| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরজু পনি
https://www.facebook.com/arjunasrinpony.author
![]()
বিবেকের সামনে দাঁড়াও !
বাইরে ঝুম বৃষ্টি !
দু'হাত ছড়িয়ে বৃষ্টি বিলাসের
আনন্দটাকে গলা টিপে ধরতে হলো ।
তোমার পুরুষতান্ত্রিক রক্ত চোখের কথা ভেবে !
তোমাদের কামাতুর তৃষ্ণা ভরা চোখের ভয়ে !
ওই যে মেরুন রংয়ের
সালোয়ার-কামিজ পরা মেয়েটা
তার শিশুটিকে বর্ষাতি পরিয়ে...
নিজে ভিজে ভিজে পথ চলছে !
আশপাশ থেকে
তোমাদের চোখগুলো যেন
ওর বৃষ্টিভেজা পোষাক
ভেদ করে
শরীরটাকেই দেখছে !
এই যাহ !
রন'র বোনটা !
এতো বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছে !?
একটু আগেই তো রনকে দেখলাম
বাচ্চাটার ছবি তোলার ছলে
সেই ভেজা শরীরের
মায়ের ফটোটাই তুলতে !
হারিয়ে যাওয়া কেউ !
এনালগ :
উৎসব মুখর সেই দিনে,
হঠাৎ করেই তোমাকে দেখলাম !
এতো জোরে ডাকলাম, শুনতে পাও নি ! ?
দ্বিতীয়বার ডাকতে বড্ড সংকোচ হচ্ছিল !
তাই আর ডাকা হয় নি ।
তোমার ঠিকানায় একটা চিঠি লিখেছিলাম ।
ডাকপিয়ন পৌঁছায়নি সম্ভবত ।
অথবা বাসার লেটার বক্সটি অনেকদিন ছুঁয়ে দেখো না!
ডিজিটাল :
ঈদের দিন ,
তোমার নাম্বারটা এতোদিন পর খোলা পেলাম
সংকোচ, অসংকোচে ফোন করেই ফেললাম...
মিস হয়ে যাওয়া কলটি বুঝি তোমার চোখ এড়িয়ে গেছে !
কলব্যাক করলে না যে !
মেইল যদি চেকই না করো
তবে আমায় মেইল এড্রেস দিয়েছিলে কেন বলতো ?!
তোমার মেইলে একটা লেখা পাঠিয়েছি ।
পাওনি বুঝি ?
অথবা মেইল অনেকদিন চেকই করো না !
ছবি : wallpapersfly.com
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩
আরজু পনি বলেছেন:
কী ? !
২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২
ইমরাজ কবির মুন বলেছেন:
বিবেকের সামনে দাঁড়াও ! - অসাম
হারিয়ে যাওয়া কেউ ! - চমৎকার লাগলো, আনকমন হৈসে ||
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৫
আরজু পনি বলেছেন:
দুই বছর এক মাস ব্লগিং-এ প্রথম কবিতা লেখা প্রকাশের ভয়াবহ রকমের সাহস দেখালাম
উফফ, ভয় পাচ্ছিলাম... সাহস দেবার জন্যে অনেক ধন্যবাদ জানাই ।
৩|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১
মাসুম আহমদ ১৪ বলেছেন: এনালগ ও ডিজিটালের শেষ অংশ অনেক সুন্দর!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৩
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ মাসুম
৪|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: nice
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪
আরজু পনি বলেছেন:
সাহস দেবার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ সুজন
৫|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫
জাবের তুহিন বলেছেন: প্রথম কবিতায় তো ফাটিয়ে দিয়েছেন ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৯
আরজু পনি বলেছেন:
প্রথম কবিতাটা ভার্চুয়াল রনদের উদ্দেশ্যে ![]()
আহ্ সাহস পেলাম
৬|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৮
হায়দার সুমন বলেছেন: কপ্তে কিন্তু ভালো হইছে ..................................
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০
আরজু পনি বলেছেন:
হাহা
সাহস দেবার জন্যে অনেক ধন্যবাদ জানাই
৭|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৯
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ভালো লাগছে
কবিতা আরও চলুক
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৩
আরজু পনি বলেছেন:
কতো ইচ্ছে করে কবিতা লিখতে কিন্তু আমার তো কবিতার ভাব আসে না ![]()
এগুলোকে যে কবিতা বলে মেনে নিলেন তাতে কৃতজ্ঞতা জানাই ।
৮|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো।
পেলাসের বোমাত কাজ করে না
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
আরজু পনি বলেছেন:
উররে ! কবি বলিয়াছেন ভালো লাগলো
পেলাস দিতে চাইলে ইউআরএল-এ www এর বদলে m বসিয়ে দিলেই পেলাস দেয়া যায় ![]()
৯|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: আপু বেশ লিখেছ , আরও ভাল হবে
শুভ লগ্ন , ভাল থাকা চাই
ধন্যবাদ জানাই
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
আরজু পনি বলেছেন:
কবি পরিবেশ বন্ধু, অনেক ধন্যবাদ জানাই
১০|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০
মামুন রশিদ বলেছেন: প্রথম কবিতার মোরাল বুঝতে পেরে মাথা ঘুরে গেছে..
একটু আগেই তো রনকে দেখলাম
বাচ্চাটার ছবি তোলার ছলে
সেই ভেজা শরীরের
মায়ের ফটোটাই তুলতে !
অথচ রন'র বোনকেও এমনিভাবে বৃষ্টিতে ভিজতে হয়!!
এই যাহ !
রন'র বোনটা !
এতো বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছে !?
রন যদি বুঝত এই একই কাজ তার বোনের সাথেও হতে পারে, তাহলে বিবেক তাকে বাঁধা দিত এই বিকৃত উন্মাদনা থেকে ।
প্রথম কবিতা পাঠে পুরো ফিদা...
অনেক অনেক ভাললাগা আপু ।
+++++++++++++++++
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
আরজু পনি বলেছেন:
ভার্চুয়াল, বাস্তবের রনদের হয়তো মা/বোন নেই
এতো দারুণ করে মন্তব্য করলেন যে মুগ্ধ হয়ে গেলাম মামুন ।
অনেক কৃতজ্ঞতা জানবেন ।।
১১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এতো কষ্ট করনের কাম নাই। যেদিন আপনা আপনি হবে সেদিন পেলাস দিমু।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
পেলাস দিতে না পারলে নাই... সামহোয়্যারে আপনি একজন সুপরিচিত কবি হয়ে যে, এলেন... উৎসাহ দিলেন...তাই তো অনেক ।
শুভকামনা রইল কবি ।।
১২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০
রাইসুল নয়ন বলেছেন:
সত্যি কথা কইতে মনে লয়না আপু!
মানুষ অতি বিবেকের চাপে মনে করে পাম দেয় ![]()
আসলেই দারুণ লিখেছেন,যদিও আমি কবিতা তেমন বুঝিনা।
তিনটা কবিতার মূল(আমি যতটুকু বুঝতে পেরেছি)অসাধারণ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
আরজু পনি বলেছেন:
![]()
আমি নিজেও কবিতা লেখার নিয়ম কিছুই জানি না ।
দুই বছর একমাস ব্লগিং-এ এই প্রথম কবিতা প্রকাশের সাহস করলাম ।
আর এই সব লেখা আদৌ কবিতা কি না তাও বিবেচনার বিষয় ।
তবে আপনাদের মতো দারুণ কবিতা লিখিয়েদের এমন মন্তব্যে সত্যিই অনুপ্রেরণা পাচ্ছি, নয়ন
১৩|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯
মাহমুদ০০৭ বলেছেন: কথা হইতাছে স্বয়ং বিবেকই ঐশ্বরিয়ার সামনে দাড়াইছিল ,
হায় ঐশ্বরিয়া ! ফিরেও তাকায়নি ! ( চিন্তা করেন , আমরা যাই বিবেকার কাছে আর বিবেক যায় ঐশ্বরিয়ার কাছে ! )
হের পর থেইকা বিবেক দেখলেই কাজ জাফ মনে হয়
![]()
প্রথম টাই ভাবে - আঙ্গিকে সবচেয়ে ভাল হইছে ।
২ য় টা র লাইন আরো ধারালো হইলে ভাল হইত । ( পাঠক মন কাইটা ফানা ফানা কইরা দেওন যাইত ) ![]()
যাউজ্ঞা , ভালা কুথার দাম নাই , এলা যাই !
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
ধারালো কেমন করে করে তাইতো জানি না !
আহারে পাঠক মন কেমন করে ফানা ফানা হবে ? যদি জানতাম
অনেক ধন্যবাদ মাহমুদ
১৪|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১
সানড্যান্স বলেছেন: প্রথম কবিতায় ফেমিনিজম প্রকট!!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০
আরজু পনি বলেছেন:
কোন মতবাদ মাথায় রেখে লিখিনি ।
যা হয়/হচ্ছে তাই ভাবনায় চলে এলো ।
পাঠে অনেক ধন্যবাদ সানড্যান্স
১৫|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হারিয়ে যাওয়া কেউ ! ভালো লাগলো। সুন্দর চিন্তা। অনেক দিন আগে আমি এমনতর একটা কবিতা লিখেছিলাম। স্থির চিত্র - অস্থির চিত্র। কোথায় আছে কে জানে? এনালগ আর ডিজিটাল দেখে সেই কবিতাটার কথা মনে পড়ে গেল। এখন না এইটা আর ঈদ না, যেন সব সময়ের জন্যই এরকম। পেছন থেকে ডাকাই হয়না। যেন কল করলেই তো হয়। চিঠি? ওইটা আবার কি? মেইল করলেই তো হয়। কেউ যখন মেইল এর উত্তর না দেয় বা মেসেজের উত্তর না দেয়, খুব খারাপ লাগে। মনে হয় যেন আমাকেই অস্বীকার করতে চাইছে। তাই কাউকে মেইল করতেও এমন সংকোচ হয়।
আগে কারো জন্য হয়তো রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতো কেউ, এখন করে ফেইসবুকে। ফেইসবুকে লগইন হলেই বোঝা গেল যেন দেখা হলো। অথবা স্কাইপিতে কথা হলেই হলো। কোথায় যে ফাঁক রয়ে যাচ্ছে, দূর খুব দূর।
প্রথম কবিতাটাও ভালো হয়েছে। তবে দুইটা লাইন খুব কষ্ট দিয়েছে। তাই আর না বলি।
ভালো থাকবেন। সব সময়।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
আরজু পনি বলেছেন:
নিজের ভাবনাগুলোকে কবিতায় সাজাতে ইচ্ছে করে ...কিন্তু আমিতো কবিতার মতো করে সাজাতে পারি না ।
আর আজকালতো ভাবের আদান প্রদান ডিজিটালিই হয় ।
চিঠি দিও প্রতিদিন এই ধরণের দারুণ গানগুলো একসময় হয়তো যাদুঘরেই চলে যাবে !
কোন লাইনগুলো ? আচ্ছা নিজের মতো করে ধারণা করে নিলাম ।
অনেক ধন্যবাদ সজীব ।।
১৬|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৩
রেজওয়ান তানিম বলেছেন: ভালই লাগল। প্রথম কবিতা প্রথম প্রেমের মত। তাই উহাকে নিশ্চয় বুকের মইধ্যে রাখবেন।
তবে আপনার ব্লগ বিষয়ে আমার একটা অভিযোগ। বলতে পারেন সমালোচনাই করলাম। আপনে বড্ড বেশি এক ধারার চিন্তা করেন। আইমিন আপনার সব লেখারই এক ধরণের উদ্দেশ্য থাকে মেসেজ দেওয়া। যেমন এই কবিতাটাও ধর্ষণ বা নারী নির্যাতন বিষয়কে ইঙ্গিত করে।
ভিন্ন কিছু লেখেন না। নারীরা কি সমাজে খালি নির্যাতিতই হয় নাকি ?
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫০
আরজু পনি বলেছেন:
হাহাহাহাহা
দারুণ বলছেন তো ...প্রথম প্রেমের মতো !
আমার আসলেই মনে হয় সমস্যা আছে...যাই লিখি তাতেই মেসেজ বা কিছু দেয়ার চেষ্টা অবচেতনভাবেই থাকে ।
আলোকিত নারীদের কথা আশা করি সামনে কখনো আনবো
আর সত্যিই বলছি, আপনাকে আমার ব্লগে পেয়ে অনেক ভালো লাগছে তানিম
অনেক শুভকামনা জানবেন ।।
১৭|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতা সাবলীল, পরিষ্কার।
ভালো লাগা।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৩
আরজু পনি বলেছেন:
অনুপ্রেরণাদায়ী মন্তব্যে অনেক ভালো লাগা ।
ধন্যবাদ জানবেন প্রোফেসর
১৮|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: ঈশ্বর কেন এ চোখে এত কাম দিলেন!
তোমাকে দেখলেই অপলক চেয়ে থাকি।
যখন তুমি বৃষ্টিতে ভেজ মনে হয় বৃষ্টি ভেজা গোলাপ
আমার দেখার কি দোষ বল?
তোমাকে দেখি
আর দেখি তোমার রূপ।
একটা যৌবতীকন্যা দেখার আধিকার আমার আছে।
শুধু একটা রূপসীভারী মেয়ের সঙ্গে বৃষ্টিতে ভিজার খুব সাধ জাগে।
যদি না দেখি তোমাকে !
তোমার ঐ আগুন ভরা রূপের কি দাম আছে?
আর আমার এই তৃষ্ণার্ত চোখ
পিপাসায় মরে যাবে নাকি?
তাই তোমাকে ওভাবে দেখতেই থাকি।
তুমি বৃষ্টিতে ভিজলে একটু বেশীই দেখি।
একবার ফেস বুকে কি যেন জরিপ হলো। কে সেরা কবিতা। আমি আরজু পনির নাম এড করেছিলাম। আজ প্রমাণ হলো আরজুপনি একজন কবি। আর সেীলম আনোয়ার চিনেছে তার মধ্যে কবি বাস করে। সুপ্রিয় আরজুপনি স্যালুট ইওর পয়েম। আপনার অসাধারণ কবিতাগুলো পড়ে। এই কবিতা লিখেছি।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
আরজু পনি বলেছেন:
যতক্ষণ মনের পাপ বাইরে প্রকাশিত না হচ্ছে ততক্ষণ কারো ক্ষতি হচ্ছে না ...
বাহ্ বেশতো কবিতা লিখে ফেলেছেন !
আপনাকে লুল কবি বলে আখ্যায়িত করা যায় বেশ !
ফেসবুকে আপনিতো আমার নাম ফান করে দিয়েছিলেন, তবে মজা পেয়েছিলাম বেশ ।
আর দুই বছরের বেশি সময় পার করে একখানা কবিতার প্রকাশনা, কাজেই বুঝতেই পাচ্ছেন ![]()
আরজু পনি কবির পরিচয়ে পরিচিত হতে আগ্রহী নয় কারণ কবিতায় নিয়মিত হওয়ার মতো যোগ্যতাই নেই যে !
পাঠে অনেক ধন্যবাদ রইল সেলিম ।।
১৯|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২
এহসান সাবির বলেছেন: দারুন...
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ রইল সাবির
২০|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়তে নিলাম । আমার প্রিয় কবির ১ম কবিতা।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩
আরজু পনি বলেছেন:
মুল কন্টেন্টে আমার কবিতার সাথে কমেন্টে আপনার কবিতাও আপনার শোকেসে গেল
এভাবে প্রথম কবিতাকে সম্মাণিত করায়
কৃতজ্ঞতা জানাই ।।
২১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬
অর্ধ বলেছেন: তোমার ঠিকানায় একটা চিঠি লিখেছিলাম!
এই কথাটায় কেমন যেন একটা বিষণ্ণতা মিশে আছে, থাকে! ঠিক বুঝাইতে পারুম না, তয় নিজে বুঝতে আছি! :-<
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৮
আরজু পনি বলেছেন:
সেতো অতীতের পানে না চাহিয়া
ভুলেছে অতীতেরে...
আমি কেমনে ভুলি,
অতীতের স্মৃতি বিরহী ব্যাথায়
লোনা জলে হাহাকারে !
২২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু আপনি এবার দেখছি কবিদের ছুটি না করিয়ে ছাড়বেন না
দারুন লিখেছেন
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
আরজু পনি বলেছেন:
হাহাহাহাহাহা
এভাবে বললেতো শরমিন্দা হই ।
অনুপ্রেরণায় কৃতজ্ঞতা জানবেন কান্ডারী
২৩|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
আহমেদ জী এস বলেছেন: আরজুপনি,
আপনাকে আমি ব্লগের পাতাতে বেশীর ভাগ সময়ই দেখে উঠতে পারিনে । অপারগতাটি আমারই ।
এখানে ছবিটি আর শিরোনাম দেখে আসতে ইচ্ছে হলো । আপনাকে সমাজ সচেতনতা নিয়ে লিখতে দেখেছি বেশ । বেশ কাজের ও আপনি, এমোন কথা বলেছিও আমার কোনও এক পোষ্টে । কবিতাও যে লেখেন তা জানলুম এখানে এসে । আর এটাই যে আপনার প্রথম , তাতে যেন পাঠক হিসেবে অভিষেক হয়ে গেলো আমার ।
মন্তব্যের ঘরে অনেক সুন্দর মন্তব্য দেখলাম । প্রথম স্তবকটি সম্পর্কে সবাই বলেছেন । তাই ওদিকে যাচ্ছিনে । প্রথম কবিতার রসে মজেছেন সব পাঠক । কিন্তু রসের ভিয়েন দেন নি কেউ ই ।
অপরাধ না নিলে খানিকটা রসের ভিয়েন দিয়ে যেতে যাই । প্রথম কবিতা উপলক্ষ্যে রসের মিষ্টি মুখ হ্ওয়া তো চাই, না কি ? ।
শেষের দু'টোর কথা বলি -
কেউ একজনকে যেন হারিয়ে খুঁজছেন ।
খবরের কাগজে একখানা বিজ্ঞাপন দিলে হয়না - " একে ধরিয়ে দিন " ?
[ ডাক দিলে শুনবেনা, চিঠি লিখলে খুলবেনা , মেইল করবো তাকিয়েও দেখবেনা , এতো জ্বালা তো প্রানে সয়না......আআআআআআআআআআ ..]
ভালো থাকুন আর কবিতা লিখতে থাকুন ।
শুভেচ্ছান্তে ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪
আরজু পনি বলেছেন:
আমিতো ভয়ে ভয়ে আপনার মন্তব্য পাঠ করে নিচের দিকে নামছি...
হাহাহাহা...শেষেতো দারুণ চমক দিলেন !
এতো দারুণ, মজা করে মন্তব্য খুব কমই দেখেছি ।
অসাধারণ !
আপনিও অনেক শুভেচ্ছা জানবেন ।।
২৪|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪
গোর্কি বলেছেন:
-এনালগ এবং ডিজিটাল পর্ব দুটিতে সেকাল-একালের মিল ও অমিল সুন্দরভাবে তুলে ধরেছেন।
-সব মিলিয়ে পাঠে ভালো লাগা রইলো।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬
আরজু পনি বলেছেন:
ডিজিটাল অনুভুতিটাই এনালগে প্রকাশ করে সেটাকে পরে আবার ডিজিটালে রূপ দেবার চেষ্টা করেছি ।
মন্তব্যে অনেক ধন্যবাদ জানবেন ।
শুভরাত্রি ।।
২৫|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০
দুঃস্বপ্০০৭ বলেছেন: রাবরের মত চমৎকার । কবিতায় ++++
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৩
আরজু পনি বলেছেন:
'রাবরের' মতো কী ?
কবিতা পছন্দ হওয়ায় অনেক ধন্যবাদ জানাই
২৬|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি কবি নই। তথাপি, কবিতার ব্যাপক সমালোচনা করার মনভাব লইয়া প্রবেশ করিয়া কোন সমালোচনাই বাহির হইতেছে না। তাই আপাতত সাধারন পাঠকের মুগ্ধতা গ্রহন করুন।
কবি রেজওয়ান তানিম যাহা বলিয়াছে, তাহার সাথে সহমত প্রকাশ করিতেছি।
ভালো থাকিবেন জনাবা পনি ভগ্নি।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩
আরজু পনি বলেছেন:
আহা সমালোচনা না করিয়া আপনি ভারী অন্যায় করিয়াছেন !
পুণরায় আসিয়া সমালোচনা করিয়া গেলে কৃতার্থ হইবো ।
শত হইলেও ইহা আমার প্রথম কবিতা পোস্ট ।
কিছু সমালোচান না করিলে বুঝিব কেমন করিয়া যে, ভাল কবি কেমন করিয়া হইবো ...
যাহা হউক...সমালোচনা করিতে আসিয়া আবার গালমন্দ করিবেন না যেন
আর পাঠকের মুগ্ধতাই নয়া কবির পরম প্রাপ্তি বলিয়া গ্রহণ করিলাম
২৭|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগল খুব।
প্রথমটা একটু বেশি ভালো লাগলো।
আপনার কবিতার হাতও দারুন।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০
আরজু পনি বলেছেন:
আহা, কবি এপ্রেশিয়েট করেছে
অনেক ধন্যবাদ কবি
২৮|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কেবল ডিজিটাল-কেই কবিতার কাছাকাছি মনে হইল। ব্যাজার হইলে আমার দোষ নাই। পদ্য লেখার মূল অনুষঙ্গ ছন্দ। আপনি যেইটার ধারে-কাছেও যান নাই। ছন্দ বিষয়ক পোস্ট আপনার কুনু কাজে আসে নাইক্যা।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪
আরজু পনি বলেছেন:
আমিতো কোন নিয়ম জানিই না
ব্যাজার হওয়ার চান্সই নাই, গালমন্দ যে করেন নি তাই আমার বোনাস পাওয়া
আপনার দারুণ মন্তব্যে সাহস বেড়ে গেল
২৯|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৫
শ্যামল জাহির বলেছেন: তৃপ্ত!
কথামালা হবে এমন সহজ, যাতে অভিধান নিয়ে ছোটাছুটি করতে হয়না!
চুপিচুপি অনেক গুলি 'প্লাস' রেখে গেলাম আপনার বাড়ি। সামু'কে বলে দেবেন না কিন্তু! ![]()
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৩
আরজু পনি বলেছেন:
আমারতো ভাষা জ্ঞান নেই, তাই কঠিন শব্দযোগে কবিতা লিখার কথা ভাবনাতেও আসেনি !
আর প্লাসটা আমিও চুপি চুপিই নিয়ে রাখলাম ।
অনেক ধন্যবাদ রইল জাহির ।।![]()
৩০|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৮
প্রকৌশলী আতিক বলেছেন: valo laglo......
+++++++++++++++
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, আতিক ।।![]()
৩১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৫১
সোনালী ডানার চিল বলেছেন:
বিবেকের সামনে দাঁড়াও ! আসলেই বিবেকের সামনে দাঁড় করিয়ে দিল....
দারুন লিখেছেন, শুভকামনা রইল!
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২২
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
..বিবেক মরে গেছে !
অনেক ধন্যবাদ রইল আপনাকে সোনালী ডানার চিল ।।
৩২|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৪
এম মশিউর বলেছেন: ভাবছি এখন থেকে নিয়মিত বাসার লেটার বক্স এবং মেইল চেক করবো।
কিন্তু আমার তো কেউ নেই। মিছে মিছে কেনইবা মেইল চেক করবো? এই ব্যস্তময় শহরে খুজে ফিরি একটি মানুষ অথবা কোন এক সোনালী ডানার চিল।।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩
আরজু পনি বলেছেন:
যাক, একজন পা্ওয়া গেলো যে কথাগুলোর গুরুত্ব অনুধাবন করতে পেরেছে
হ্যাঁ, লেটার বক্স নিয়মিত চেক করবেন ।
দুদিন আগে আমার একটা চিঠি পেয়েছি, যা ৭ মাস আগে পাঠানো হয়েছিল !
এভাবে নিজেকেই না হয় খুঁজুন সেও ভালো ।
অনেক শুভকামনা রইল মশিউর ।।
৩৩|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৮
ডট কম ০০৯ বলেছেন: প্রথম কবিতাটা ভাল হইছে অনেক ভাল কিন্তু পরের দুইটাতে সেই কবি কে খুজে পাওয়া গেল না।
বুঝলাম না।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
আমি মোটেই কবি না ।
কবি হবার মতো কোন যোগ্যতাই আমার নেই ।
দুটো দুই সময়ে লেখা ।
তাই হয়তো রকমফের হয়েছে ।
কিন্তু আপনি যদি বলেন, পরেরটাকে আরো ঘষামাজা করতে । আমি মোটেও পারবো না , কারণ ঘষেমেজে আরো চকচকে কেমন করে করবো তাই জানি না...তবে যারা আসলেই কবি, তারা কিন্তু ঠিকই আপনার মন্তব্যের পরে পরের লেখাটাকে নিয়ে হয়তো আবার বসতো ঠিকঠাক করতে ।
আমি তো জানিই না কিভাবে কী করবো !
তবে মনের কথাটা জানালেন, সেজন্যে কৃতজ্ঞতা জানাই । কারণ এভাবে না বললে বুঝতেই পারতাম না তফাৎটা কেমন ।
কৃতজ্ঞতা জানবেন ।।
৩৪|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯
অদৃশ্য বলেছেন:
এর আগে কি কখনো আপনার কবিতা পড়েছি!! ... অথবা এর আগে কি আপনি কখনো নিজের কবিতা পোষ্ট করেছিলেন!!
মনে হচ্ছে আপনার ভেতরের সব পোষ্ট গুলো চেক করে দেখতে হবে...
শুভকামনা...
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৫
আরজু পনি বলেছেন:
আরজুপনি এর আগে কোন কবিতা পোস্ট করে নি ।
কষ্ট করে যদি চেক করেনই তবে যেগুলো চেক করবেন সেগুলোতে জানান দিয়েন, হাহাহাহা
আমার সাইটে দেখলে দেখতে পারেন হয়তো ...কখনো ভাবের চোটে লিখে থাকি টুকটাক । তবে তা কবিতা না বলে ভাবের কথা বলাই ভাল ।
আপনার জন্যেও অনেক শুভকামনা রইল ।।
৩৫|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
সায়েম মুন বলেছেন: প্রথমত অভিনন্দন!
দ্বিতীয়ত আমাদের ভাত মারার জন্য কান্নাকাটি করছি...
শেষ কবিতাটা বেশ লেগেছে। বেশ রোমান্টিক মুডের কবিতা!
তানিমের কমেন্টের সাথে একমত!
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
আরজু পনি বলেছেন:
আপনাদের মতো ভালো লিখতে পারলেতো তানিমের অভিযোগকে আরো কঠিনভাবে প্রমানের চেষ্টা চালাতাম ![]()
লাথি মার ভাঙরে তালা...টাইপ
৩৬|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২১
অপর্ণা মম্ময় বলেছেন: তিন তিনটা কবিতা লিখছ পনি ! এক কবিতা লিখতেই কলম, পেন্সিল ভেঙে যাওয়ার দশা হয় আমার।
পদ্য পাতা : বিবেকের সামনে দাঁড়াও ! >> এতক্ষণ আমি পড়েছি " পদ্ম পাতা" আর ভাবছিলাম, ইশ কী সুন্দরম কবিতার শিরোনাম। তবে শিরোনাম তোমার আসলেই ভালো হয়েছে। প্রথম কবিতাটা আর ডিজিটাল ভালো লেগেছে। মাঝে মাঝে কবিতা লেখা চালিয়ে যেও। ভালো করবে।
সুপ্রভাত পনি
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
আরজু পনি বলেছেন:
পদ্য পাতা আইডিয়া আসলে নিলুফার ইয়াসমিনের
জীবন যেনো পদ্ম পাতার শিশির বিন্দু
গানটা থেকে নেয়া ।
যেহেতু কবিতা পোস্ট তাই পদ্ম না দিয়ে পদ্য দিয়েছি আর কি
সাহস দেয়ায় অনেক কৃতজ্ঞতা রইল অপর্ণা ।
শুভকামনা জানবেন ।।
৩৭|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯
একজন আরমান বলেছেন:
বিবেকের সামনে দাঁড়াও ! কবিতাটা বেশ লেগেছে। ![]()
আপনি নাকি কবিতা লিখতে পারেন না?
![]()
মিথ্যা কথা বলা বাদ দেন।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
আরজু পনি বলেছেন:
কবিতা পছন্দ হ্ওয়ায় কৃতজ্ঞতা জানাই ।
এই লেখাকে যদি কবিতা বলে মেনে নেন তবে আজ থেকে আর মিথ্যে বলবো না ।
আমিতো এমনিতেও মিথ্যে না বলারই চেষ্টা করি ![]()
অনেক ধন্যবাদ রইল আরমান
৩৮|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
শিরোনাম দেখেই হতাশ হলাম!
তখনি বুঝে ফেলেছিলাম এবার বোধয় আমরা শেষ।
পড়েতো পুরাই মাথা নষ্ট!
এবার কবিতা লেখা থেকে বিদায় নিতেই হবে।
অসাধারণ কবিতাই অনেক ভাললাগা আপু।
নতুন কবির জন্য অভিনন্দন!!
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
আরজু পনি বলেছেন:
আপনাদের কবিতা হচ্ছে রসে ভরা টুইটম্বুর ।
আর আমি লিখলেতো করল্লা বা কুইনাইন-এর মতো তেতো হবে
অভিনন্দন জানানোর জন্যে অনেক ধন্যবাদ রইল শোভন
৩৯|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩
দুঃস্বপ্০০৭ বলেছেন: দুঃখিত বরাবরের মত :#>
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১২
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
বরাবরের মতো ধন্যবাদ
৪০|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪
আমি ইহতিব বলেছেন: ভালো প্রচেষ্টা আপু। ইদানিং এতো ভালো ভালো কবিতা আসে সামুতে দেখি আর আফসোস করি এই ভেবে যে আমিও যদি অমন কবিতা লিখতে পারতাম।
বাইরে ঝুম বৃষ্টি !
দু'হাত ছড়িয়ে বৃষ্টি বিলাসের
আনন্দটাকে গলা টিপে ধরতে হলো ।
তোমার পুরুষতান্ত্রিক রক্ত চোখের কথা ভেবে !
তোমাদের কামাতুর তৃষ্ণা ভরা চোখের ভয়ে !
পুরুষতান্ত্রিক এ সমাজে আমাদের কত ইচ্ছেরই গলা টিপে ধরতে হয়!!!
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২
আরজু পনি বলেছেন:
মানুষ রুপী হায়েনারা যে চারপাশে ঘুরছে !
৪১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
নাজিম-উদ-দৌলা বলেছেন: সেকেন্ডটা পড়ে মজা পেয়েছি।
কবিতার ডিজিটাল আর এনালগ ভার্সন বের করা যায় এটা আমার ধারনাই ছিলনা!
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৫
আরজু পনি বলেছেন:
ডিজিটাল সময়টাকেই প্রথমে এনালগ বলে চালাতে চেয়েছিলাম... রিস্ক ফ্রি আর কি ![]()
মজা পেয়েছেন জেনে ভাল লাগলো
৪২|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তিনটাই চমৎকার লিখেছেন । ডিজিটাল , এনালগ ভাল লেগেছে ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): !!!!!!
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪
আরজু পনি বলেছেন:
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): টেনশনে আছি, আমার পেটে বোম মারলেও কবিতা বের হয় না...আর সেই আমিই কবিতা লেখার ব্যর্থ চেষ্টা করতেছি ! কড়া সমালোচনা, .............
বাকীটুকু ভয়েই আসেনি ![]()
কড়া সমালোচনা পেলে কবিতা লেখার সাধ মিটে যাবে
৪৩|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লেগেছে। তবে-
১। তানিম ভাইয়ের সাথে একমত।
২। আমি ছন্দে কোনো সমস্যা পাই নি।
এনালগ যুগ থেকে ডিজিটালে চলে এলেন, তবু লা-পাত্তা লোকটার কোনো পাত্তা নেই!
আজই থাকায় একটা জিডি করে ফেলা উচিত।
শুভ কামনা আপু। আর অভিনন্দন প্রথম বিবেকসমৃদ্ধ প্রেমের কবিতার জন্য ![]()
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৮
আরজু পনি বলেছেন:
হাহা
তানিমের অভিযোগটাকে অনুপ্রেরণা হিসেবে নিলাম । ![]()
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ...এই কথার আসল মানে ছোটবেলায় বুঝতাম না কিন্তু এখন কিছুটা হলেও বুঝি
আর ছন্দ নিয়ে তবে আর ভাবছি না, সার্টিফিকেট যেহেতু দিয়েই দিয়েছেন
মানুষ বড্ড নিষ্ঠুর !
তাই মাঝে মাঝে এনালগ, ডিজিটাল কোন ফর্মেই কাজ হয় না ![]()
অনুপ্রেরণায় কৃতজ্ঞতা জানবেন সোনাবীজ .....
৪৪|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
রাফসান আরিফ বলেছেন: সুন্দর সুন্দর
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩০
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ রইল রাফসান
৪৫|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
তন্দ্রা বিলাস বলেছেন: চমৎকার! অতি চমৎকার! চালিয়ে যান। শুভ কামনা।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১১
আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ তন্দ্রা বিলাস
৪৬|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার কাব্য প্রচেষ্টা অতীব সফল !
মাঝেই মাঝেই লিখার অনুরোধ থাকলো !
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪
আরজু পনি বলেছেন:
অনুরোধ রক্ষা করার মার মার কাট কাট চেষ্টা চলবে
পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ জানাই অভি ।।
৪৭|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো আপা।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ জানাই, হাসান ।।
৪৮|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২২
ৎঁৎঁৎঁ বলেছেন: প্রথম কবিতায় অভিনন্দন পনি আপা! চমৎকার লিখেছেন! ভবিষ্যতে যে আমরা আপনার কাছ থেকে কবিতা পেতে থাকবো, সেই বিষয়ে আমি খুবই আশাবাদী!
প্রথম কবিতার সাথে তানিম ভাইয়ের বক্তব্যে একমত। একটুখানি যোগ করতে চাই যে কবিতায় মেসেজ চলবে, তবে সেটা মিষ্টির মধ্যে তিতো ওষুধ লুকিয়ে খাওয়ানোর মত হলেই ভাল! পাঠকের জিভে তিতো ছুঁলো তো কবিতা মরলো!- আমার মনে হওয়াটা বললাম আর কী!
ডিজিটাল অ্যানালগ তুলনা ভালো লেগেছে, ডিজিটাল অংশের ছন্দবিন্যাস সবথেকে ভালো হয়েছে!
একটু আগে হামা ভাইয়ের কবিতা পড়লাম, এখন দেখছি আপনার প্রথম কবিতা, আজ সকাল-ভর মেঘ ডেকে তুমুল বৃষ্টি, আজ দিন কাব্যিক হতে আর কতটুকু বাকি?
এই মাসে কবিতা সংকলকদের কাজ বেড়ে গেল! ![]()
শুভকামনা!
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৪
আরজু পনি বলেছেন:
ওরে নবীন ওরে আমার কাঁচা
আধমরাদের ঘাঁ মেরে তুই বাঁচা ....
আমি ঘাঁ-ই মারতে চাই !
আমিতো ছন্দ বুঝি না...লিখে গেছি মনের ভাব ।
আপনার মতো একজন কবির অনুপ্রেরণা পেলাম, অনেক কৃতজ্ঞতা জানবেন কবি ।।
৪৯|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৫
অচিন্ত্য বলেছেন: বেশ ! +
আনকমনসেন্স
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৫
আরজু পনি বলেছেন:
আপনি বড্ড হেয়ালী করতে পারেন !
৫০|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭
অচিন্ত্য বলেছেন: (পুনশ্চঃ অফিসের পিসিতে ইন্সটলেশন রেসট্রিকশন দিয়েও অভ্র ব্যবহার আটকাতে পারেনি। অভ্র'র পোর্টেবল ভার্সন ব্যবহার করছি।)
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৬
আরজু পনি বলেছেন:
ওটা কেমন করে ব্যবহার করে জানি না তো !
৫১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
অদৃশ্য বলেছেন:
সুহৃদকে দেখলাম... তবে এখনো আপনার এই লিখাটিতে তিনি কেন এখনো মন্তব্য করেননি ভাবতেছি...
আপনার সাইটে সম্ভবত একদিন বা দুইদিন ঢুকেছিলাম, তবে ঠিকঠাক চেক করে দেখা হয়নি লিখাগুলো... কালকে মন্তব্য করবার পর সত্যই আপনার পেছনের লিখার হেড লাইনগুলোয় চোখ বুলিয়েছি...
আর আপনার এই তিনটি কবিতা নিয়ে পরে কথা বলছি...
শুভকামনা...
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪
আরজু পনি বলেছেন:
এখানে একটা কবিতার জন্ম হয়েছে আপনার সুহৃদের পোস্টে । সেটা সে জানে ।
হতে পারে আমার লেখা তার মোটেই পছন্দ হয় নি তাই প্রয়োজন বোধ করে নি আসতে । অথবা হয়তো কোন কারণে ব্লগে মনোযোগ/সময় দিতে পাচ্ছে না । কতো কারণই তো থাকতে পারে ।
উনি অনেক বেশি দারুণ করে লিখেন ।
উনার কবিতা পড়ে আমার মুগ্ধতা কাটতেই চায় না...
একথা আবার তাকে বলা যায় না...বললেই কতোগুলো কথা শুনিয়ে দিবে ।
আপনিও অনেক ভালো থাকুন অদৃশ্য ।।
৫২|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪১
ঢাকাবাসী বলেছেন: ছবিটার সাথে কবিতা গুলো চমৎকার লাগল।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ জানাই ঢাকাবাসী ।।
৫৩|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
প্রত্যাবর্তন@ বলেছেন: ভাবটা আরো খানিক প্রগাঢ় আর লেখায় আরো একটু প্রবহমানতা আসলে আরো ঋদ্ধ হয়ে উঠবে একসময় । মজার ব্যাপার হল আমার নিজেরই ভাল লিখবার ক্ষমতা নাই আর আমি বলছি অন্যকে ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০১
আরজু পনি বলেছেন:
আমিতো কবিতা লিখতে পারি না ... কিছু কথা মনে এলো তাই সেট করে ব্লগে পাবলিশ করে দিলাম ।
এখানে লিখবার ক্ষমতা মূল কথা না...ভাবনায় কথাগুলো কিভাবে গেল সেটাই আসল । কাজেই পাঠক হিসেবে অবশ্যই বলবেন ।
তবে আমার ক্ষমতা নেই পরবির্তনের...কিভাবে করবো তাই-ই জানি না
৫৪|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩
প্রত্যাবর্তন@ বলেছেন: বাই দ্য ওয়ে, আপনার গদ্যের ব্যাপারে প্রশংসা ছাড়া আর কিছু বলার সুযোগ দেখি না । আগের মন্তব্যটুকু শুধুমাত্র পদ্য কেন্দ্রিক ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৯
আরজু পনি বলেছেন:
বলার সুযোগ না দেখলেও খুঁজে দেখবেন ...হাহাহাহা
অনেক ধন্যবাদ রইল পাশে থাকার জন্যে
৫৫|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৮
বোকামন বলেছেন:
কবিতা লেখার ব্যর্থ চেষ্টা কবিতারই সেই বর্ধিত জগত - বলেছেন কবিতার নিয়মিত পাঠক কোন এক অখ্যাত অতি সাধারণ “বোকামন” হা হা :-)
তোমার ঠিকানায় একটা চিঠি লিখেছিলাম ।
ডাকপিয়ন পৌঁছায়নি সম্ভবত ।
অথবা বাসার লেটার বক্সটি অনেকদিন চেক করো না !
মিস হয়ে যাওয়া কলটি বুঝি তোমার চোখ এড়িয়ে গেছে !
তাই এভাবে পড়তে ইচ্ছে করছে[সমালোচনা নয়, ইচ্ছে মাত্র :-)]
অথবা বাসার লেটার বক্সটিকে তুমি অনেকদিন ছুঁয়ে দেখোনা ..
বিবেকের সামনে দাঁড়াও !
বেশ ভাবিয়ে দিলেন ..
ভাবছি ..
শুভকামনা জানবেন সতত ..
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮
আরজু পনি বলেছেন:
আপনার পরামর্শটা কাজে লাগিয়েছি...মানে পড়তে যেভাবে ইচ্ছে করছে সেভাবেই রাখলাম ।
আমার বেশ পছন্দ হয়েছে ।
আমিতো আসলে কবিতার মানুষ না ...তাই এতোকিছু বুঝতেই পারি না
অনেক কৃতজ্ঞতা রইল ।।
৫৬|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৭
ভিয়েনাস বলেছেন: প্রথম কবিতাটাতেই বাজিমাত করছেন। মনের সুক্ষ চোখে তুলে এনেছেন চমৎকার একটা কবিতা ।
কবিতা লিখতে পারেন না বলে নিজেকে যে অপবাদ দিচ্ছেন তা ভুল প্রমানিত করেছেন।
আবার কবিতায় এনালগ ডিজিটাল ফর্ম আপনিই প্রথম বের করলেন
ভালো লাগলো
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
পরিবেশ পেয়েছিলাম এমন একটা লেখার জন্যে, তাই লিখছিলাম ।
ডিজিটাল এনালগের অপেক্ষা !
অনেক ধন্যবাদ জানাই ভিয়েনাস ।। ![]()
৫৭|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮
এসএমফারুক৮৮ বলেছেন: বিবেকের সামনে দাঁড়ালে সবকিছু আয়নার মত পরিস্কার দেখা যায়। অথচ আমরা সেই বিবেক থেকেই সরে যাচ্ছি প্রতিনিয়ত।
+++++++++++++++++++++++++
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০
আরজু পনি বলেছেন:
সেটাই ফারুক !
বিবেককে মেরে ফেলে আমরাই বিবেকবান সেজে বসে আছি !
ধন্যবাদ রইল ।
অনেক শুভকামনা জানবেন ।।
৫৮|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২
আদনান শাহ্িরয়ার বলেছেন: এনালগ , ডিজিটাল ! ভাল্লাগসে ! চিঠি যুগের ভক্ত হিসেবে এনালগে বেশি ভালো লাগা ! ![]()
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২
আরজু পনি বলেছেন:
মানুষতো লেটার বক্স চেক করে না !
ভালো লেগেছে জেনে আমারও বেশ লাগছে ।
অনেক ধন্যবাদ রইল আদনান ।।
৫৯|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
অচিন্ত্য বলেছেন: অভ্র পোর্টেবল ব্যবহার বিষয়কঃ
প্রথমে ওমিক্রন ল্যাবের সাইট থেকে অভ্র'র পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করে নিন। এটি ইন্সটল করবেন পেন ড্রাইভে। পেনড্রাইভে ইন্সটল করার সবচেয়ে সহজ উপায় হল পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করে পেন ড্রাইভে কপি করে নেওয়া। তারপর তাতে ডাবল ক্লিক করলে অটোম্যাটিকেলি পেনড্রাইভেই অভ্র কিবোর্ড নামের একটি ফোল্ডার তৈরি হবে এবং সেখানেই ইন্সটল হবে। এখন এই ফোল্ডারের অভ্র আইকন ক্লিক করলেই অভ্র চালু হবে; যেকোন কম্পিউটারে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩২
আরজু পনি বলেছেন:
আহা দারুণ তো !
আপনার এই কমেন্ট এর উপর ভিত্তি করেই একটা পোস্ট দিয়ে দিব আশা করি
অনেক কৃতজ্ঞতা জানাই ।।
৬০|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৪
টুম্পা মনি বলেছেন: তিনটাই খুব সুন্দর হইসে। বেশি সুন্দর প্রথম টা।
তোমার পুরুষতান্ত্রিক রক্ত চোখের কথা ভেবে !
তোমাদের কামাতুর তৃষ্ণা ভরা চোখের ভয়ে !
জাস্ট অসাধারণ সূচনা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৩
আরজু পনি বলেছেন:
এখানে আসলে দু'টো কবিতা ![]()
হারিয়ে যা্ওয়া কেউ
এখানে একটা কবিতারই এনালগ আর ডিজিটাল ভার্সন করার চেষ্টা করেছি
অনুপ্রেরণায় অনেক ধন্যবাদ টুম্পামনি ।।
৬১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬
রেজোওয়ানা বলেছেন: পনি আপা, কবিতা লিখে তো বাজিমাত করে ফেলল্লা!!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
এগুলোকে যে কবিতার মর্যাদা দেয়া হচ্ছে তাতেই আমি কৃতজ্ঞ ।
অনুপ্রেরণায় অনেক ধন্যবাদ রইল প্রিয় ব্লগার
৬২|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫৬
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: ১ম কবিতায় তো একেবারে মুখোশ খুলে দিয়েছেন। অসাধারণ হইছে।
এ্যানালগ আর ডিগিটালও বেশ ভাল লাগছে।
প্রশংসা করতে জানি না বেশি তাই কয়েকটা প্লাস দিয়ে গেলাম।
+++
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮
আরজু পনি বলেছেন:
প্রশংসা করতে না জেনেও যতটুকু করেছেন তাইতো অনেক দারুণ করে বলেছেন !
জানলে ....
অনেক ধন্যবাদ রইল আব্দুল্লাহ
৬৩|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫
আরজু পনি বলেছেন:
৬৪|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
মাহমুদা সোনিয়া বলেছেন: অনেক ভালো হয়েছে আপু
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ সোনিয়া ।
ভালো থাকুন সবসময়ই ।।
৬৫|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭
রহস্যময়ী কন্যা বলেছেন: সবগুলোই অনেক সুন্দর আপি ![]()
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ জানাই রহস্যময়ী
৬৬|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৮
অদৃশ্য বলেছেন:
প্রথম লিখাটিতে আপনি পুরুষদের বিবেককে নাড়াতে চেয়েছেন... আমার মনে হয় নড়েছে, আমার তো নড়লো, আবার বেশ লজ্জাও পেলাম...কেন পেলাম পরে বলছি...
আবার হয়তো অনেকেরই মেজাজ খারাপ হয়েছে... হতেই পারে
আমি লজ্জা পেলাম এই জন্য যে, হয়তো আমিও মাঝে মাঝে কোন ভেজা দেহের দিকে চোখ রেখেছি... এখন বিবেকে আঘাত করছে...
আমি হয়তো এখনো তাকাই... সেই তাকানোর ভেতরে কাম, সুন্দর, অসুন্দর, ভালোবাসা, ব্যাথা, ভাবনা ও শূন্যতা মিশে থাকে... আমি তার জন্য কিছু ভাবতে চাইলে লিখতে চাইলে তার বাহির ও অন্তর দেখবার চেষ্টা করাটা আমার জন্য জরূরী...বাস্তবের সাথে কল্পনার মিশ্রনের জন্যও এই দেখাটি জরূরী...সেই সময়ের সৌন্দর্য্য অনুভব করবার জন্য এই দেখাটা জরূরী...
এই বাহির ও অন্তর দেখাটিকে শুধুমাত্র নির্দ্দিষ্ট কোন কিছুতে ফেলবেন না আশাকরি...
এই লিখাটিতে এমন একটি ফ্লো ছিলো যা আমাকে তার ভেতরে টানতে বাধ্য করেছে... এখানেই লেখকের স্বার্থকতা, তিনি পাঠককে ভাবনার ভেতরে ফেলতে পারলেন নিজের মতো করেই...
এটা যদি আপনার প্রথম কবিতা চর্চা হয়ে থাকে তবে লিখাটি যথেষ্ট ভালো হয়েছে...
পরেরগুলো নিয়ে পরে আলাপ করছি...
শুভকামনা...
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০২
আরজু পনি বলেছেন:
তাকানোটা যদি ক্ষতির কারণ না হয় তবে দোষের কিছু দেখছি না মনে হয় ।
আর সাহিত্য রচনাতে দেখাটাতে দোষ তো একেবারেই নেই .....
ঠিক কবিতা হবে কি না বুঝিনি ...কিন্তু যখন লিখেছি, তখন প্রচন্ড লিখতে ইচ্ছে করছিলো ।
আরজুপনি নিকে প্রথম :!>
কম বয়সে কিছু লিখতাম, তবে সেটা কবিতার মানদন্ডে কী হয়েছিল , জানি না...আচ্ছা পরের কোন পোস্টে সেসব দেবার চেষ্টা করবো...বিচারের ভার কিন্তু বিশেষ করে আপনার উপর রইল ।
তখন আবার সুহৃদের মতো গা ঢাকা দিবেন না যেন ...
৬৭|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৭
তুষার আহাসান বলেছেন: "আশপাশ থেকে
তোমাদের চোখগুলো যেন
ওর বৃষ্টিভেজা পোষাক
ভেদ করে
শরীরটাকেই দেখছে !"
অশেষ ভাল লাগা!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯
আরজু পনি বলেছেন:
আপনাকে আমার ব্লগে দেখে অনেক ভালো লাগলো ।
অনুপ্রেরণা দেবার জন্যে অনেক কৃতজ্ঞতা জানাই ।
৬৮|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫
রাশেদ অনি বলেছেন: অনেক গভীর অনুভুতি।+++++
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫
আরজু পনি বলেছেন:
অনুভব করায় অনেক কৃতজ্ঞতা জানাই ।।
৬৯|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২
অদৃশ্য বলেছেন:
আপনার কথা থেকেই শুরু করি ঠিক এমন ইচ্ছে থেকেই বা একটি ঘোরলাগা সময় থেকেই কবিতা হয়... পাঠ্য পুস্তক বা অভিধান নিয়ে বসে থেকে কঠিনের পর কঠিক শব্দ বসিয়ে দিলেই কবিতা হয়না... আমিতো তাই ভাবি...
আমার মনে হয় উত্তরাধুনিক কবিতাগুলোই সবথেকে রহস্যাবৃত... এই কবিতা গুলোতে এক্সপার্টরা সবধরনের ক্ষমতার জাহির করে থাকেন বা করতে চান... তাই এইসব কবিতা লিখাও কিছুটা কঠিন আর এর রস আস্বাদন করতেও বেশ বেগ পেতে হয়...
কিন্তু আপনি যদি তেমন একটি কবিতা লিখে ফেলতে পারেন তবে আপনি সুখানুভব করবেন... আবার কারো লিখা পাঠের পর সত্যই যদি তা থেকে আপনি সুন্দর দৃশ্য তৈরী করতে পারেন তবে সেখানেও দারুন আনন্দ পাবেন... এখানে লেখক যেমন ক্রিয়েটিভ তেমনি পাঠককেও ক্রিয়েটিভ হতেই হয়...
আপনার ''এনালগ'' আর ''ডিজিটাল''... বিশ্বাস করুন এই দু'টি লিখাই আপনার ভাবনার গভীরতা প্রমান করে... কত অল্পতে আপনি এই দু'টি লিখাকে পূর্নতা দান করলেন তা আশাকরি আন্তরিক পাঠকরা খুব অল্পতেই বুঝে নেবেন... খুবই চমৎকার প্রকাশ...
আমার বিশ্বাস আপনার ''ডিজিটাল'' লিখাটি অনেকের মনেই প্রভাব বিস্তার করতে পেরেছে... খুবই স্পর্শকাতর একটি লিখা... লিখাটি পাঠের পর হয়তো অনেকেই তাদের মেইল বক্স ওপেন করেছেন প্রত্যাশিত বা অপ্রত্যাশিত একটি মেইলের জন্য... বিস্ময়কর
কাব্যে সাহিত্যগুন কতটুকু তা সাহিত্যের সমালোচকদের জন্য রেখে দিন... আর আপনি ওসব চিন্তা না করে অন্তরের গহীনে যে শূন্যতা আছে তার সাথে সখ্যতা করুন... ওরাই আপনাকে ভাবনার যোগান দেবে... নতুন পথ দেখাবে...
___________
ইদানিং দেখছি লিখতে লিখতে মন্তব্যগুলো বেশ বড় হয়ে যায়... এই অভ্যাসটা সম্ভবত সুহৃদের কারনেই হয়েছে... ব্লগে তার সাথেই সম্ভবত সব থেকে বেশি কথা বলেছি ...
শুভকামনা...
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২
আরজু পনি বলেছেন:
অভিধান দেখে কবিতা ! তবেই সেরেছে !
আর কবিতা কেমন করে, মানে কোন নিয়মে ফেলে লিখতে হয় তাই তো জানি না ।
উত্তরাধুনিক কবিতা আমি সম্ভবত প্রথম পড়েছিলাম, মানে জেনেছিলাম যে ওটা উত্তরাধুনিক কবিতা... দূর্যোধনের লেখা থেকে ...
ডিজিটাল কবিতাটাতো আসলে সেজন্যেই লেখা !
নিজেকে নিরাপদ রাখতে প্রথমে এনালগ ভার্সন দিয়েছিলাম, পরে দেখলাম ডিজিটালের চাহিদা আছে, তখন আসল রূপটাই প্রকাশ করেছি ...
কবিতা লেখার মতো ভাবনার গভীরতা আমার তো নেই ! আমি পারি না ...!
হোক না, বড়... এতো সুন্দর করে ...মনে হচ্ছে সামনে চা নিয়ে বসে আপনার কথা শুনছি ।
হুম, সুহৃদের কাছ থেকে বড় মন্তব্য না পেলেই বরং আমার মন খারাপ হতো !
যখন শুধুই কতোগুলো প্লাস চিহ্ন দিত আমার পোস্টে তখনই ঠিক করে রাখতাম, উনার কোন পোস্টে যেয়ে আমিও তাই করবো, তখন বুঝবে কেমন লাগে !
কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায় !
লেখোয়াড়ের এভাবে হারিয়ে যা্ওয়া নিয়ে যখন দীর্ঘশ্বাস ফেলি তখন সেই দীর্ঘশ্বাসে ডেভিডের নামটা্ও চলে আসে !
৭০|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১
সমুদ্র কন্যা বলেছেন: দুটো কবিতাই অনেক ভাল লেগেছে।
শুভকামনা আপু
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪
আরজু পনি বলেছেন:
অনুপ্রেরণা দেবার জন্যে অনেক ধন্যবাদ জানাই কন্যা ।
৭১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫
নেক্সাস বলেছেন: আমার মেইল আমি চেক করিনা।
কবিতা সুন্দর হইছে পনিপা
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৪
আরজু পনি বলেছেন:
খুবই অন্যায় কথা
নেক্সাসের মতো কবির আমার কবিতা ভালো লেগেছে জেনে দারুণ অনুপ্রাণিত হলাম
৭২|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০
জুন বলেছেন: পনি আমি কি আগে কোন মন্তব্য করেছিলাম ? খুজে পাচ্ছি না
যদি না করি তবে বলে গেলাম অনেক ভালোলাগলো কবিতা। অবশ্য এগুলো ফেবুতে তুমি দিয়েছিলে সেখানেই দেখেছি, লাইক দিয়েছিলাম
+
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১
আরজু পনি বলেছেন:
আপনাকে আগে একদিন ভিজিটর লিস্টে দেখেছিলাম, কিন্তু মন্তব্য করেন নি ![]()
আপনার কমপ্লিমেন্ট পেয়ে দারুণ লাগছে
তবে এখানের শুধু এনালগটা মনে হয় ফেসবুকে দেখেছিলেন ...বিবেকের সামনে দাড়া্ও ওটা ওই আইডিতে দেইনি ![]()
অনেক অনেক ধন্যবাদ জানাই প্রিয় ব্লগার ।।
৭৩|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৬
রাসেলহাসান বলেছেন: খুব ভালো লিখেছেন। অনেক ভালো লাগলো।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ জানাই রাসেল
৭৪|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮
আরজু পনি বলেছেন:
হে গেন্দু
কতোবার এসেছি তোমার ব্লগে
তবুও হওনি তুমি
আমার বন্ধু ।
প্রায় সবার ব্লগেই
তুমি অজানা,
বলতো
অন্যদের ব্লগে
যেতে তোমায়
কে করেছে মানা ?
পড়ো অন্যদের ব্লগ
করো মন্তব্য,
তখন
সবাই হবে
তোমার প্রতি সন্তুষ্ট ।
আসবে তোমার ব্লগে
নিয়মিত তারা
বলতে
তোমার সাথে কথা,
বুঝবে তোমার
প্রতিটার কবিতার
মর্মভেদী ব্যাথা ।।
:`>
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
আরজু পনি বলেছেন:
সুমন কর ,
এতো বুঝানো বুঝাইলাম
তবুও তুমি
হইয়া রইলা
কতো দূরের পর !
এতোদিন ছিলা
তুমি অজানা !
আমার ব্লগে
যেতে তোমায়
কে করেছে মানা ?
আমার ব্লগে
আপন ভেবে
যারা দেয় মত
সেসব বল তেল !
আর তোমার ব্লগে
আমি না গেলে
ভাবো বুঝি
তোমায় দেই না বেইল !
লক্ষ লক্ষ ব্লগ
লক্ষ লক্ষ নিক !
কোন পোস্ট ছেড়ে
কোন পোস্টে যাব
হয়ে যাই দিগ্বদিক !
অনুরোধ করি
যুক্তি, প্রমাণ
ছাড়া
বলো না কো
তুমি কথা !
আর না, আর না
আর বাড়িও না
আমাদের মর্ম ব্যথা !
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
আরজু পনি বলেছেন:
আশা করি মজার কবিতায় সুমন মাইন্ড করবেন না ।
সুমন-এর কাছে ক্ষমা প্রার্থনা পূর্বক
৭৫|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৯
শ।মসীর বলেছেন: বিবেক !!!! নিজে এই মুহুর্তে একটা মন খারাপ করা বিষয় নিয়ে আছি অফিসে.......অন্যের বিবেক হীনতার ফলে ![]()
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
আরজু পনি বলেছেন:
মানুষ মাঝে মাঝে বিবেক বলে কিছু আছে তাই ভুলে যায় ! ![]()
আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগলো শামসীর ।
শুভকামনা জানবেন ।।
৭৬|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
রোকেয়া ইসলাম বলেছেন: অপূর্ব সুন্দর .....+++
অনেক ভাল লাগলো ......
ধন্যবাদ.... ভাল থাকবেন...।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
আরজু পনি বলেছেন:
রোকেয়া, আমার ব্লগে আপনাকে দেখে খুবই আনন্দিত হয়েছি ।
লেখায় মতামত দেয়ায় অনেক কৃতজ্ঞতা জানাই ।
ভালো থাকুন নিরন্তর ।।
৭৭|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
রোকেয়া ইসলাম বলেছেন: অপূর্ব সুন্দর .....+++
অনেক ভাল লাগলো ......
ধন্যবাদ.... ভাল থাকবেন...।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
আরজু পনি বলেছেন: ![]()
৭৮|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কবি হে
লিখেছেনতো বেশ
অপরূপ লেখার রূপে হলাম নিরুদ্দেশ
কবি জীবন কঠিন অতি
বুঝবে মজা শীঘ্র তুমি
যখন তখন
কবিতারা কেমন করে জ্বালাতন
কবি মনে
কবিতারা সব ঘুরে বেড়ায়
কোন কাজে মন বসেনা
কবিতার প্রেমেই
ব্যস্ত যখন
কবিরা তাই বিড়ম্বণায়
দ্বীন দুনিয়া যায় ভেসে যায়।
কবি খেয়াল কইরা?
কবিতার বিড়ম্বণা আছে কবি। ভাল থাকবেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
আরজু পনি বলেছেন:
হে হে জ্বালাতন আর কী করিবে...
যাহা মনে আসিবে তাহাই খোমাবইয়ে প্রকাশ করিয়া আপনাদিগকে জ্বালাতন করিবার প্রয়াস অক্ষুন্ন থাকিবে ![]()
৭৯|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২
লিঙ্কনহুসাইন বলেছেন: উৎসব মুখর সেই দিনে,
হঠাৎ করেই তোমাকে দেখলাম !
এতো জোরে ডাকলাম, শুনতে পাও নি ! ?
দ্বিতীয়বার ডাকতে বড্ড সংকোচ হচ্ছিল !
তাই আর ডাকা হয় নি ।
অনেক সুন্দর হইছে কোবতে ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩
আরজু পনি বলেছেন:
পাঠে, অনুপ্রেরণা দানে অনেক ধন্যবাদ জানাই লিঙ্কন
ভালো থাকুন সবসময় ।।
৮০|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৬
গুরুমিয়াঁ বলেছেন: কি বেশী সুন্দর?
কবিতা না ছবিটা? [[কনফিউজড]]
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭
আরজু পনি বলেছেন:
এখনতো আমিই কনফিউজড !
ফেসবুকের মানুষটাকে ব্লগে দেখে ভালো লাগছে
৮১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৮
ঘুমন্ত আমি বলেছেন: অনালগ ডিজিটাল সব মিলে একাকার ! আপনার কবিতার মহোনীয় স্পদনে মহিতো হয়ে গেলাম !
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
মোহিত করতে পেরে কৃতার্থ বোধ করছি ।
অনেক অনেক দিন পর দেখলামগো ঘুমন্ত !
ভালো লাগছে দেখে ...
আশা করি ব্লগে নিয়মিত হবেন ।
ভালো থাকুন । ![]()
৮২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
শ।মসীর বলেছেন: লেখালেখি ব্লগ পড়া সবই কেমন দুরে সরে গেছে.......ইচ্ছা হয় কিন্তু সময় হয়না ![]()
এই জায়গাটা খুব মিস করি এটা জানি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০২
আরজু পনি বলেছেন:
অল্প সময় করে হলেও নিয়মিত থাকার চেষ্টা করুন ।
শুভকামনা জানাই শামসীর ।![]()
৮৩|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯
অদৃশ্য বলেছেন:
সুহৃদের হারিয়ে যাওয়ার দীর্ঘশ্বাসে ডেভিডের ছায়া ভেসে ওঠে...
ডেভিড কে বা ডেভিড কি ?
জানবার ইচ্ছা ছিলো তাই প্রশ্ন করে গেলাম... বিরক্ত হচ্ছেননাতো?
শুভকামনা...
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৪
আরজু পনি বলেছেন:
ডেভিড হারিয়ে যা্ওয়া এক গল্প । পরে কখনো বিস্তারিতই বলবো ।
৮৪|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭
অদ্বিতীয়া আমি বলেছেন: আপু কবিতার আগামাথা আমি কিছুই বুঝিনা , আমার কাছে আমার ভাল লাগাটাই মানে সুন্দর কবিতা ।
কবিতা পড়ে সাথে সাথে মনেও যেন একটা দৃশ্য ভেসে উঠলো , কবির মনের ভাবনাকে ও যেন স্পর্শ করা গেল ।
উৎসব মুখর সেই দিনে,
হঠাৎ করেই তোমাকে দেখলাম !
এতো জোরে ডাকলাম, শুনতে পাও নি ! ?
দ্বিতীয়বার ডাকতে বড্ড সংকোচ হচ্ছিল !
তাই আর ডাকা হয় নি। ...
তোমাদের চোখগুলো যেন
ওর বৃষ্টিভেজা পোষাক
ভেদ করে
শরীরটাকেই দেখছে ...
থিম গুলো চমৎকার । ভাল লাগা আপু ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩১
আরজু পনি বলেছেন:
কবিতার আমিও কিছু বুঝি না ![]()
কিন্তু এভাবে ছোট ছোট করেই লিখতে ইচ্ছে করছিলো...লিখে পরে মনে হলো ব্লগে দিয়ে দেখি কে কী বলে
ভালো লাগলো জেনে আনন্দ হচ্ছে অদ্বিতীয়া ।
অনেক ভালো থাকুন ।।
৮৫|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৪
গুরুমিয়াঁ বলেছেন: সত্যি বলতে কি আপু, আসলে সময় পাইনা, তাই ইচ্ছে থাকলেও উপায় হয়না। ফেবুতে তো আসলাম ২ মিনিট থাকলাম, চলে গেলাম,
ব্লগে মনমত সময় ব্যয় করতে না পারলে ভালো লাগেনা।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৩
আরজু পনি বলেছেন:
ঠিকই বলেছেন, ব্লগে মনমতো সময় ব্যয় না করলে ভালো লাগে না ।
কিন্তু আমি নিজেও ইদানিং পারছি না ।
তারপরও আশা করবো অল্প সময়ের জন্যে হলেও ব্লগে আসবেন । আমি ইদানিং তাই করছি ।।
অনেক শুভকমনা থাকলো গুরুমিয়াঁ ।।
৮৬|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১
নস্টালজিক বলেছেন: হারিয়ে যাওয়া কেউ!
শুভেচ্ছা, পনি!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১
আরজু পনি বলেছেন:
এমন করে লিখলেন যেন আপনিই সেই হারিয়ে যাওয়া কেউ ! ![]()
আপনার জন্যেও শুভেচ্ছা রইল নস্টালজিক ।।
৮৭|
০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৮
শাহেদ খান বলেছেন: প্রথম কবিতার থিম নিয়ে যুগে যুগে অনেক কথা বলা হয়ে গেছে। সুন্দরভাবে ফুটে উঠেছে এখানেও।
তবে মূল আকর্ষণ'টা পেল: "হারিয়ে যাওয়া কেউ !"
কবিতার পোশাকে আমাদের অনুভূতিগুলোর সনাতন আর ডিজিটাল রূপটা কী দারুণভাবে প্রকাশিত হল ! কতটা সহজ আর সুন্দরভাবে ! নিত্য ঘটছে, অথচ খেয়াল করাই হয়নি আমাদের অনুভূতিগুলো কবে ইনবক্স-এর বলয়ে বাঁধা পড়ে গেছে !
সত্যি চমৎকার আপু। সরলতাই পারে পাঠক'কে সবচেয়ে বেশি ছুঁয়ে যেতে, আর পাঠকের গল্পটা সবচে' সুন্দরভাবে বলে যেতে।
অনেক অনেক শুভকামনা।
০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৬
আরজু পনি বলেছেন:
হারিয়ে যাওয়া কেউ... যে হারিয়েই থাকতে চায় ।।
প্রিয় অলস গল্পকারের এতো সুন্দর মন্তব্যে দারুণ ভাবে অনুপ্রাণিত হলাম ।
অনেক কৃতজ্ঞতা জানাই ।।
৮৮|
০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৫
এক্স রে বলেছেন: এনালগ আর ডিজিটাল রুপ টা খুব ভাল লেগেছে আপু
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
আরজু পনি বলেছেন:
নোটিফিকেশন দেখে বুঝলাম...এতোদিন নোটিফিকেশন কাজ করেনি ![]()
অনেক ধন্যবাদ রইল, এক্স রে ।।
৮৯|
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: কি আর বলব, যা কিছু বলার বলে দিয়েছেন আমার প্রাণপ্রিয় সহ ব্লগারগণ। অসাধারণ হইছে, তিনটাই।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৫
আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ...
প্রশ্ন না থাকাই ভাল...তাতে যন্ত্রণার লাঘব হয়
৯০|
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১
সকাল রয় বলেছেন:
সুন্দরম!
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪
আরজু পনি বলেছেন:
অনেক অনেক কৃতজ্ঞতা রইল, শিল্পী ।।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০
ইমরাজ কবির মুন বলেছেন:
yes !