নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

অাপ‌নি না মান‌লেও স‌ত্যি

২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:২৮



মি‌লি‌য়ে দে‌খেন কি ম‌নে হয়, অাপনার!!!

১) যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে দুয়া‌রে
ঘোরে, আর
.....যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে দুয়া‌রে
ঘোরে।

২) ধনীরা মসজিদ, মন্দিরের ভিতর কৌশ‌লে অর্থ উপার্জন
করে । আর
.....গরীবরা মসজিদ, মন্দিরের বাইরে ভিক্ষা
করে।

৩) মৃত‌দের জন্য মোমবা‌তি জ্বা‌লি‌য়ে তা‌দের‌কে স্মরণ করা হয় ।
আর.....জী‌বিত‌দের জন্য জন্মদিন পালন করা হয় মোমবাতি
নিভিয়ে।

৪) মানুষকে বাঘ, সিংহের সাথে তুলনা করলে সে
খুশী হয়। অার

.....কাউ‌কে জাা‌নোয়ারের বাচ্চা বল‌লে সে রে‌গে যায়, না রাগ‌লেও ম‌নে ম‌নে কষ্ট পায়।

.
৫) বিশ বছর একটানা পড়া‌লেখা কর‌লেও পড়ালেখায়
মানুষের নেশা হয় না। অার

...‌বিশ‌দিন ধূমপান কিংবা
বাজে নেশা করলে তাতেই মানুষের নেশা হয়ে যায়।

৬) বর যাত্রায় মানুষ যায় আগে আর বর যায়
পেছনে। আর
......শব যাত্রায় লাশ যায় আগে আর মানুষ
যায় পেছনে।

৭) তিক্ত কথা, তিতা জিনিস মানুষের পছন্দ
না।
.......এমনকি তিতা জিনিসকে পোকাও পছন্দ
করে না।

৮) ভোরে ওঠা খুবই ভালো সেটা মানুষ
করতেই চায় না।
......রাতজাগা খুবই খারাপ, সেটাই মানুষ
করে।

৯) অবৈধ পথের ধনী মানুষ সমাজে
সম্মানীত।
.......বৈধ পথের গরীব মানুষ সমাজে
অবহেলিত।

১০) সত্য কথা ও উচিত কথা চিরকাল তিতা ও অ‌প্রিয় লা‌গে।
অার
...‌মিথ্যা কথা ও কপটটা চিরকাল অাকর্ষণীয় ম‌নে হয়।

১১) ভা‌লোর প্র‌তি মানু‌ষের বিমুখতা বা অনীহা ‌ বে‌শি
...‌কিন্তু নি‌ষিদ্ধ সব কিছুর প্র‌তি মানু‌ষের তীব্র অাকর্ষণ।

১২) ধর্মপরায়নী হিজাবী মে‌য়ে‌কে বি‌য়ে কর‌তে চায় সবাই
...‌কিন্তু অাপ‌ত্তিকর পোশাক প‌রি‌হিতা মে‌য়েকে কা‌ছে পেত‌ে চাই কিন্তু বি‌য়ে ক‌রে বউ বানা‌তে চাই না।

১৩) জবান ও ইজ্জ‌তের স‌ঠিক ব্যবহারে জান্না‌তের গ্যারা‌ন্টি র‌য়ে‌ছে।
অার

.. জবান ও ইজ্জ‌তের অাধু‌নিক ব্যবহার পৃ‌থিবী‌তে জাহান্না‌মের সা‌র্টি‌ফি‌কেট অর্জন কর‌ছে।

১৪) নারীরা পোশাক প‌রিধান ক‌রে নি‌জের সৌন্দর্য্য দেখা‌নোর জন্য। অার
ছে‌লের পোশাক প‌রিধান ক‌রে নারী‌দের শিক্ষা দেওয়ার জন্য।

p১৫) ইজ্জ‌তের কলঙ্ক নারী‌দের উপর বর্তায় । অার

ইজ্জ‌তের কল‌ঙ্কে পুরুষ গর্ব‌বোধ ক‌রে।

১৬) নারীর চো‌খের পা‌নি বা কান্না ৯৯.৯৯% ছলনাময়ী অ‌ভি‌নেত্রীর ভূ‌মিকা পালন ক‌রে। অার

অার পুরু‌ষের চো‌খের পা‌নি বা কান্না ৯৯% স‌ত্যি বা বাস্তব।

১৭) নারীর ‌ অ‌ধিকা‌রের জন্য বিশ্বব্যাপী অা‌ন্দোলন করা হয়। নারীর জন্য অাইনী সহায়তায় সরকারী বেসরকারী সব‌কিছু র‌য়ে‌ছে । অার
পুরু‌ষের ক‌স্টের কথা বলার ম‌তো জায়গাও নেই।

১৮) বউ প্রে‌মিকার কথায় মা‌য়ের স্থান হয় বৃদ্ধাশ্রম বা রাস্তায়। অার

মা‌য়ের কথায় কোন পুত্র বধু‌কে ডি‌র্ভো‌সের সা‌টি‌ফি‌কেট পে‌তে হয় না।

১৯) কেউ মদ গাঁজা বি‌ক্রি ক‌রে দুধ কলা কি‌নে। অার

কেউ দুধ কলা বি‌ক্রি ক‌রে মদ গাঁজা কি‌নে।

২০) কেউ প্রেম ভা‌লোবাসার জন্য জীবন দেই । অার
‌ কেউ প্রেম ভা‌লোবাসার জন্য প্রতারণার ই‌তিহাস ক‌রে।

২১) কেউ জীবন রক্ষার জন্য খাবার পায় না। অার
‌ কেউ খাবার খে‌তে না পে‌রে ফে‌লে দেবার জায়গা পায় না।

২২) অাপনার দামী মোবইল সেট দামী জুতা সুন্দর চেহারা না থাকা‌তে অাপনার কত অ‌ভিমান অ‌ভি‌যোগ। অার
ভাগ্য‌দো‌ষে কা‌রো হাত নেই পা নেই ঘুমানোর জায়গাটুকুও নেই, সেও কিন্তু অাপনার কে সুখী।

২৩) বিবাহ সম্পর্ক তৈ‌রির জন্য ছে‌লে মে‌য়ে উভ‌য়ের পর‌হেজগার ও দ্বীনদার হওয়া প্র‌য়োজন । কিন্তু
বাস্ত‌বিক পক্ষে ‌বি‌য়ের ক্ষে‌ত্রে সামা‌জিক স্ট্যাটাস চেহারা ও যোগ্যতার মুল্যায়ন করা হয়।


২৪) ভা‌লো থাকার জন্য অামরা সব সময় অ‌ন্যের সা‌থে তুলনা ক‌রি ।
কিন্তু ভা‌লো থাক‌তে হ‌লে উপ‌রের‌ দি‌কে না তকি‌য়ে অ‌ন্যের সা‌থে তুলনা না ক‌রে নি‌চের দি‌কে তা‌কি‌য়ে প‌জে‌টিভ হওয়ার চেষ্টা ক‌রেন।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৮

সিগন্যাস বলেছেন: আপনি মনের দু:খে অনেক কিছু বলেছেন।এবার থামেন।উপরের সবগুলো পয়েন্টেই সমস্যা আছে

২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৪

ANIKAT KAMAL বলেছেন: ম‌ন্ত‌ব্যে ভীষণ খু‌শি কিন্তু অাপ‌নি কোন নী‌তি‌তে চ‌লেন স‌ন্দেহ র‌য়ে গে‌লো

২| ২৯ শে জুন, ২০১৮ সকাল ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কিছু বাস্তব। কিছু বোধ হয় নয়।
সত্য কথা তিতাও ভালো। মিথ্যে প্রশংসা খুব খারাপ।

২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৭

ANIKAT KAMAL বলেছেন:
মন্ত‌ব্যে খু‌শি , কোরঅানের কথা নয় বা প্র‌তি‌ষ্ঠিত স‌ত্যের উপর বিজ্ঞা‌নের কথা নয় বে‌শির ভাগ হ‌লে ই সেটা ম‌নে কর‌তে হ‌বে

৩| ২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: ভাল বলেছেন, যদিও এগুলো আগেও পড়েছি।

২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৯

ANIKAT KAMAL বলেছেন:
অ‌নেক অ‌নেক দিন প‌রে হ‌লে স্যার অাপনা‌কে অামার ব্ল‌গে পে‌য়ে গ‌র্বে বুকটা ভ‌রে গে‌লো

৪| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৭

ফেনা বলেছেন: সবগুলি কথা ১০০% ঠিক।

পোষ্ট ভাল লাগল।

২৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৯

ANIKAT KAMAL বলেছেন: ১০০ ভাগ প্রাণ ঢালা অ‌ভিনন্দন অাপনা‌কে

৫| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:০০

শৈবাল আহম্মেদ বলেছেন: ধন্যবাদ, আপনি যেগুলো বলেছেন এসবতো বাঙ্গালী মনুষদের মত পিছিয়ে পড়া কিছু আবাল জাতির কথা। এগুলো দিয়ে কি আপনি সারা পৃথিবী বা উন্নত রাষ্টের সাথে মেলাতে পারবেন! এসব গোড়ামী ভরা কিছু মানুষদের কথা-যাদের চিন্তা চেতনায় আদিম যুগের গিরা পড়ে আছে এবং সেসব গিরা খোলার মত মনমানসিকা ও যুক্তি তারা হারিয়ে ফেলেছে।
আপনার ৩ নং কথাটাই বাঙ্গালী এবং উন্নত মানুষদের সাথে কিছুটা মিল আছে। (আমাদের বাঙ্গালীদের একটা বড় সমস্যা হল-আমরা কথায় কথায় 'মানুষ' ওমুক মানুষ তমুক-বলে থাকি-কিন্তু আসলে বলতে হবে বাঙ্গালী ওমুক-তমুক।

২৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৮

ANIKAT KAMAL বলেছেন:
ধন্যবাদ অাপনা‌কে , অাপ‌নি হয়ত বোকার অার ধোকার ,অন্ধকার অার গুড়া‌মির ম‌ধ্যে থা‌কেন বি‌বেক কে বদলা‌তে চেষ্ট ক‌রেন U r change , everything is change.

৬| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: পড়লাম।

২৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:২২

ANIKAT KAMAL বলেছেন:
অ‌নেক অ‌নেক ধন্যবাদ বন্ধু সব সময় পা‌শে থাকার জন্য

৭| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:৫৩

রাকু হাসান বলেছেন: বাস্তবতা...! সুচিন্তনীয় পোস্ট .....অধিকাংশের সাথে মিলবে ..লাইক তো দিতেই হয় :-B

বাস্তবতা...! সুচিন্তনীয় পোস্ট .....অধিকাংশের সাথে মিলবে ..লাইক তো দিতেই হয় :-B
নিচের কার্ডটি খুলে দেখুন তো ... 8-|

২৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩০

ANIKAT KAMAL বলেছেন: অফুরান শু‌ভেচ্ছা

৮| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কিছু সত্যতা তো আছেই। ধন্যবাদ ভাই অনিকেত কামাল।

৩০ শে জুন, ২০১৮ রাত ১২:১৮

ANIKAT KAMAL বলেছেন: দোস্ত প্রাণ খোলা অ‌ভিবাদন গ্রহন করুণ

৯| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০০

শৈবাল আহম্মেদ বলেছেন: তার অর্থ আপনি কি বলতে চাচ্ছেন আমি গোড়ামীর ভেতর থেকে বের হয়ে-দুধ বেচে মদ খাব এবং রাত জেগে বেলা ১০ টা্য় উঠব! বাহ ভাল তো আপনার উন্নত চেন্জ বাঙ্গালী লাইফ। বাঙ্গালীদের মধ্যে এখনও কিছু মানুষ আছে যাদের সাথে আপনার যোগাযোগ হওয়া দরকার,তাহলে আলোর মধ্যে লাফিয়ে পড়ে আহত হওয়ার মত ঘোর অন্ধকার আপনারও কেটে যাবে। ধন্যবাদ আপনাকেও।

৩০ শে জুন, ২০১৮ রাত ১২:২১

ANIKAT KAMAL বলেছেন: দোস্ত প্রাণ খোলা অ‌ভিবাদন গ্রহন করুণ

১০| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১১

লাবণ্য ২ বলেছেন: সুন্দর পোস্ট।

৩০ শে জুন, ২০১৮ রাত ১২:২২

ANIKAT KAMAL বলেছেন:
সুন্দর ম‌নের ভাবনা স‌ন্দুর হয় বন্ধু শুভ কামনা অাপনার জন্য

১১| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:২৪

শৈবাল আহম্মেদ বলেছেন: অন্য কোন ছবি না খুজে-মেয়েলোকের ছবি দিয়ে যারা এর্ডভ্যাটাইজ করে-মগজধোলায় ও ভন্ডামির চিহ্ন্ সুস্পষ্টভাবে ফুটে ওঠে তাদের ভেতর এবং তারা ৯৯% মেন্টালীতে ভূগছে এই বাংলাদেশে। অথচ তারা জানেনা। তারা স্বাভাবিক আছে বাংলার পরিস্থিতির কারনে।
ধন্যবাদ,আঙ্কেল-বন্ধু, আপনার পোষ্টগুলো বাংলাদেশের 'স্বপ্নে ওষুধ পাওয়া' মানুষগুলোর সাথে খুব মিলে গেছে।

০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:০৭

ANIKAT KAMAL বলেছেন: নি‌জে‌কে বি‌শ্লেষ‌ণের ক্ষমতা অর্জন করুন। বি‌বে‌কের অাদাল‌তে দাঁড়া‌তে শিখুন । চেষ্টা করুণ প‌রিবর্ত‌নে নি‌জে‌কে সবার ম‌তো কর‌তে শিখুন। ভা‌লো খাকুন ভা‌লোর মা‌ঝে মন্দ‌কে প‌রিহার ক‌রে। স্রষ্টার বিশ্বাস ক‌রেন তো!!!

১২| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১১:২৫

শৈবাল আহম্মেদ বলেছেন: ধন্যবাদ, গোলাপের মাঝে যে কাটা থাকে সেকথা আসলে আমি ভূলেই গিয়েছিলাম।

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২২

ANIKAT KAMAL বলেছেন: ভু‌লে যাওয়াটাই স্বাভা‌বিক ম‌নে রাখাটাই ক‌ঠিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.