নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

অাসুন না, কিছু বি‌শ্লেষণী শিক্ষা গ্রহণ ক‌রি

২৪ শে জুন, ২০১৮ রাত ৮:৪২

বন্ধু + বন্ধুত্ব এবং যুগলবন্দী + দাম্পত্য এর ম‌ধ্যে পার্থক্যঃ

১ * বন্ধু তা‌কেই ব‌লে যা‌র কথা ভাব‌লেই বু‌কের সবুজ জ‌মি‌নে সমস্ত নির্ভরতা ও বিশ্বস্ততার অনন্য দৃষ্টান্ত চো‌খের সাম‌নে প্র‌তি‌বিম্ব হ‌য়ে উ‌ঠে।

যুগলবন্দী তাকেই ব‌লে যা‌কে ম‌নে করলেই হৃদ‌য়ের সবুজ অা‌ঙ্গিনায় সমস্ত নির্ভরতা বিশ্বস্ততা ও ভা‌লোবাসার অনন্য দৃষ্টান্ত শারী‌রিক ও মান‌সিকভা‌বে চো‌খের সাম‌নে প্র‌তি‌বিম্ব হ‌য়ে উ‌ঠে।

২ * দু'‌টি ম‌নের চির সুন্দর সম্প‌র্কের স্বীকৃত বন্ধন‌কে বন্ধুত্ব ব‌লে।

দু‌'‌টি ম‌নের চির সুন্দর ও প‌বিত্র সম্প‌র্কের স্বীকৃত বন্ধন‌কে শারী‌রিক ও মান‌সিক উভয় দিক দি‌য়ে অনন্য মিলন‌কে দাম্পত্য ব‌লে।

৩ * বন্ধুত্বের সম্পর্ক হ‌য় দু'‌টি হৃদয় বা ম‌নের ভা‌লোলাগা ভা‌লোবাসার টা‌নে।

দাম্প‌ত্যের সম্পর্ক হয় দু'‌টি ম‌নের ও দে‌হের ভা‌লোলাগা ভা‌লোবাসার অাকর্ষ‌ণে।

৪ * বন্ধুত্ব মা‌নে সামা‌জিক বৈধ স্বীকৃত সম্পর্ক।

দাম্পত্য মা‌নে দৈ‌হিক মান‌সিক সামা‌জিক ও ধর্মীয় বৈধ স্বীকৃত সম্পর্ক।

৫ * বন্ধুত্ব‌কে বয়‌সের ফ্রে‌মে বাঁধা হয় না ম‌নের ফ্রে‌মে বাঁধা হয়।

দাম্পত্য‌কে শরী‌রের বয়‌সের ও ম‌নের ফে‌মে বাঁধা হয়।

৬ * বন্ধু ও বন্ধু‌ত্বের সীমা‌রেখা অসীম।

যুগলবন্দী ও দাম্পত্যের সীমা‌রেখা নির্ধা‌রিত।


৭ * ধর্মীয়ভা‌বে বন্ধু‌ত্বের সম্পর্ক ছে‌লে‌ ছে‌লে এবং মে‌য়ে মে‌য়ে হওয়া উ‌চিত।

ধর্মীয়ভা‌বে দাম্পত্য সম্পর্ক ছে‌লে মে‌য়ে হওয়া উ‌চিত।


৮ * বন্ধু‌ত্বের সম্প‌র্কে বন্ধুর সা‌থে বন্ধু সব‌কিছু শেয়ার করতে পারে শুধু মান‌সিক ভা‌বে।

দাম্পত্যের মধুর সম্প‌র্কে স্বামী স্ত্রী সব‌কিছু শেয়ার কর‌তে পারে শারী‌রিক ও মান‌সিক উভয় ভা‌বে।


৯ * বন্ধু শব্দ‌টি মুখ বুক অার নিশ্বাসের অনন্য মিশ্র‌ণে উচ্চা‌রিত মধুর শব্দ।

যুগলবন্দী শব্দ‌টি (মাখরা‌জের) কন্ঠনালীর শেষপ্রান্ত থে‌কে নরম ক‌রে উচ্চা‌রিত মি‌স্টি মধুর এক‌টি শব্দ।



***** বিশ্বা‌সের সিঁ‌ড়ি বে‌য়ে অামরা ভা‌লোবাসার অাকাশ ছুঁ‌য়ে দি‌তে পা‌রি।

***** অাপনার বিজ‌য়ের অানন্দ অ‌ন্যের হে‌রে যাওয়ার কান্নার উপহার ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৮ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: আজ থেকে পাঁচ বছর আগে আমি বলেছি বন্ধুর মায়রে বাপ।
এরপর আমি একা আছি। বেশ ভালো আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.