নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

পরাজ‌য়ের দান

০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৬

অা‌শির্বা‌দের দু'‌ফোটা অশ্রু
অ‌নি‌কেত কামাল

‌ নিঃশব্দ সময় ব‌য়ে চ‌লে তার অাপন গ‌তি‌তে
অ‌রোধ্য মানু‌ষের মন
ব‌য়ে চ‌লে ই‌চ্ছের অনুক্ষণ।
কখ‌নো পাওয়ার অজস্র অান‌ন্দের ভী‌ড়ে
বি‌ভোর হয় মন,
কখ‌নো বা হারা‌নোর দুঃসহ ব্যথার শো‌কে
‌ সিক্ত হয় দু'নয়ন।
ক‌ঠিন সং‌যোমী অশ্রু শ্রাব‌নের অ‌ঝোর ধারার ম‌তো
ঝ‌রে পড়ে অামার বিস্তীর্ন জীব‌নের
অক্ষম অা‌ঙ্গিনায় ।
সাধনার প্রা‌প্তি‌কে ধ‌রে রাখার
‌ নিস্ফল অা‌বে‌গে ম্রিয়মাণ অা‌মি
অামার হৃদ‌য়ের বাগা‌নে স্বপ্নঝরা বৃ‌ক্ষেরা
জল চাই ,কাঁ‌দে।
অা‌মি একজন অসহায় স্বপ্ন বাহক
স্বপ্ন লালন ক‌রি একা‌ন্তে।
অা‌মি তো দায়কদ্ধ
‌ যেখা‌নে পে‌য়েছি অা‌লো বাতা‌সের ঠিকানা
‌ পে‌য়ে‌ছি এ‌গি‌য়ে চলার প্রেরনা,
‌ অ‌বি‌চ্ছেদ্য সম্প‌র্কের নি‌বিড় বন্ধন,
বি‌নিম‌য়ে কি দিব!?
অভা‌বের সংসার কাঁ‌দে অাশার চাঁদ দে‌খে,
অ‌মি যে এ‌খনো দুঃ‌খের নদী পে‌রো‌তে পা‌রিনী,
অনট‌নের ছিন্ন চাদর গা‌য়ে জ‌ড়ি‌য়ে
অা‌মি মর্যদার লড়াই ক‌রি,
ক‌ষ্টের নীল জামা প‌ড়ে
অনাগত সম্ভবনার দিন গু‌নি।
হতাশার কাফ‌নে অাবৃত্ত বীজ
কল্পনার ভূ‌মি‌তে বপন ক‌রি।
অ‌তি অাপন চির‌চেনা সেই দুঃ‌খের
সাথে ক‌রি সংগ্রাম।
‌ বেদনার গাঁথু‌নি‌তে নি‌র্মিত
অামার নিজস্ব পৃ‌থিবী‌তে ,
অামার সংগ্রামী জীব‌নের বৃ‌ক্ষে
য‌দিও না অাশার ফুল ফু‌টে ,
তবুও অা‌মি অা‌শির্বা‌দের দু'‌ফে‌াটা অশ্রু ক‌রে যাব দান
এই অামার প্রত্যয়ী ম‌নের দীপ্ত অ‌ঙ্গিকার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর লিখেছেন ।

এভাবে লিখতে থাকুন ভাই।
শুভ কামনা রইল।

২| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৫

ANIKAT KAMAL বলেছেন: জা‌নিনা ভাইয়া কত বছর অাগের লেখা হয়ত ১০/১২ বছর অা‌গের। ব্লগার ফ‌কি‌রের এতটুকুন জাইগা নেই যেখা‌নে অবা‌ন্ছিত লেখা রে‌খে দি‌বে কেননা নি‌জেরই এক ‌চি‌ল‌তে জায়গা নেই অাশ্র‌য়ের সেখা‌নে ...য‌দ্জিীব‌নের কোন অং‌শে এককনা শুভ কামনা থা‌কে সেখান থে‌কেই অাপনার জন্য মঙ্গল কামনা রইল । ভা‌লো থাক‌বেন অাজীবন....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.