নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

সেলিব্রেটি

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০১





চৈতী, খুব সাদামাটা চেহারার একজন মেয়ে...এক ফেসবুক সেলিব্রেটির প্রতি মুগ্ধ হয়ে মেসেজ পাঠালো, সে তার বন্ধু হতে চায়। সেলিব্রেটি চৈতীর প্রোফাইল পিক দেখল । অন্ধকারে মনে হলো শ্যামলা বা কালো গায়ের রঙ, কোকড়া চুল...একপাশ দেখে চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না । তেমন কোন আহামরী কিছু নয়। বলে দিল, তার আর ফ্রেন্ড নেয়ার সুযোগ নেই ।



কিছুদিন পরের ঘটনা,

চয়নিকা, পলিশড করা দারুণ দারুণ সব ছবি তার ফেসবুক প্রোফাইল পিকচারে, কভার পিকচারে । একদিন সেই সেলিব্রেটির এক স্ট্যাটাসে একটা কমেন্ট করলো ।

সেলিব্রেটি নিজেই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। নিয়মিত ইনবক্সে কথা হয় তাদের । মেসেজ/চ্যাট নিয়মিতই চলছে । সেলিব্রেটি চয়নিকার বিস্তারিত পরিচয় জানতে চায় । কিন্তু চয়নিকার কথা হচ্ছে, সে নিজেই কি যথেষ্ট নয়...আর কোন পরিচয় কেন লাগবে...? অথবা ধরে নিতে যে, চয়নিকা 'সকালের ঘাসের উপর শিশির বিন্দু'...। সেলিব্রেটি চয়নিকার রূপের আগুনে পুড়ে ছাই হচ্ছে...তো হচ্ছেই ।



এর মধ্যে চিন্ময়ী হালদার নামের এক মেয়ের লেখায় সবাই মুগ্ধ ! রিতিমতো মারহাবা ! মারহাবা ! সবার কথা হচ্ছে লুতুপুতু স্বভাব থেকে নিজেকে বের করে এনে নতুন রূপে উপস্থাপন করেছে চিন্ময়ী ! নাম মেয়েদের না হলে নাকি ধরাই মুশকিল হয়ে যেত এসব কোন মেয়ের লেখা ! কারণ প্রোফাইলে নিজের কোন ছবি নেই আর লেখার ঝাঁঝে রিতিমতো ছেলেদেরও হার মানায় ! আবার কখনো কারো সাহায্যের প্রয়োজন পড়লে ঝাঁপিয়ে পড়ে তার/তাদের জন্যে যেন মায়ের স্নেহ, বোনের ভালোবাসা !



কথায় কথায় সেলিব্রেটি চিন্ময়ীর কথা জানলো ! চিন্ময়ীর ধারালো লেখা পড়া শুরু করলো ! তার সাহায্য করার মানসিকতা সম্পর্কে জানলো ! চয়নিকার সাথে এসব নিয়ে সেলিব্রেটি ইদানিং প্রায়ই আলাপ করে... কথা বলতে চায় চিন্ময়ীর সাথে ! চয়নিকার মন খারাপ হয়ে যায় ! চয়নিকার কথা হচ্ছে, চিন্ময়ী দেখতে নিশ্চয়ই তেমন কোন আহামরি কিছু নয় ! তাইতো নিজের কোন ছবি দেয় না ফেসবুকের প্রোফাইলে । কেমন কাঠখোট্টা ! কিন্তু সেলিব্রেটির মন ইদানিং উদাস!



কেমন যেন ! সেলিব্রেটি আছে মহা ফাপরে... চিন্ময়ীর গুনের কাছে ইদানিং চয়নিকার রূপ ঠিকমতো টানছে না ! সেলিব্রেটি চিন্ময়ীর কাছেই শেষ পর্যন্ত নিজেকে আত্নসমর্পন করলো ।



নারীর রূপ/যৌবন তার স্বত্তার সাথে সতিনের মতোই আচরণ করে...দিন শেষে এক নারীর চরম উপলব্ধি!



লুল পুরুষগণ যতোই লুলামী করুক দিন শেষে গুনবিচারীই হয়...আহারে লুল গুরু রবি ঠাকুর!



জয় চিত্রাঙ্গদা....



রবীন্দ্র ভার্সন পড়তে দেখুন- "চিত্রাঙ্গদা"-নহি দেবী, নহি সামান্যা নারী।





জাহিদ রিপন-এর নির্দেশনায় 'স্বপ্নদল' পরিবেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য 'চিত্রাঙ্গদা'-র ফেসবুক ভার্সন করার চেষ্টা করলাম ।।



সবাইকে শারদীয় এবং ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল ।।

মন্তব্য ১৮৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮৮) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫

নেক্সাস বলেছেন: এই লিখাটা কি আগে পড়েছিলাম পনিপা? মনে হয় ফেইসবুকে।

অনেক দারুন একটা লিখা।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১০

আরজু পনি বলেছেন:

ফেসবুকে দিয়েছিলাম আরেকটু ছোট আকারে ।

ভালো লাগায় কৃতজ্ঞতা জানাই নেক্সাস ।।

২| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১০

তৌফিক আনজাম বলেছেন: Right

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১২

আরজু পনি বলেছেন:

থ্যাংক ইউ ।।

৩| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ফেইসবুকের সেলিব্রেটি ব্যপারটা খুব মজার, আর তাদের এরকম লুলামী আরও মজার!

অনেকটা সার্কাসের মত

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৫

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

যা বললেন হাসতেই আছি...

পাঠে অনেক ধন্যবাদ মাসুম ।।

৪| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৩

সেলিম আনোয়ার বলেছেন: আমি স্বপ্ন দেখলাম,আমি আশান্বিত হলাম আমি আনন্দে হাসলাম :) আরজু পনি আপু আর কিছু দরকার আছে? আপনার প্রোফাইল সফল করে দিলাম। :) দারুন লিখেছেন। :)
আপনার গুণের তুলনা নাই। !:#P

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৮

আরজু পনি বলেছেন:

খাইছে !
এভাবে বললেতো আকাশে উড়তে থাকবো... :P

প্রোফাইল সার্থক করার জন্যে কৃতজ্ঞতা জানাই সেলিম :D

৫| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩০

এম আশিক বলেছেন: ফেইসবুকের সেলিব্রিটিরা ছেলে-বেটি । :-D

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৯

আরজু পনি বলেছেন:

কী যে বলেন !

B-))

৬| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৬

শায়মা বলেছেন: হা হা চিত্রাঙ্গদার মত .........

তার গুনের পূজারী শেষ পর্যন্ত সব অর্জূনেরাই.....:P

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৩

আরজু পনি বলেছেন:

গত জুলাই মাসে দ্বিতীয়বারের মতো বিশেষ সুবিধায় 'চিত্রাঙ্গদা'-র কাব্যনাট্যরূপ দেখে তখনই মাথায় এসেছিল আইডিয়াটা :P

হাহাহাহা

৭| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নারীর রূপ/যৌবন তার স্বত্তার সাথে সতিনের মতোই আচরণ করে. :-/

তারপরো যে কেন বুঝে না! :||

লুল গুরু রবি ঠাকুর! =p~ =p~

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০

আরজু পনি বলেছেন:

সেটাই...তারপরও বুঝে না ! :|



:P :P

৮| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
সেলিব্রেটি তো পুরাই আমার মত !
সৌন্দর্য্যের কাছে বাকী সবকিছুই নস্যি ;) :D !!

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০

আরজু পনি বলেছেন:

হুমমম
কে কোনটাকে সৌন্দর্য্য মনে করে সেটাও ভাববার বিষয় ... B-)

৯| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কারে কারে কি কি গিফট দিলা সেইটা হিসেব কইরা নেই আগে । ;)

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪

আরজু পনি বলেছেন:

ধুররর

আমার গিফট কৈ ? :| X(


B-))

১০| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩

মাহবু১৫৪ বলেছেন: ++++++

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মাহবু ।।

১১| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩

লেখোয়াড় বলেছেন:
আমি ঠিক বুঝলাম না এমন লেখার উদ্দেশ্য কি।
তিন মেয়েকে নিয়ে যা লিখলেন তার সাথে চিত্রাঙ্গদার কি কোন মিল আছে?
আমি চিত্রাঙ্গদা পড়ি নাই!!

পুরুষেরা গুণবিচারী হয় বলেই সুন্দরীরা সার্থক হয়।

১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৭

আরজু পনি বলেছেন:

গুণ থাকলে সেটার বিচার হবেই...তা পুরুষরাই শুধু কেন ...!
সবাই করবে ... (অন্তত করা উচিত)

আর পোস্টের নিচে একটা লিংক দিয়েছি এখানেও দিয়ে দিচ্ছি...একটু কষ্ট করে চোখ বুলালে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা-

'চিত্রাঙ্গদা'-নহি দেবী, নহি সামান্যা নারী
Click This Link


শুধু চয়নিকার চেহারাই পুরোপুরি প্রদর্শিত হয়েছে এই গল্পে...কাজেই মার্টি নিক/আইডির অস্তিত্বের কথা বুঝতে পারার কথা ।
পাঠে অনেক ধন্যবাদ প্রিয় 'শব্দের যাদুকর' ।।

১২| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯

আমাবর্ষার চাঁদ বলেছেন: সে লি ব্রি টি........... :-/

১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৭

আরজু পনি বলেছেন:

:#) :#)

শুভেচ্ছা রইল ।।

১৩| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ঈদ মোবারক আপু !

রবী বাবু লোকটা খারাপ ছিলনা ! :( :( :( :( :( ;) ;) B-) B-)

১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২২

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
পছন্দের , ভালোবাসার মানুষকে যাই বলি না কেন...তারা ভালোবাসারই ;)

আপনাকেও ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল স্বপ্নবাজ ।।

১৪| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০১

পাগলমন২০১১ বলেছেন: ভালো লেগেছে আপু

১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৩

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর কি দেখলাম...সম্ভবত ।

আশা করছি ভালো আছেন ।

সেলিব্রেটি পাঠে অনেক ধন্যবাদ জানাই পাগলমন ।

খুব ভালো থাকুন ।।

১৫| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৫

নিক নূরুল বলেছেন: দারুণ মিষ্টি চিরতা। আপু এরকম ছোট করেই লিখবেন যাতে বেশিক্ষণ নিঃশ্বাস বন্ধ থাকার কারণে মারা না যাই।

১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৩

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

আমি এমনিতেও খুব বড় করে লিখতে পারি না...যখন তখন লেখা আর কি ।

আপনাকে প্রথম দিন ভিজিটর লিস্টে দেখে জানি না কেন যেন চমকে গিয়েছিলাম !
পরে নিজেই বোকার মতো হেসেছি ।

অনেক শুভেচ্ছা রইল নূরুল ।।

১৬| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১২

ইখতামিন বলেছেন:
অনেক অনেক ভালো লাগলো লেখাটা
লুল গুরু হোক আর যেই হোক, প্রতিভার কাছে সকলেরই হার মানতে হয় :)

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:

লুল গুরু হোক আর যেই হোক, প্রতিভার কাছে সকলেরই নত হার মানতে হয়...

খুব দরকারী কথা বলেছেন ইখতামিন ।

এবং এটাই মনে করি শেষ কথা ।...মানে হলো-লুল হোক আর যাই হোক প্রতিভার কাছে হার মানা ;)

অনেক শুভেচ্ছা রইল ।।

১৭| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১

ইউসুফ খান বলেছেন:
অনেকদিন পর এলাম। ভালো আছেন নিশ্চয়ই। ভাল থাকুন অলওয়েজ :)

১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭

আরজু পনি বলেছেন:

আররররে ... !

এ যে দেখি আমার প্রিয় ব্লগার !
অনেকদিন পর...!

খুব ভালো লাগছে আপনাকে দেখে ।

আশা করি ব্লগে নিয়মিত হবেন ।

পাঠে অনেক ধন্যবাদ জানাই ইউসুফ ।।

১৮| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১

মোঃ ইসহাক খান বলেছেন: প্রছন্ন ক্ষোভটা বোঝা যায়।

শুভেচ্ছা।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯

আরজু পনি বলেছেন:

সম্ভব হলে স্বপ্নদলের পরিবেশিত 'চিত্রাঙ্গদা' কাব্যনাট্য রূপ দেখার আমন্ত্রণ রইল ।


জন্মদিনের শুভেচ্ছা জানাই প্রিয় গল্পকার !:#P !:#P

১৯| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৫

এম মশিউর বলেছেন: লুল পুরুষগণ যতোই লুলামী করুক দিন শেষে গুনবিচারীই হয়...আহারে লুল গুরু রবি ঠাকুর!


রবি ঠাকুর সত্যিই লুল গুরু ছিল!! :P =p~ =p~

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭

আরজু পনি বলেছেন:

... যাই থাকুক সেই যে আমার প্রিয় ;)

২০| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩

রাজন আল মাসুদ বলেছেন: ভালো লাগছে আপু :)

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ জানাই রাজন ।।

:)

২১| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৭

বশর সিদ্দিকী বলেছেন: পলিশড করা দারুণ দারুণ সব ছবি ..............মানে কি ময়দা মাইখা নাকি ফটুশপে করা??

লুল দের গুরু রবি ঠাকুর। ;) ;)

দারুন লিখছেন। এরকম আসলেই অহরহ ঘটছে।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২০

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
পার্লার ব্যবসা রমরমা কেন ? ;)

পাঠে অনেক ধন্যবাদ বশর ।।

২২| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৮

অস্পিসাস প্রেইস বলেছেন: ঈদ মোবারক আপু !

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১

আরজু পনি বলেছেন:

আপনাকেও ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই অস্পিসাস প্রেইস ।।

২৩| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লিখেছেন।

ঈদের শুভেচ্ছা।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ জানাই প্রোফেসর ।

আপনার জন্যেও ঈদের শুভেচ্ছা রইল ।।

২৪| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জনৈকা নারীর চরম উপলব্ধিটা সত্যিই চর, এবং রিয়েলিস্টিক। সত্তার সাথে রূপযৌবনের সতীনগিরি উপমাটা ভালো লেগেছে।

চৈতি, চয়নিকা, চিন্ময়ী হালদার- কোনো একক সত্তার তিনটা সত্তা, আই মিন তিনটা একাউন্ট বোধ হয় ;) ফেইসবুকে আগে পড়েছিলাম।

ভালো একটা দর্শন উপস্থাপন করেছেন।

শুভ কামনা থাকলো আপু।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮

আরজু পনি বলেছেন:

আপনিতো দারুণ !

খুব ভালো লাগলো পোস্টের মর্ম ধরতে পেরেছেন ।

অনেক কৃতজ্ঞতা জানাই :D

২৫| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৭

সাদমান সাদিক বলেছেন: ভালো লাগলো আপু :)

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল, সাদমান ।।

:)

২৬| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন:
ভালো লাগলো ।

সেলিব্রিটি মাত্রই মনে হয় এমন হিপোক্রেট নয় ।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩১

আরজু পনি বলেছেন:

হাহা
এখানে আসলে হিপোক্রেসির ব্যাপারটা মুখ্য নয়...
গুণবিচারটাই মুখ্য ।

পাঠে অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় ।।

২৭| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২১

নুর ফ্য়জুর রেজা বলেছেন: কে জানে, হয়তো !

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১

আরজু পনি বলেছেন:

সেটাই :D

২৮| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: রবি ঠাকুর লুল !
করছেন আপনি ভুল !!

সেলেব দের জয় হোক !! জয় গুরু :D :D

ঈদ মোবারক আপু :)

শুভকাময়ান রইল ।

১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪১

আরজু পনি বলেছেন:

হোক না রবি যতই লুল,
তাকে ভালোবেসে
মোটেই করিনি ভুল ।
লেখাতে রেখেছি কিছুটা হুল
পরেছি খোঁপায় চাপার ফুল ।।


হাহাহাহ =p~

জয় সেলেব
জয় লুল গুরু :D

আপনাকেও ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই ।।

২৯| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০২

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আমার অনেক সেলিব্রেটি হবার ইচ্ছা :| সেলিব্রেটি হতে হলে যা যা থাকার প্রয়োজন তার অনেক কিছুই আছে; যেমন ধরুন- মডেম, ল্যাপটপ, মাসে ৩৪৫ টাকার ১ জিবি প্যাকেজ! কিন্তু তারপরও ভাগ্যের ফেরে পরে আমি আমিই রয়ে গেলাম :(( :((

১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৬

আরজু পনি বলেছেন:

আপনিতো লুল সেলিব্রেটি না...আপনি সম্মানিত সেলিব্রেটি :|

নাকি লুল হইতে চান ? ;)

৩০| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: সুন্দর গল্প পড়ে ভালো লাগলো ।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ দুঃস্বপ্ন০০৭ ।।

৩১| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৪

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: হাহাহাহা , মজা পাইলাম

উৎসবের শুভেচ্ছা

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:

:D :D
মজা দিতে পেরে ভালো লাগছে ।

আপনাকেও উৎসবের শুভেচ্ছা রইল ।।

৩২| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৫

সুমন কর বলেছেন: পড়লাম এবং আপনাকেও শারদীয় এবং ঈদের অগ্রীম শুভেচ্ছা ...

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক ধন্যবাদ জানাই সুমন ।

আপনার জন্যেও রইল অনেক শুভকামনা ।।

৩৩| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এম আশিক বলেছেন: ফেইসবুকের সেলিব্রিটিরা ছেলে-বেটি । :-D

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

শুভেচ্ছা রইল স্বর্ণা ।।

৩৪| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩২

রাফসান আরিফ বলেছেন: কি জানি, এরকম হলে তো ভালোই হতো, কিন্তু আমার তো মনে হয় এখনো সমাজের সর্বক্ষেত্রে মেধাহীন সুন্দরীদেরই জয়গান। যদিও আপনার উদাহরণের(অথবা গল্পের) মতো ব্যতিক্রম অবশ্যই আছে। যাই হোক সময় পরিবর্তন হচ্ছে, আশা করি এইসকল পরিবর্তন আমাদের সমাজের জন্য মঙ্গল বয়ে আনবে। ধন্যবাদ, ভালো থাকবেন।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬

আরজু পনি বলেছেন:

সুন্দর একটি মন্তব্য করেছেন ।

শুধুই রূপ না...গুণবিচারেও আমাদের মনোযোগী হওয়াটা জরুরী ...না হলে মেধাহীনদের রাজত্ব্যে মেধাবীরা হারিয়ে যাবে ...

অনেক ভালো থাকুন রাফসান ।।

৩৫| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৭

মামুন রশিদ বলেছেন: চমৎকার লিখেছেন আপু!!

'চিত্রাঙ্গদা' খুব চমৎকারভাবে একালের ফেবু কাহিনীর সাথে মিলিয়েছেন ।

'চিত্রাঙ্গদা' এখনো দেখিনি, পড়েছি । এটা ছাড়া স্বপ্নদলের সব নাটকই দেখেছি । জাহিদ রিপন ইউনিতে আমার এক বছরের সিনিয়র, এক সাথে কাজ করেছি অনেকবার ।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২২

আরজু পনি বলেছেন:

বুঝতে পারার জন্যে অনেক কৃতজ্ঞতা জানাই মামুন ।

স্বপ্নদলের ফ্যান হয়ে গেছি ।

:)

৩৬| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০০

সায়েম মুন বলেছেন: ৩১ নং কমেন্ট পড়ে হাসতিয়াছি। আমারও এই সব যন্ত্রপাতি আছে। কিন্তু শেষ পর্যন্ত যদুমদুই রয়ে গেলাম। #:-S

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩১

আরজু পনি বলেছেন:

লুল হওয়াটা কি খুব জরুরী ? ;)

৩৭| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৪

ঘুমন্ত আমি বলেছেন: নারীর বাইরের সুন্দর্য পুরুষকে আকৃষ্ট করে হয়তো পুরুষটি বিয়ে করার ক্ষেত্রে গুনবিচারি হয় কিন্তু দিনের শেষে সে বাহ্যিক সুন্দর্যকেই ঘুরে ফিরে দেখে গুন নয় !হতে পারে তা বিয়ের পর অন্যায় তারপরও মানুষ সুন্দর্যে পুজারী !

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৬

আরজু পনি বলেছেন:

পুরুষরা বিয়ের পর নারীর কাছ থেকে রূপ, গুণ সবই চায় /:)

৩৮| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৪

ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: এতো অল্পে শেষ করে দিলা পনি আপু? বাস্তবে তো এতো অল্পে শেষ হয় না... সেলিব্রেটিরা এতো অল্পে ধরা খায় না :)

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪২

আরজু পনি বলেছেন:

হাহা
'চিত্রাঙ্গদা'-য় অর্জুন ধরা খেয়েছিল ;)

৩৯| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৫

সপ্নাতুর আহসান বলেছেন: ফেবু সেলিব্রেটি বিষয়টা দেখলেই মেজাজ খারাপ হয়, এই রিলেটেড লেখাগুলোও আমি পড়ি না। তবে আপনার এই লেখাটা বেশ ভাল লাগল। বিশেষ করে - নারীর রূপ/যৌবন তার স্বত্তার সাথে সতিনের মতোই আচরণ করে...

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৪

আরজু পনি বলেছেন:

এটা ফেসবুক সেলিব্রেটিদের সাথে মিলানো হয়েছে ।

এর মূল রূপটা 'চিত্রাঙ্গদা'র (Click This Link) ।
এটা ডিজিটাল ভার্সন করার চেষ্টা করেছি ।

মতামত পেয়ে অনুপ্রাণিত হলাম আহসান ।
অনেক অনেক ধন্যবাদ জানাই ।।

৪০| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৭

আম্মানসুরা বলেছেন: খুব সত্য কথা চমৎকার ভাবে লিখেছেন।

অনেক ভালো লেগেছে আপু।

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫১

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ রইল আম্মানসুরা ।

ঈদের আগাম শুভেচ্ছা রইল ।।

৪১| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২০

প্রত্যাবর্তন@ বলেছেন: দিন দুনিয়ার চলতি হাল হকিকতের ব্যাপারে বেশ পিছিয়ে আছি । তাইলে তলে তলে এদ্দুর ?

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৫

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
উপরে উপরেই ;)

৪২| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এম আশিক বলেছেন: ফেইসবুকের সেলিব্রিটিরা ছেলে-বেটি । :-D

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৭

আরজু পনি বলেছেন:

ইয়ে মানে, এভাবে বলে না ...
সেলিব্রেটিরা মাইন্ড করতে পারে ;)




৪৩| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮

কুমার মিজান বলেছেন: সময়ের সত্য কথন।

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক ধন্যবাদ জানাই কুমার মিজান ।।

৪৪| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদের শুভেচ্ছা!!!!!!!!!!!!!!

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬

আরজু পনি বলেছেন:

আপনাকেও ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল বর্ষণ ।।

৪৫| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪০

ইখতামিন বলেছেন:
কী করলেন এটা আপনি?
আপনাকে তো মাঝের মন্তব্য রেখে আগের ও পরের টা মুছতে অনুরোধ করেছিলাম :-& X(( :(

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৮

আরজু পনি বলেছেন:

আমি বুঝতে পারি নি :(

আমার কাছে একই রকম মনে হচ্ছিল :((

ঠিক করে দিয়েছিতো ! X((

B-)

৪৬| ১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুণ ভাবে প্রকাশ করলেন। ভালো লাগল খুব । শুভ কামনা রইল নিরন্তর।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪

আরজু পনি বলেছেন:

মহাভারতেই ঘটনার ছায়া অবলম্বনেই ;)
অনেক ধন্যবাদ মুনী কান্ডারী :!>

৪৭| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৪

অচিন্ত্য বলেছেন: +++

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:

আমি জানি চিত্রাঙ্গদা আপনার পড়া আছে... হয়তো মঞ্চ উপস্থাপ নটিও দেখে থাকতে পারেন ।

আপনার উপস্থিতি আনন্দদায়ক :D

৪৮| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ঈদ মোবারক।

চিত্রাঙ্গদা দেখতেই হয় তবে।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, স্বপ্নদলের উপস্থাপনটা দেখলে চোখের ব্যাপক আরাম হবে :D :D

৪৯| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০

কয়েস সামী বলেছেন: বক্তব্যটি বেশ ভালভাবে ফুটিয়ে তুলেছেন। এবং এটাই ঠিক। এটাই হওয়া উচিত।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:

বুঝতে পারার জন্যে অনেক কৃতজ্ঞতা জানাই সামী ।

অনেক ভালো থাকুন ।।

৫০| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৬

যুবায়ের বলেছেন: চমৎকার একটি বাস্তবসন্মত লেখা...
সেলিব্রেটিদের মুখোশ অনেকটাই উন্মেচিৎ হলো।

পোষ্টে ভালোলাগা++

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

অর্জুনতো বড় সেলিব্রেটি ;)

৫১| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২০

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ঈদের অগ্রীম শুভেচ্ছা আপু :)

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬

আরজু পনি বলেছেন:

আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল স্বপ্নবাজ ।।

:)

৫২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪২

নিক নূরুল বলেছেন: "আপনাকে প্রথম দিন ভিজিটর লিস্টে দেখে জানি না কেন যেন চমকে গিয়েছিলাম !
পরে নিজেই বোকার মতো হেসেছি ।"

লাইক। ইদের শুভেচ্ছা রইল।

১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৫

আরজু পনি বলেছেন:

:D
ঈদের শুভেচ্ছা রইল নূরুল ।। !:#P

৫৩| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০১

এহসান সাবির বলেছেন: ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল আপনাকে।

১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৬

আরজু পনি বলেছেন:

আপনাকেও ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল এহসান ।। !:#P

৫৪| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: চিত্রাঙ্গতাকে খুব জুতমতো সেট করেছেন।
মজা পেলাম। আপনাকেও ঈদের শুভেচ্ছা :)



“নাম মেয়েদের না হলে নাকি ধরাই মুশকিল হয়ে যেত এসব কোন মেয়ের লেখা ! কারণ প্রোফাইলে নিজের কোন ছবি নেই আর লেখার ঝাঁঝে রিতিমতো ছেলেদেরও হার মানায়!”
-তবে কি ভালো লেখার গুণটি ছেলেরা প্রাকৃতিকভাবেই পেয়েছে? ;)
-এর মানে দাঁড়াচ্ছে: ভালো লেখা কেবল ছেলেদেরই অধিকার! #:-S

আমার বুঝারও ভুল হতে পারে।

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭

আরজু পনি বলেছেন:

শুনেন এতো ভঅব নিয়েন না ! হুহ B:-/

মেয়েরা এতোদিনতো কোন সুযোগই পেত না...যা্ও একটু আধটু আসছে তা্ও সেখানে কে লুতুপুতু ঢঙয়ে লিখে, কে পুরুষালী ঢঙয়ে লিখে ওই সব আপনাদেরই আবিষ্কার /:)

আমি শুধু আপনাদেরকে সহজে বোঝানোর কারণে এভাবে লিখছি...

ভালা হইয়া যান ...ভালা হইতে পয়সা লাগে না :P

৫৫| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৯

টুম্পা মনি বলেছেন: সত্যি বলতে কি আজকাল যে সব সো কল্ড ফেবু সেলিব্রেটি বের হয়েছে তারা কোন ধরণের সেলিব্রেটি আমার মাথায় ধরে না। আমি ব্যক্তিগতভাবে এদের অনেকেরই লেখা পড়ে দেখেছি। লেখা পড়লেই বোঝা যায় এদের শিক্ষার দৌড় কতটুকু! আমাকেও মাঝে মাঝে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। কিন্তু আমি তাদের এড করার প্রয়োজন বোধ করি না। একবার একজনের রিকোয়েস্ট এক্সেপ্ট করি নি দেখে তিনি একটি নারী নিক দিয়ে আমাকে এড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। এছাড়া তিনি আরো কয়েকটা নিক থেকে এড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। পরে সবগুলোকে একসাথে ব্লক করেছি। :-B :-B :-B

ঈদের শুভেচ্ছা আপু। যদিও ঈদ আসতে এখনো তিন দিন বাকি। !:#P !:#P

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪১

আরজু পনি বলেছেন:

হাহা

আপনিতো গোয়েন্দাগিরিতে বেশ ভালো করবেন মনে হচ্ছে :-B

ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল টুম্পামনি । !:#P !:#P

৫৬| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

হাসান মাহবুব বলেছেন: চিত্রাঙ্গদা দেখি নাই। মঞ্চনাটক লাস্ট দেখসি মনে হয় ৪ বছর আগে। কত কী দেখার আছে বাকি!

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:

আবার দেখা শুরু করেন ...
খারাপ লাগবে না সময়টা ...পূর্বাভিজ্ঞতায় জানা থাকার কথা ।

ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল ।।

৫৭| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৭

ঢাকাবাসী বলেছেন: ... আমি রাজেন্দ্রনন্দিনী। দারুণ লাগলো।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫

আরজু পনি বলেছেন:

আমি চিত্রাঙ্গদা...রাজেন্দ্রনন্দিনী...এই অংশটুকু যখন সুরে সুরে গায় বেশ লাগে ।

আপনি দেখেছেন বা পড়েছেন কথাতেই বোঝা যাচ্ছে ।
ভালো লাগলো জেনে ।

ঈদের শুভেচ্ছা রইল ঢাকাবাসী ।।

৫৮| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯

মোঃ ইসহাক খান বলেছেন: চিত্রাঙ্গদা যদি নাও দেখি, অন্তত নাট্যরূপটি পড়ার ইচ্ছে আছে।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন:

প্রিয় গল্পকার , আপনি এই লিংকটি দেখতে পারেন (চিত্রাঙ্গদা - নহি দেবী, নহি সামান্যা নারী Click This Link)
এখানে কাব্যনাট্যরূপ দেখে লিখার চেষ্টা করেছিলাম আর সেই পোস্টের নিচে কিছু লিংক আছে তথ্যসূত্রতে ...তা আপনার আগ্রহ মেটাবে আশা করি ।

অনেক ভালো থাকুন ।
ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল ।।

৫৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৬

শহুরে আগন্তুক বলেছেন: আপনি নিজেও তো সেলিব্রেটি !!

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৫

আরজু পনি বলেছেন:

:#>

সেলিব্রেটি কী ? কাকে বলে ? খায় না মাথায় দেয় ? :P

ঈদের অনেক শুভেচ্ছা রইল ...'খ' !:#P

৬০| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৬

অপর্ণা মম্ময় বলেছেন: দিন শেষে সবাই একজন স্বতন্ত্র মানুষ, হোক সে সেলিব্রেটি, চিন্ময়ী, চৈতি বা জরিনা। মানুষের মন অনেক বৈচিত্র্যময়।

শুভেচ্ছা রইলো।

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯

আরজু পনি বলেছেন:

সত্যিই মানুষের মন অনেক বৈচিত্রময় ।
পাঠে অনেক ধন্যবাদ জানাই ।


ঈদের শুভেচ্ছা রইল অপর্ণা !:#P

৬১| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০১

রাহি বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল ভগিনী।

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৭

আরজু পনি বলেছেন:

ওহ, প্রিয় রাহি !

অনেকদিন পর ...!
দেখে খুব ভালো লাগলো ।

আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা রইল !:#P

৬২| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২০

ইখতামিন বলেছেন:
অসাধারণ একটা পোস্ট. :/ দারুণ পোস্ট :) :P

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১২

আরজু পনি বলেছেন:

লেখাকে অসাধারণ বিবেচনা করায় অনেক ধন্যবাদ জানাই ইখতামিন :|


ঈদের অনেক শুভেচ্ছা রইল !:#P

৬৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ঈদ মুবারাক।

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭

আরজু পনি বলেছেন:

আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা জানাই স্বর্ণা !:#P

৬৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১

অ্যানোনিমাস বলেছেন: হাই সেলেব ;)

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

ইয়েএএএএএ ....

'সেলিব্রেটি' পোস্টে এবার ফেসবুকের একজন আসল সেলিব্রেটিকে পাওয়া গেল !:#P !:#P


ঈদের অনেক শুভেচ্ছা রইল চয়ন । :D

৬৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪২

অচিন্ত্য বলেছেন: না আপু। চিত্রাঙ্গদা পড়ি নি। মঞ্চেও দেখি নি। মঞ্চের একটা ভিডিও দেখেছি।

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭

আরজু পনি বলেছেন:

আচ্ছা এরপর স্বপ্ন দলের কোন শো হলে আমি আপনাকে জানাবো ।

তখন ইচ্ছে হলে দেখবেন ।।:D

৬৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৫

অস্পিসাস প্রেইস বলেছেন:
ঈদ মোবারক আপু। আপনি আমার পোস্টের যে ছবিটার ব্যাপারে বলেছিলেন ("প্রেমের বাতাস ও প্রেমে পড়ার লক্ষণ"...অংশের মেয়ের ছবিটা) তা রিপ্লেস করার মত ভালো ছবি পাচ্ছিনা। কিন্তু আপনার সুপরামর্শ মানতে চাচ্ছি। আপনার পছন্দে কোন ছবি থাকে জানাবেন।

♣সেলিব্রেটি♣ ভালো লাগলো। ধন্যবাদ।

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:

একটু সময় চাই অস্পিসাস প্রেইস ।

তবে আপনি বাংলাদেশী শাড়ি পরা মডেলদের ছবিও তো ব্যবহার করতে পারেন ।
তাতে তো সমস্যা হবার কথা নয় ।

আর 'সেলিব্রেটি' ভালো লেগেছে জেনে ভালো লাগলো অনেক ।

অনেক ধন্যবাদ সহ ইদের শুভেচ্ছা রইল ।।

৬৭| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০১

কালীদাস বলেছেন: কথা সইত্য :|
তয় সেলেবিরিটি হওনের মজাও আছে ;)

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৩

আরজু পনি বলেছেন:

বলে ফেলেন আপনের সেলিব্রেটি নিকটি কোনটি ? ;)

ঈদের অনেক শুভেচ্ছা জানাই, পিচ্চি স্যার !:#P

৬৮| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৫

না পারভীন বলেছেন: পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনার জীবণ --- ঈদ মোবারক পনি আপু :)

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ জানাই পারভীন ।

আপনার জন্যেও রইলো ঈদের অনেক শুভেচ্ছা ।।

:)

৬৯| ১৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৭

নস্টালজিক বলেছেন: চিত্রাঙ্গদা দেখিস বোধহয়, প্রাঙ্গনে মোর এর প্রডাকশন!


সেলিব্রেটি দেখিনাই! হা হা!


ঈদ মুবারাক, পনি!

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:

সম্ভব হলে স্বপ্নদলের 'চিত্রাঙ্গদা'টা দেইখেন ।
দারুণ !

আর 'সেলিব্রেটি'-র নির্দেশনা আমি দিব কি না ভাবছি :#>

ইদের শুভেচ্ছা প্রিয় নস্টালজিক ।।

৭০| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আমি বুঝি ভালা না! X(

আমার মতো নারীবান্ধব ব্লগার তো নারীকুলের মধ্যেও খুঁজে পাবেন না ;)

অতএব, ভালা হওয়ার প্রতি-দাবি জানিয়ে রাখলাম

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

আপনি অনেক অনেক ভালো ...
তবে নারী কুলের কাছে কতোটা ভাল যাচাই করিনি ;)

অনেক ভালো থাকুন মইনুল ।।

৭১| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০২

জাবের তুহিন বলেছেন: আপনার ফেসবুকের অ্যাকাউন্টের কি হইছে ?
আর ফুটুশপ থাকতে চৈতির কেন এই দশা ??

৭২| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯

আরজু পনি বলেছেন:

@জাবের তুহিন, আমার ফেসবুক একাউন্ট রেস্ট নিতেছে ... :|


আর পার্লার তো চৈতিকেই চয়নিকা বানিয়ে দিল ;)

ঈদের অনেক শুভেচ্ছা রইল তুহিন !:#P

৭৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০

এম ই জাভেদ বলেছেন: লুল পুরুষগণ যতোই লুলামী করুক দিন শেষে গুনবিচারীই হয়...

সবাই ডিজুস গার্ল ফ্রেন্ড আকাঙ্ক্ষা করে কিন্তু বিয়ের বেলায় খোঁজে লুতু পুতু স্বভাবের লক্ষ্মী কনে !!! দোষ খালি রবি ঠাকুরের !!! পনি পা , আমি কি ভুল বললাম?

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৩

আরজু পনি বলেছেন:

লুতুপুতু স্বভাবের লক্ষ্মী কনে বর্তমানে বেশিরভাগ ছেলেই চায় না বলেই মনে হয় ;)

একটু স্মার্ট, সময়ের সাথে তাল মেলানো মেয়েই কনে হিসেবে চায় ছেলেরা :D


ঈদের শুভেচ্ছা রইল জাভেদ ।।

৭৪| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৫

আমি সাজিদ বলেছেন: ঈদ মোবারক পনিপু। :)

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮

আরজু পনি বলেছেন:

ইদ মোবারক, সাজিদ ।

অনেক ভালো থাকুন ।

:)

৭৫| ১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: আরজুপনিআপু ঈদ শূভেচ্ছা রইলো। :) :)

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৮

আরজু পনি বলেছেন:

আপনাকেও ইদের শুভেচ্ছা জানাই, সেলিম ।

:)

৭৬| ১৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: ঈদ মোবারক আপু

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:

আপনাকেও ইদের শুভেচ্ছা রইল ।।

৭৭| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯

রহস্যময়ী কন্যা বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো পনি আপু :)

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

আপনাকেও ইদের অনেক শুভেচ্ছা রইল রহস্যময়ী কন্যা ।

:)

৭৮| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১

লিঙ্কনহুসাইন বলেছেন: ঈদ মোবারক আফা ।

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২০

আরজু পনি বলেছেন:

আশা করছি এবারের ঈদটা বেশ ভালো ভাবেই কেটেছে ।
আপনাকেও অনেক শুভেচ্ছা রইল লিঙ্কন ।।

৭৯| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৫

বাগসবানি বলেছেন: দিন শেষে আমিও মানুষ !!
বাসি ঈদ মুবারাক পু

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ জানাই বাগসবানি ।
ঈদের শুভেচ্ছা ।। !:#P

৮০| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন লেখা
ঈদ মোবারক সবার তরে
ভাল থাকবেন আপু
কৃতজ্ঞ জানি তাই অন্তরে

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০১

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ পরিবেশ বন্ধু ।

আপনাকেও ইদ পরবর্তী শুভেচ্ছা ।।

৮১| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২২

বোকামন বলেছেন:
খুব কঠিন লেখা
আমি ঠিক বুঝতে পারলুম না !
সেলিব্রেটি জাতীয় বিষয়গুলো বেশ দুর্বোধ্য লাগে

লিংকে দেয়া চমৎকার পোস্টটি পড়লাম :-)

বাহ্যিক রূপের চেয়ে অনেক বেশি মূল্যবান মানুষের চারিত্রশক্তি এবং এতেই প্রকৃতপক্ষে আত্নার স্থায়ী পরিচয়।

হূম ... রূপের গুন সহজেই ‍দৃষ্টিবন্দি করা যায়
তবে গুনের রূপ উপলব্ধি করতে হয় আর এই শক্তিটি অর্জন করার মত চরিত্র/ব্যক্তিসত্তা সবসময়ই দুর্লভ .. ।।

শুভকামনা রইলো :-)
সালাম ।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৪

আরজু পনি বলেছেন:

আপনি খুব ধীর স্থির ভাবে অনেক সুন্দর করে গুছিয়ে বলেন...ব্যাপারটা খুব আপ্লুত করে ।

আপনার ব্লগে পোস্ট পড়তে যেয়ে আপনাকে একটা প্রশ্ন করবো ।
আমার এখানে প্রশ্ন করে অন্যায় ভাবে আরেকটা কমেন্ট বাড়ানো ঠিক হবে না ।

আপনার জন্যেও অনেক সালাম রইল ।।

৮২| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪২

অদৃশ্য বলেছেন:





চিত্রাঙ্গদা দেখিনি... তবে আপনার লিখাটি পড়ে অনেকটা আঁচ করে নিলাম... যথেষ্ট সুন্দর উপস্থাপন অতি অল্পতেই...

মানুষের মন বড়ই বিচিত্র... শুধু ছোটাছুটি করে... কামনায়, আকর্ষণে, প্রেমে, ভালোবাসায়... কখন যে কোন ভূত চাপে কে জানে!

আশাকরছি ভালো সময় পার করেছেন... আপনার পরের লিখাটিও পড়া হয়েছে...

শুভকামনা...

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৭

আরজু পনি বলেছেন:
উপস্থাপন ভালো লেগেছে জেনে ভালো লাগলো, প্রিয় অদৃশ্য ।

হ্যাঁ, মানুষের মন বড়ই অস্থির ...যতই স্থিরতার অভিনয় করুক না কেন ।

ভালো আছি আলহামদুলিল্লাহ ।

আপনার জন্যেও অনেক শুভকামনা জানাই ।।

৮৩| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৪

সমুদ্র কন্যা বলেছেন: সেলিব্রেটি কথন আগেই পড়ছিলাম। যা চলছে আজকাল, ফেসবুকে গেলেই বিরক্ত লাগে।

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫

আরজু পনি বলেছেন:

হাহা
আমি এখন নামে মাত্র ফেসবুকার ...

শুভেচ্ছা রইল কন্যা ।।

৮৪| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬

মনিরা সুলতানা বলেছেন: ঈদ মোবারাক :)

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মনিরা ।

আপনাকেও অনেক মোবারকবাদ জানাই ।

:)

৮৫| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৯

চটপট ক বলেছেন: লুল পুরুষগণ যতোই লুলামী করুক দিন শেষে গুনবিচারীই হয়...আহারে লুল গুরু রবি ঠাকুর


এটা কি হল! লুলামি করে লুল্রা মজাও নিবে আবার পরে ভালো একজনের কাছে নিজেদের জড়াবে!

তাইলে ভালা পুলাদের কি হবে?

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮

আরজু পনি বলেছেন:

ব্যাপক চিন্তার বিষয় !

নাহ্ ভালা পুলাদের আশা করি কোন সমস্যা হবে না ।

:)

৮৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

বাদশা নামদার বলেছেন: ভাল হইছে !আর সপ্নদলের জাহীদ ভাই আমাদের কাছের একজন মানুষ ।আমাদের Japan Bangla Peace Foundation এর হিরোসিমা দিবসে ওনার নাটক ছাড়া চলেই না।

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১

আরজু পনি বলেছেন:

বাহ্ জেনে খুব ভালো লাগলো বাদশা নামদার ।
জাহিদ রিপন আমারও খুব পছন্দের, শ্রদ্ধেয় একজন ব্যক্তি ।

পাঠে অনেক ধন্যবাদ জানাই ।।

৮৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৪

বেঈমান আমি. বলেছেন: নারীর রূপ/যৌবন তার স্বত্তার সাথে সতিনের মতোই আচরণ করে.
মানতে পারলাম না।

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

আরজু পনি বলেছেন:
পাঠকের দ্বিমত থাকতেই পারে ।
মতামতে অনেক কৃতজ্ঞতা জানাই ।।

৮৮| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জয় চিত্রাঙ্গদা....

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

আরজু পনি বলেছেন:
জয় চিত্রাঙ্গদা...

নহি দেবী নহি সামান্যা নারী ।

৮৯| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬

নীল েমঘ বলেছেন: অসাধারন লিখেছেন ভাইজান, একে বারেই অসাধারন :)

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৯

আরজু পনি বলেছেন:

আপ নার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো ।

অনেক শুভকামনা রইল, নীল মেঘ ।।

৯০| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭

নীল েমঘ বলেছেন: দু:খিত আপুনি, নিজের অজান্তে ই ভূল ভাবে সম্বোধন করে ফেলেছি :(

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪

আরজু পনি বলেছেন:

"আরজু পনি' ব্লগার...তাই যথেষ্ট ।

ভাইজান না আপুনি... সেসব সম্বোধন নিয়ে খুব একটা চিন্তিত নই...কাজেই দুঃখিত হওয়ার কোন কারণ নেই ।

:)

৯১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো অনেক :)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

আরজু পনি বলেছেন:

ভালো লাগলো জেনে আমারও অনেক ভালো লাগলো ।
শুভেচ্ছা রইল মহামহোপাধ্যায় ।।

৯২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

তাসজিদ বলেছেন: ব্লগ ও ফেসবুক সেলিব্রেটিরদের মধ্যে ইদানীং অহংকার দেখা যাচ্ছে। অবশ্যই সবার মাঝে না।

তবে মনে রাখা উচিৎ এ স্টার-ডাম কিন্তু অনলাইনেই। বাস্তবে এটা কতটা গুরুত্ব বহন করে তা কিন্তু তর্কসাপেক্ষ।

অনেক শুভ কামনা

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:

হয়তো ঠিকই বলেছেন ।
বিষয়টা আপেক্ষিক আর সত্যিই তর্কসাপেক্ষ ।

আপনার জন্যেও অনেক শুভেচ্ছা রইল, তাসজিদ ।।

৯৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৫

তাসজিদ বলেছেন: লক্ষ করবেন, ইদানিং সামুতে বেশ কিছু মানহীন সেলিব্রেটি সৃষ্টি হয়েছে। যারা মাসে ৫০-৬০ টি পোস্ট দেয়। অথচ যাদের অধিকাংশই মানহীন।

আসলে কেও কষ্ট করে ভেবে চিন্তে পোস্ট দিতে চায় না। সবাই চায় জনপ্রিয়তা।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

আরজু পনি বলেছেন:

সামুতে ইদানিং কে সেলিব্রেটি হয়ে উঠছে খেয়াল করিনি :(

জনপ্রিয়তা সবাই চায় কি না জানি না , তবে নিজের লেখাটা অন্য অনেকেই পড়ুক এটা সবাই চায়... (আমার অন্তত তাই মনে হয়) ।।

:)

৯৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৩

রায়হান কবীর বলেছেন: পুরুষ মানুষ জেনেটিকালি মনে হয় লুল!

কোন একটা উপন্যাসে পড়েছিলামঃ "অল ম্যান আর পিগস"

পোস্টে প্লাস।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৯

আরজু পনি বলেছেন:

আহ আপনাকে অনেকদিন পর আমার ব্লগে দেখে খুব ভালো লাগছে, রায়হান ।

পুরুষরা জেনেটিকালি লুল কি না সে জানি না, হয়তো পুরুষদের লুলামি প্রকাশ করার সুযোগটা বেশি তাই ।

অনেক শুভকামনা রইল ।।

৯৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬

মামুনূর রহমান বলেছেন: সেলিব্রেটিদের প্রতি আমার কোন বিদ্বেষ নেই। একজন লিখে অন্যদেরকে আনন্দ দিতে চাচ্ছে, সেটাই বা কম কি। জনপ্রিয়তা সবাই চায়। এ বাসনা না থাকলে কেউ সময়ের সাথে সাথে নিজের লেখার মান উন্নত করতে পারতো না। যত অণুপ্রেরণা, যত সমালোচনা হবে সেলিব্রেটিরা নিজেদেরকে ততই সূদরে নেবে। আর কিছু করুক বা না করুক রক্তের আবেদন কিংবা শীতার্তদের সহায়তায় ইভেন্ট, মৃতপ্রায় কারও চিকিত্‍সা খরচ যোগাতে তারা যেভাবে কাজ করে আমার মনে হয় সেটাই অনেক।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬

আরজু পনি বলেছেন:

আর কিছু করুক বা না করুক রক্তের আবেদন কিংবা শীতার্তদের সহায়তায় ইভেন্ট, মৃতপ্রায় কারও চিকিত্‍সা খরচ যোগাতে তারা যেভাবে কাজ করে আমার মনে হয় সেটাই অনেক।...খুব দরকারি কথা বলেছেন ।

মন্তব্যে অনেক ধন্যবাদ জানাই মামুনুর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.