নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

যা কিছূ ভালো তা সবার জন্য

১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২০

বো‌নের জন্য প্রার্থনা___________________প্রী‌তি কামাল
"সব সত্য মে‌নে নেওয়া যায়না,‌যেমন তোমার চ‌লে যাওয়া" তবু মে‌নে নি‌তে হয় । ১২ মে রাত ১২টা ১২ মি ২০১২ ই‌তিহা‌সের কোন স্মরনীয় দিন তা‌রিখ সময় না হ‌লেও অামার নিমর্ম ভা‌গ্যের ‌নির্মম ট্রা‌জে‌ডির ই‌তিহাস। অামার একমাত্র বোনের অকাল মুত্যু। পু‌থিবীর কোন ভাষায় অামাকে সান্ত্বনা দি‌তে পা‌রেনি। প্রকৃ‌তির নিমর্ম স‌ত্যের কা‌ছে মানুষ বড় অসহায়। জীবন জী‌বিকmর তা‌গি‌দে অাত্ন মর্যদার লড়াই কর‌তে গি‌য়ে দে‌শের এপ্রান্ত হ‌তে ওপ্রা‌ন্তে ছু‌টে বে‌রি‌য়ে‌ছি। কোথাও জো‌টে‌নি এতট‌কু সহানুভূ‌তি স‌হ‌যে‌া‌গিতা। ভাগ্য বদ‌লের নিরন্তর প্রয়াস অামা‌কে ব্যর্থতা অার ব্যর্থতার অ‌থৈই সাগ‌রে ভা‌সি‌য়ে রিক্ততার গান শু‌নি‌য়ে চ‌লে‌ছে। অা‌মি অার কোথায় যাব! অামার সমস্ত অাশ্রয় ‌নিরভরতা বন্ধন ছিন্ন‌ভিন্ন হ‌য়ে গে‌ছে। অামার জীবন ক্রমাগত বি‌চ্ছে‌দের সংগীত রচনা ক‌রে চ‌লে‌ছে। অপ্রকাশ্য এ জীব‌নের কষ্ট একমত্র প্রভু ভিন্ন কেউ জা‌নে না। বোন অামার, তোমা‌কে শেষ বা‌রের ম‌তো দেখার শেষ সামর্থ্যটুকুও অামার হ‌য়ে উ‌ঠে‌নি। কোথায় যে‌নো স্রষ্টার খেলা ছিল। বোন অামার, অাপু অামার, তু‌মি বল‌তে পার কোন মহা পা‌পের কার‌নে নি‌জে‌কে অাজ বি‌বে‌কের শ্রেষ্ঠ অাদাল‌তে অপরা‌ধি ক‌রে কান্নার মহা সাগ‌রে ভাস‌তে হ‌চ্ছে। অামার ছন্নছাড়া জীবনটা, বেঁ‌চে থাকার ক‌ল্পিত অাশ্রয় ভুবনটাও মহা স‌ত্যের জাগ‌তিক নিয়‌মে হা‌রি‌য়ে গে‌লো। য‌দি কোন দিন সৃ‌ষ্টি কর্তার মু‌খোমু‌খি হ‌তে পা‌রি সে‌দিন শুধু একটাই প্রশ্ন করব ...। অ‌ভিমান, ‌ক্ষোভ, দু:খ, ক‌ষ্টের পাহাড় চুড়ায় দাঁ‌ড়ি‌য়ে বিশ্ব বা‌সির কা‌ছে একটাই অনু‌রোধ করব অ‌নেক দিব‌সের মা‌ঝে " বোন দিবস" হি‌সে‌বে প্র‌তি বছর এ দিন‌টি পালন করব। স্মরন করব গভীর শ্রদ্ধা , মমতা, ভা‌লোবাসায়। মান অ‌ভিমা‌নের গ‌ন্ডি ভে‌ঙ্গে , ভুল অপরা‌ধের সীমানা হ‌তে বে‌রি‌য়ে এ‌সে , র‌ক্তের অ‌বি‌চ্ছেদ্য বন্ধনকে ই‌তিহা‌সের স্মরনীয় পাতায় অমর ক‌রে রা‌খি প্র‌তি বছর বোন দিবস পালন ক‌রে। সমস্ত স্বা‌র্থের লে‌লিহান শিখা কর্পু‌রের ম‌তো হা‌রি‌য়ে যাক পরম মমতায় মি‌শ্রিত র‌ক্তের মায়াবী সম্প‌ন্দে। 01972566855

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনার বোনের জান্নাত নসিব করুন, আমিন।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:২৮

ANIKAT KAMAL বলেছেন: অাপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.