নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

ভা‌লোবাস‌তে হ‌লে

০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩

ভা‌লোবাস‌তে হ‌লে
অ‌নি‌কেত কামাল
পথের দূরত্ব মে‌পে গন্ত‌ব্যের ঠিকানা পাওয়া যায়
ভা‌লোবাসার ঠিকানা তো বন্ধু প‌থের দূর‌ত্বে নয়।
ম‌নের গভী‌রে ভা‌লোলাগা, ম‌নে হয়
হাজার বছ‌রের পথ পে‌রি‌য়ে অব‌শে‌ষে হৃদ‌য়ের ক‌রিড‌রে
ভা‌লোবাসা উঁকি মা‌রে, নতুন সৃজনী পৃ‌থিবীর বাগা‌নে ফে‌া‌টে‌ গোলাপ, নয়ত হঠাৎ দৃ‌ষ্টি বি‌নিময়, স্থির অপলক
অ‌ভিলাষ, অজা‌ন্তে হারায় মন, ভা‌লোবাসা অনুভ‌বের
দরজা খু‌লে, বসন্ত অা‌সে যেীব‌নে,
ফুলফু‌টে ফল হয়,
ভা‌লোবাসা পাঁপ‌ড়ি মে‌লে, বু‌কের সবুজ অর‌ন্যে
স্বপ্নীল অা‌লোর বর্নচ্ছটা, অা‌বে‌গের নি‌বিড় মায়ায়, ভা‌লোবাসা কথা ব‌লে। গ‌নি‌তের জ‌টিল ফ‌াংশন মি‌লে
যায় অনায়া‌সে, ভালোবাসার সরল অংক মি‌লেনা অবলীলায়, সকল নিয়ম নী‌তির উ‌র্ধ্বে ভা‌লোবাসা কথা ব‌লে, অাশাহত ভা‌লোবাসার র‌ক্তে ভেজা অা‌ঙ্গিনায় ,
অা‌মি ভীষন ক্লান্ত অ‌বিশ্রান্ত দীর্ঘ প‌থের প‌থিক,
পাওয়া না পাওয়ার অান‌ন্দে বির‌হে
‌ হে‌সে কেঁ‌দে জে‌নে‌ছি, ভা‌লোবাস‌তে হ‌লে সুন্দর মন, তন‌ুর
সুশীল গঠন,অর্থ‌বিত্ত , অা‌ভিজাত্য অার যোগ্যতার
মাপকা‌ঠি থাকা বাঞ্ছনীয়,
নয়ত ভা‌লোবাসা হ‌বে, লবনহীন
তরকারী
অথবা তরকারী হীন ভাত খাওয়ার মতন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩

মোস্তফা সোহেল বলেছেন: আপনার কবিতা পড়ে ভালবাসা নিয়ে আরেকবার ভাবতে হবে।

১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৪

ANIKAT KAMAL বলেছেন: ভা‌লোবাসা নি‌য়ে অামরন ভাব‌লেও শেষ হ‌বেনা যেমন অামার "জীবন ত‌ুমি কি" শিরনা‌মের ক‌বিতা

২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১

সরকার আলমগীর বলেছেন: ভালোবাসার অফুরোন্ত গাঁথামালার কবিতা
অনেক শুভেচ্ছা নিবেন--------

১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২

ANIKAT KAMAL বলেছেন: কি চমৎকার করেই না অাপনি উপস্থাপন করেছেন, অাপনাকে হাজারও ছালাম ধন্যবাদ ভালো থাকবেন

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২

ANIKAT KAMAL বলেছেন: ভাই ভা‌লোবাসার রুপ প‌রি‌ধি ব্যাপক বিস্তৃত। নতুন ক‌রে ভাবার কি অা‌ছে সব সম্পর্ক‌কে স্থায়‌ি কর‌তে হ‌লে প‌রি‌চিতির যোগ্যতা প্র‌য়োজন । ধন্যবাদ অাপনা‌কে ০১৮১৩৭৪২৫৭৩

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৫

ANIKAT KAMAL বলেছেন: অাপনা‌কেও অ‌নেক অ‌নেক ধন্যবাদ ভা‌লো থাক‌বেন অন্তত কাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.