নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ ভা‌লোবাসা

১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪২

ভা‌গ্যের প‌রিহাস
অ‌নি‌কেত কামাল

তু‌মি ছি‌লে , হয়ত এখ‌নো অাছ, ‌ঠিক অা‌গের মতই,
শুধু নেই , অামার বু‌কের কোমল বিশ্বা‌সের ভূ‌মি‌তে;
‌ তোমার দেওয়া প্র‌তিশ্রু‌তির র‌ঙিন দিন।
প‌রিবর্ত‌নের হাওয়ায় বদ‌লে যায় মানু‌ষের মন,
‌ যেমন বদ‌লে গেছ ত‌ু‌মি, ঊ‌নিশ‌টি বছর অা‌গে।
অা‌মি তো অামার স্নৃ‌তির অাকা‌শে তোমা‌কে খুঁ‌জি
‌ তোমা‌কে পাওয়ার জন্য রা‌তের পর রাত জে‌গে‌ছি
কল্পনার রঙ তু‌লি‌তে তোমা‌কে নির্মাণ ক‌রে‌ছি।
জীব‌নের পর‌তে পর‌তে স্ব‌প্নের হাতছা‌নি
স্ব‌র্গের অমৃত সুধা , অনুভ‌বের যাদুকরী অনূভূ‌তি,
অামার যে সবই ছিল ভুল, অা‌মি তো বুঝ‌তে পা‌রিনী
অামার দৃ‌ষ্টির অাড়া‌লে তু‌মি স্বপ্ন বাছাই কর
এখন তু‌মি অ‌ন্যের বাগা‌নে ফোটা
স্বার্থকতার গোলাপ,
অা‌মি যে অামার জগ‌তে
চির ব্যর্থতার ই‌তিহাস।
জীব‌নের রঙ বদলা‌তে প‌ারিনী ব‌লে
‌ অা‌মি তোমা‌কে হারালাম
এই অামার ব্যর্থতা নয়, ভা‌গ্যের প‌রিহাস।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০

ধ্রুবক আলো বলেছেন: সাফল্য এক সময় আসবেই, ভাগ্য ঘুরবে
লেখা ভালো লাগছে...

১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৪

ANIKAT KAMAL বলেছেন: ব্যথর্তা অা‌ছে ব‌লেই সফলতার এ‌তো কদর ভা‌লোলগার জন্য ভা‌লো থাক‌বেন

২| ১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৬

আসাদুজ্জামান সুমন বলেছেন: লেখায় ভাল লাগা রেখে গেলাম ।
দারুন

১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৮

ANIKAT KAMAL বলেছেন: ভা‌লো লাগা রে‌খে কোথায় পালা‌বেন!!! পৃ‌থিবীর সব সীমা‌ন্তে অামার ভা‌লোবাসার নিদ্রাহীন চোখ পাহারা দি‌বে ভা‌লোথাক‌বেন খুব ভা‌লে

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার

১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১

ANIKAT KAMAL বলেছেন: অাপ‌নি স‌ত্যই চমৎকার মানুষ তাই সব কিছুই অাপনার কা‌ছে চমৎকার লা‌গে ভা‌লো থাক‌বেন যতটুকু অাপনার প‌য়োজন ঠিক তটটুকু

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫১

খায়রুল আহসান বলেছেন: এখন তু‌মি অ‌ন্যের বাগা‌নে ফোটা
স্বার্থকতার গোলাপ,
অা‌মি যে অামার জগ‌তে
চির ব্যর্থতার ই‌তিহাস
- তাকে স্বার্থকতার গোলাপ হয়ে ফুটে থাকতে দিন, আর আপনি গা ঝাড়া দিয়ে উঠে অধ্যবসায়ী হোন। সাফল্য আপনার পিছু হাঁটবে, আর তিনি সূর্যমুখী হয়ে আপনার দিকে চেয়ে থাকবেন, হোক না অন্যের বাগানে। ফুল যে বাগানেই থাক, সে বাগানের শোভা বাড়ায়। তাই বাড়াক!

১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০

ANIKAT KAMAL বলেছেন: কি অপূর্ব দার্ষনিক মন্তব্য অাপনার সব লেখাই পর্যবেক্ষনের নিখুত মানদন্ডে
‌ বিশ্লেষণ করার ঐশরিক ক্ষমতা স্রষ্টা অাপনাকে দিয়েছেন ভালো থাকবেন অন্তত কাল!...

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
মানুষ তার ভাগ্যর কাছে বড় অসহায় !!! কিছু হারিয়ে গেলে তার কাহিনী শেষ হয়ে যায় না, স্মৃতিগুলো ফিরে আসে বারে বারে.....
কিন্তু মানুষ সময় সাথে আবার নতুন সর্ম্পক তৈরী করতে পারে । এ কারণে ভুলে যাওয়া বুদ্ধিমানের কাজ ।

ভালো থাকুন
শুভ কামনা রইল ভাই।

১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৮

ANIKAT KAMAL বলেছেন: অাপনা‌কে বি‌শেষ ভা‌বে ধন্যবাদ। অার একটু বল‌বেন কি লেখায় ছ‌বি সেট করব কিভা‌বে? অামার প্রায় লেখায় অাপনার মন্তব্য খুব ভা‌লো লা‌গে

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: নতুন ব্লগ লিখুন

প্রথমে কবিতা বা যা লিখেন না কেন লিখে ( উপরের লাল চিহৃ ওখানে ক্লিক করে ছবি যোগ করতে হবে) ছবি যোগ হয়ে গেলে । পোষ্টটি শেয়ার করতে পারেন ।
লেখার ব্লগে ছবির এরকম নমুনা দেখাবে । আপনার ইচ্ছানুযায়ী কাট করে তবা কপি এটাকে উপরে নিচে দিতে পারেন। তখন ছবি দেখা যাবে ।
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/kobir/kobir-1484379716-70a0f9f_xlarge.jpg

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.