নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

শ্রেষ্ঠ বিচার

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭

অামার ম‌তে, প্র‌য়োজ‌নে অাত্নহত্যাই শ্রেষ্ঠতম সিদ্ধান্ত হওয়া উ‌চিত !!! অাপনার?

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যারা আত্ম হত্যা করে, তারা যে কারণে আত্ম হত্যা করে, অত্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আত্মার বিলাপ সাধন করা উচিত।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

ANIKAT KAMAL বলেছেন: খ‌ুবই সুন্দর কথা ব‌লে‌ছেন অজস্র শুভ কামনা অাপনার জন্য

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২

নতুন নকিব বলেছেন:



@আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: "অন্যকেই হত্যা করতে পারি না, নিজেকে হত্যা করবো কিভাবে?"

-সত্যিই দারুন মজার কথা!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

ANIKAT KAMAL বলেছেন: অত্নহত্যা হত্যা‌কে -সত্যিই দারুন মজার কথা! ব‌লে উপহাস কর‌লেন না‌কি , বন্ধু ঘৃণাও তো একরকম প্রা‌প্তি ধন্যবাদ

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫

রাজীব হাসান শোলক বলেছেন: ছবিতে বুকের ভিতর একটা মেয়ের হেটে যাবার আরেকটি ছবি দেখা যাচ্ছে, তাই ধারনা করছি প্রেমের কারণে আত্মহত্যার প্রচারণা! একটু বেশিই সস্তা হয়ে গেলো, লম্বা সময়ের অনেক মায়ার বাঁধন আছে, প্রেমিকা তো মাত্র একটি বাঁধন, তাই দামি জীবন নিয়ে বড় কিছু চিন্তা করাই ভালো!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০১

ANIKAT KAMAL বলেছেন: জীব‌নের চরম পরাজয়কে স্বার্থকতা ও প্র‌তিবা‌দের শ্রেষ্ঠ উদাহরণ অাত্নহত্যা। জীবনটা‌কে জি‌রো টলা‌রেন‌সে উপনীত হ‌লেই অত্নহত্যা অ‌নিবার্য হয় শুভ কামনা ভা‌লো থাক‌বেন

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:

অামার ম‌তে, প্র‌য়োজ‌নে অাত্নহত্যাই শ্রেষ্ঠতম সিদ্ধান্ত হওয়া উ‌চিত !!! অাপনার?

লেজঁ কাটা শিয়ালের গল্পের মত গল্প হয়ে গেল না,ভাই । B-)
নিজেকে নিজেই কেন গলা টিপে মারবো, এমন সিদ্ধান্ত তো দুরের কথা, এমন চিন্তাও মনে আসেনা।

আশা করি, আপনার প্রয়োজন যত ভয়ানক বা কষ্টের হোক না কেন, এমন চিন্তা থেকে বের হয়ে আসবেন, কারণ আত্নহত্যা একটি ভয়ানক মানসিক রোগ ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১০

ANIKAT KAMAL বলেছেন: অামার কিছু কিছ শি‌রোনা‌মের ক‌বিতা পড়ার অনু‌রোধ থাকল তার পরও মানুষ যখন অত্নহত্যার সিদ্ধান্ত নেই হয়ত সেটা অ‌যৌ‌ক্তিক হ‌বে না। প্রাণঢাল অ‌ভিবাদন সামু ব্ল‌গের ব্লগার'রা এ‌তোই ভীরু যে মন্তব্য কর‌তে সাহস পায় না ধন্যবাদ অাপনা‌কে

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৬

বিলিয়ার রহমান বলেছেন: আত্মহত্যা প্রয়োজনে হোক আর অপ্রয়োজনে হোক কখনোই শ্রেষ্ঠ পন্থা হতে পারে না!!!!!!!!

লেট আস সে নো টু সুইসাইড!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৩

ANIKAT KAMAL বলেছেন: অা‌মিও একমত ব্লগ ভুব‌নের অন্যতম সেরা বন্ধু । কিন্তু .......

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৫

নতুন নকিব বলেছেন:



কামাল ভাই, দু:খিত! কথাটা বুঝাতে পারি নি বোধ হয়!

প্রথমত: কথা হল, আত্মহত্যা নিকৃষ্টতম এবং জঘন্যতম অপরাধ। এই সত্যটুকু আমাদের কারোরই বোধ করি, অস্বীকার করার কথা নয়।

প্রসঙ্গত: যেটাকে আমি 'মজার কথা' বলেছি তা হচ্ছে আশরাফুল ইসলাম ভাই এর মন্তব্য- "অন্যকেই হত্যা করতে পারি না, নিজেকে হত্যা করবো কিভাবে?"

-কথাটা একটু ভাবলে, কেমন যেন একটা প্রশ্ন এসে দেখা দেয়, 'যারা (বুঝে হোক কিংবা না বুঝে) আত্মহত্যা করেন তারা কি আসলে সবাই অন্যকে হত্যা করার দু:সাহস রাখেন?'

যাই হোক, আপনার পোস্টে দেয়া বক্তব্যের ব্যাপারে আমি সম্পূর্ন ভিন্ন মত পোষন করি। আত্মহত্যা কখনও সমাধান হতে পারে না। ধর্মীয় দিক থেকে বিবেচনা করলে এটি আরও ক্ষতিকর।

ভাল থাকবেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৭

ANIKAT KAMAL বলেছেন: জোর ক‌রে তো অার সত্য‌কে অস্বীকার করা যায় না ভাই। পর্যবেক্ষ‌নের বি‌শ্লেষণী মন্ত‌ব্যের জন্য অফুরন্ত শু‌ভেচ্ছা ভা‌লো থাক‌বেন অামার কিছু কিছু শি‌রোনা‌মের ক‌বিতার প‌রে অামা‌কে অাত্নহত্যার প‌থে এ‌গো‌তে হ‌চ্ছে। ভে‌বে‌ছিলাম অ‌নেক মন্ত‌ব্যের চুল‌চেরা বি‌শ্লেষ‌নে শেষ সিদ্ধা‌ন্তে উপনীত হ‌তে পারব। কিন্তু সামুর ব্লগার'রা এ‌তোই ভীতু যে মন্তব্য দি‌তেও সাহস পায় না

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৭

নতুন নকিব বলেছেন:



অনেক ধন্যবাদ প্রতি মন্তব্যে।

কামাল ভাই, আপনি তো ভাল লিখেন। সাহিত্য বোদ্ধা, বিদগ্ধ, বিচক্ষন, কলমওয়ালা যাদের নিবের খোঁচায় ঘূনে ধরা সমাজের ক্ষয়িষ্ণু পলেস্তরা খসে পড়ে অবলীলায়; বিশ্বাস করতে ইচ্ছে হয় হতাশা-নিজের কাছে হেরে যাওয়া তাদের মানায় না। আজীবন স্বাধীনতায় বিশ্বাসীরাইতো কলম সৈনিক হয়! দূরন্ত পৃথিবীর দশ দিক আমার জন্য উম্মুক্ত। চোখ যেদিকে যায়, মন যেদিকে ছোটে, আমিও ছুটে যাই তার পানে। আমার ভিতরে আমি চিরঞ্জীব!

ভাল থাকবেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫

ANIKAT KAMAL বলেছেন: ন‌কিব ভাই , অামা‌কে ভুল বুঝ‌বেন না। কষ্ট পে‌লে ক্ষমা কর‌বেন। সা‌থে থাকার জন্য ধন্যবাদ

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাই,

কষ্ট নিবেন না,,,,আমি আসলে বোঝাতে চেয়েছি যে নিজের কাছে নিজে হেরে যাবো কেন ? তাতে আমার যত কষ্ট হোক না কেন । জীবনে যত খারাপ সময় আসুন না কেন, তাতে অাত্নহত্যার প‌থ আমার, আপনার বা কোন মানষের জন্যই কাম্য নয় । #:-S

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪

ANIKAT KAMAL বলেছেন:
ভাই অাপ‌নি অামা‌কে ভুল বুঝ‌বেন না। ‌প্রোফাই‌লে অাপনার ছ‌বি প‌রিবর্তন হ‌য়ে‌ছে ব্লগ ভুব‌নে অাপনার ম‌তো কেউ সব সময় পা‌শে থেকে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রে‌নি। অাচ্ছা অনুসরন কর‌ছে এটা দেখব কিভা‌বে? সম্ভব হ‌লে ফোন দি‌য়েন অথবা নং দি‌য়েন

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫

রাতুল_শাহ বলেছেন: হতাশাগ্রস্থরা জীবন থেকে পালিয়ে যেতে আত্নহত্যার পথ বেছে নেয়। মনে হয় আত্নহত্যা করি, এটাই উত্তম পন্থা।

কিন্তু বাস্তবিকঅর্থে, এটা কাপুরুষতা।

আমার নিজেরই, আত্নহত্যা করতে ইচ্ছে করছিলো। কিন্তু রাস্তায় বের হয়ে সংগ্রামী মানুষের জীবন সংগ্রাম দেখে নিজের সুখকে ুউপলব্ধি করলাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৫

ANIKAT KAMAL বলেছেন: অ‌ভিজ্ঞতা অার পর্য‌বেক্ষ‌ণের নিখুত য‌ন্ত্রে যে মন্তব্য তু‌লে ধর‌লেন , অাত্নহত্যার ম‌ঞ্বে দাঁ‌ড়ি‌য়ে হ‌লেও একবার ভাব‌তে হ‌বে, শু‌ভেচ্ছা অফুরান

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৩

উম্মে সায়মা বলেছেন: বাকি সব যুক্তি তর্ক বাদ দিলেও একজন মুসলিম হিসেবে ভাবলে
আত্মহত্যা কখনো শ্রেষ্ঠ সিদ্ধান্ত হতে পারেনা বরং নিকৃষ্ট বলতে হয়।

আর অন্য সহব্লগারদের সাথে সহমত... হার কেন মানবেন?
প্রতিকূলতার সাথে লড়ে যাওয়াই তো জীবন।

ভালো থাকবেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

ANIKAT KAMAL বলেছেন: এমন মন্ত‌ব্যে অনুপ্রণীত হ‌য়ে অারও একবার বল‌তে ইচ্ছে কর‌ছে "ম‌রি‌তে চা‌হিনা অা‌মি সুন্দর ভুব‌নে মান‌বের মা‌ঝে অা‌মি বাঁ‌চিবা‌রে চাই" কিন্তু ব্লগ ভুব‌নের প্র‌তি‌ষ্ঠিত ব্লগার বন্ধু অামার , প্র‌য়োজন শব্দ‌টি বাদ প‌ড়ে যায়‌নি তো? য‌ুক্তিপূর্ণ সুন্দর মন্ত‌ব্যের জন্য অ‌ভিবাদন .

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

উম্মে সায়মা বলেছেন: প্র‌য়োজন শব্দ‌টি বাদ প‌ড়ে যায়‌নি তো?
অকারণে কেউ মরতে চায় ও না বোধহয়। সুতরাং শব্দটি আত্মহত্যার মধ্যেই আছে।

তবে প্র‌য়োজন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষের নিজের গড়া। মনে করলে আছে না করলে নেই।

প্রতিমন্তব্যে ধন্যবাদ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৫

ANIKAT KAMAL বলেছেন: এমন যু‌ক্তিপূর্ণ ‌মি‌ষ্টি মন্ত‌ব্যের মায়াবী পর‌শের রেশ মানুষ‌কে মৃত্যু‌র পৃ‌থিবী হ‌তে বাঁ‌চি‌য়ে রাখ‌তে সাহায্য কর‌লে ও স্রষ্ঠার অ‌ঘোম বিধান‌কে মে‌নে নি‌য়ে ...... কর‌তে হয়

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার মতে 'না'।
আমি কোনোমতেই আত্মহত্যার পক্ষে নই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:২৩

ANIKAT KAMAL বলেছেন: অাপনার সা‌থে একমত হ‌লেও জীবন না‌ট্যের ম‌ঞ্চে অামার প‌রি‌স্থি‌তি‌তে অাপনার অ‌ভিমত জান‌তে চাই?র্ ধন্যবাদ সাহসী মন্ত‌ব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.