌য়ে অপা‌র্থিব ভালবাসার মুগ্ধতার দৃ‌ষ্টি‌তে চে‌য়ে থাকব। অবাক জোস্নার অা‌লো ভাঙ্গা বেড়ার ফু‌টো দি‌য়ে ঘ‌রে প্র‌বেশ কর‌বে। সাদামাঠা বাসর ঘ‌রের কোণায় লু‌কি‌য়ে থাকা কু‌নোব্যাঙ ল‌া‌ফি‌য়ে পড়‌লে কিংবা অার‌শোলা ভয় দে‌খি‌য়ে সি‌নেমা নির্মা‌নের গোপন চেষ্টা চালা‌লে অামরা হ‌য়ে যাব অদৃ‌শ্যের সেরা নায়ক না‌য়িকা। অনু‌যোগহীন বিশ্বা‌সের মা‌টির বাসন কোস‌নে জীবন যাত্রার চিত্রকর্ম‌কে সভ্যতার অহংকার ‌ভে‌বেই অামা‌দের গর্ব। প্রা‌নের স‌ত্যিকার ভা‌লোবাসা ধ্রুব সত্য। য‌দি সম‌য়ের ব্যবধা‌নে কখ‌নো অা‌মি ভা‌গ্যের বিড়ম্বনায় প‌তিতাল‌য়ের সম্রাজ্ঞী কিম্বা অপরাধ জগ‌তের অ‌গ্নিলাভা হ‌য়ে প‌ত্রিকার প্রথম পাতায় শিরনাম হ‌য়ে তখনো কি এমন ক‌রে অামায় ভালবাস‌বে!! চম‌কে উঠনা রুদ্র । জীবন দি‌তে পা‌রি কিন্তু ইজ্জত বি‌ক্রি করবনা কখ‌নো। ভাগ্য অামা‌কে প‌থের অাস্তাকু‌ড়ে ফে‌লে দি‌লেও, সভ্যতার গর্ব অামা‌কে উপহাস কর‌লেও, মানবতার মহান বানী অামা‌কে অ‌ভিশপ্ত কর‌লেও কখ‌নো স্রষ্টার অাদাল‌তে দাঁড়ি‌য়ে কৈ‌ফিয়ত দি‌তে হয় এমন ‌কোন কাজ কোন‌দিনও করব না।....

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চিঠির কথা প্রায় ভুলেই গেছিলাম। আপনি আবার তা’ মনে করিয়ে দিলেন।

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪

ANIKAT KAMAL বলেছেন: : অাপনাকে জানাই শতকোটি ছালাম খুব ভালো লাগল অন্তত একজন হলেও!!! চমৎকার মন্তব্য ক‌রে‌ছেন

২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ কথা বলার সময় হয়েছে যে, একদা মানুষ চিঠির মাধ্যমে ভাবের আদান প্রদান করতো।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক দিন হয়তো বলা হবে, একদা ডাক বিভাগ নামে সরকারের একটা বিভাগ ছিল।

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫০

ANIKAT KAMAL বলেছেন: অাপনা‌কে জানাই শত‌কো‌টি ছালাম খুব ভা‌লো লাগল অন্তত একজন হ‌লেও!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.