![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/arjunasrinpony.author
সামহোয়্যারইন কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ ।
বিভাগ সমস্যাটির সমাধান করার জন্যে ।
আশা করি এভাবেই ছোট ছোট সমস্যাগুলির সমাধান হয়ে যাবে ।
আশায় জেগে আছি ।।
জানা ম্যা'ম এর কমেন্টটা পেয়ে পোস্টটা ড্রাফটে পাঠাতে একটু কষ্টই লাগছে
আগের পোস্টের স্ক্রিনশটটা দিলাম যেহেতু কথা অনুযায়ী ওটাকে ড্রাফটে পাঠাচ্ছি ।
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৫
আরজু পনি বলেছেন:
গতকাল আমার এই সমস্যা হয়েছিল !
তবে আজকে ঠিক ছিল ।
২| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৭
মোঃ ইসহাক খান বলেছেন: ইন্টারেস্টিং।
শুভেচ্ছা জানবেন।
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯
আরজু পনি বলেছেন:
সব সমস্যার সমাধান হয়ে যাবে, ইনশাহআল্লাহ
৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৮
টুম্পা মনি বলেছেন: হু। বুছলাম। আমি এখনো কোন বিভাগে যোগ দেইনি। তাই কোন সমস্যাও নেই।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২১
আরজু পনি বলেছেন:
বিভাগে তো যোগ দিতে হয় না ।
আপনি গল্প লিখেন সেগুলো আপনার পছন্দের একটা বিভাগে জমা রাখবেন যেন গল্প পাঠকরা সহজেই আপনার ব্লগ থেকে গল্প খুঁজে বের করতে পারে ।।
৪| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০
টুম্পা মনি বলেছেন: বাহ দারুণ তো! আমি আসলে আগে বুঝিই নাই বিভাগ জিনিস্টা কি কাজে লাগে! :!> :!> এখন আপনার বিভাজ্ঞুলোতে গুতোগুতি করে বুঝলাম। এখন থেকে আমিও বিভাগ করব। থ্যাংকু।
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৫
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, বিভাগ অপশনটা খুব কাজের ।
শুভেচ্ছা টুম্পামনি ।।
৫| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৭
*কুনোব্যাঙ* বলেছেন: বিভাগের ব্যাপারটা দীর্ঘদিন বুঝতামনা। এখন বুঝি তবে কেন জানি বিভাগটা ব্যবহার করতে ইচ্ছা করেনা। সামুর নোটিফিকেশন আর বিভাগ এই দুইটা জিনিষে কেন জানি আগ্রহ পাইনা।
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৮
আরজু পনি বলেছেন:
আমি নিয়মিত বিভাগ ব্যবহার করি এবং উপকারী দিকটি আমার কাছে খুব ভালো লাগে ।
কোন অপকারী দিক নেই ...
নোটিফিকেশন অযথা অন্যের পোস্টে গিয়ে বারবার চেক করারর যন্ত্রণা থেকে মুক্তি দেয় ।।
শুভেচ্ছা রইল, কুনো ...
৬| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৩
আমি অপদার্থ বলেছেন: ধন্যবাদ পনি। আপনার কারণে সমস্যাটি সামু কর্তৃপক্ষের চোখে পড়েছে ।
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৯
আরজু পনি বলেছেন:
সমাধান হয়েছে বিধায় যথেষ্ট স্বস্তি পাচ্ছি ।
শুভকামনা রইল আপনার জন্যে ।।
৭| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সমস্যা কি ছিলো তাই তো জানি না। আপনার পিক বাক্স আকারে আসছে, তাই আপনার থুক্কু সামুর কী সমস্যা ছিলো জানা হলো না!
তবে সামুতে প্রোবলেম আছে বেশ কিছু! আজকে আমার ড্রাফট আমাকেই শো করে নাই!!
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০১
আরজু পনি বলেছেন:
হুমম, পিক দেখতে না চাইলে বাক্স আকারেই আসবে
তবে আমার আগের পোস্টর অনেক ছবিও দেখা যায় না
৮| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আপু, ধন্যবাদ সামু। এই সমস্যাটা আমারও হচ্ছিল কিন্তু জানান হয়নি। এখন দেখি ঠিক হয়ে গেছে।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৪
আরজু পনি বলেছেন:
আশা করি কর্তৃপক্ষ সমস্যাগুলোকে পর্যায়ক্রমে এভাবেই সমাধান করে দেবে ।
ধন্যবাদ আপনাকেও ।।
৯| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০০
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমার বিভাগ গুলোতেও সমস্যা ছিল। ঠিক হবে হবে বলে আশায় ছিলাম। শেষ পর্যন্ত ঠিক হল তাহলে। সামুর বর্তমান সার্ভারে হাজারটা সমস্যা কবে যে সামু সম্পূর্ণ ঠিক হবে তা দেখার অপেক্ষাতে রইলাম।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৫
আরজু পনি বলেছেন:
আগের চেয়ে সামুতে অনেক বেশি সুবিধা...কাজেই সমস্যা থাকলেও তা সাময়িকই বটে ।
শুভেচ্ছা রইল, স্নিগ্ধ শোভন ।।
১০| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৫
অদৃশ্য বলেছেন:
সামু আমার ড্রাফটের কয়েকটা লিখা গায়েব করে দিছে... ভাগ্যিস ওগুলা সেভ করে রাখছিলাম...
এই বিভাগটা আমিও ব্যবহার করিনা মোটেও... তবে অনেকেই মনে হয় ব্যাবহার করেন...
আপনার সমস্যার সমাধানের জন্য ও ব্লগে আরও আগ্রহী করবার জন্য সামুকে শুভেচ্ছা...
শুভকামনা...
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৮
আরজু পনি বলেছেন:
ড্রাফটের লেখা গায়েব করলেতো বুঝবো না
আমার ড্রাফটে খিচুরির কখন যে কোনটা রাখি নিজেই তো হিসাব রাখি না
ভালো থাকুন, প্রিয় অদৃশ্য ।।
১১| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ধন্যবাদ।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৫
আরজু পনি বলেছেন:
আপনাকেও...
১২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫০
গোর্কি বলেছেন:
বাংলা কমিউনিটি ব্লগগুলোতে বিনে পয়সায় কিছুমিছু লিখতে পারছি, তাতেই মহাখুশী। শুকুর আল-হামদুলীল্লাহ।
"বিভাগ" সম্পর্কিত ব্যাপারটি দৃষ্টিগোচরে আনার জন্য ধন্যবাদ। দেখি, এর ব্যবহারের চেষ্টা করব।
সমস্যার আশু সমাধানে ব্লগ কর্তৃপক্ষকে সাধুবাদ।
শুভেচ্ছা এবং ভাল থাকুন।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯
আরজু পনি বলেছেন:
আপনি ছবি ব্লগ, ইতিহাস সমৃদ্ধ ব্লগ...এভাবে বেশ কিছু বিষয়ের উপর যেহেতু লেখেন, তাই বিভাগ থাকলে পাঠকদের খুব সুবিধে হবে ।
আপনার জন্যেও শুভেচ্ছা অনেক অনেক ।।
১৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে সালাম দেওয়া আমার উদ্দেশ্য হলেও ধন্যবাদ পোষ্টের জন্য।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪
আরজু পনি বলেছেন:
ভালো লাগলো আপনার উপস্থিতি ।
আশা করি ভালো আছেন ।
অনেক শুভকামনা রইল ।।
১৪| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৬
আরজু পনি বলেছেন:
শ্বাশত স্বপন
নোটিশ বোর্ডের পোস্টে ব্লগার শ্বাশত স্বপনের করা মন্তব্যটি তুলে ধরলাম...জানি না কেন এমন হচ্ছে ।
যদি ব্লগ কর্তৃপক্ষের নজরে পড়ে সেই ভরসায় এই মন্তব্য ।।
১৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৩
সাধারন এক মেয়ে বলেছেন: বিভাগ কি? কিছুই বুঝলাম না
২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৩
আরজু পনি বলেছেন:
সচিত্র ব্লগ টিউটোরিয়াল: "সাধারণ এক মেয়ে"র জন্য অবশ্য পাঠ্য ।
এটা ব্লগ টিউটোরিয়ালের আদ্যোপান্ত... কাজে লাগবেই ।
এই দুইটা পোস্ট পড়লে কারো কাছে ব্লগ সম্পর্কিত কোন সাহায্য ছাড়াই নিজে নিজেই নিজের মতো ব্লগিং করতে পারবেন ।
আরজু পনি-র ব্লগে স্বাগতম ।
১৬| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৯
একজন ঘূণপোকা বলেছেন: আমিও বিভাগ অপশনটি ব্যবহার করি
সমস্যার সমাধান হয়েছে জেনে ভালো লাগছে
২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৮
আরজু পনি বলেছেন:
যারা একাধিক বিষয়ে লিখে তাদের জন্যে "বিভাগ" অপশনটি ব্যবহার করা খুব উপকারী ।
ধন্যবাদ একজন ঘুনপোকা ।
১৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৪
আরজু পনি বলেছেন:
মাথা নষ্ট হওয়ার যোগাড়.....
অন্যের নোটিফিকেশন আমার কাছে কেন আসে ? :-&
১৮| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: সামুতে আরও অনেক বাগ আছে। জানিনা মেইনটেনেন্স টিমে কোন টেস্টার নাই নাকি! না থাকলে তাদের টিমে ১/২ জন টেস্টার রাখা উচিত
২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:০০
আরজু পনি বলেছেন:
টিম সম্বন্ধে আমার কোন ধারণা নেই ।।
১৯| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৬
মাহমুদ০০৭ বলেছেন: আমারফ কোন ভাগ নাই - নাই বিভাগ ও নাই
কেমন আছেন আপা ?
২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:১৪
আরজু পনি বলেছেন:
বিভাগ থাকলে পাঠক এমনকি নিজেরও সহজে পুরানো পোস্ট খুঁজে পেতে সুবিধে হয় ।
আমি ভালো আছি আরহামদুলিল্লাহ ।
২০| ২৪ শে মে, ২০১৪ রাত ৮:০৯
আমি তুমি আমরা বলেছেন: বিভাগ অপশনটা এখনো সমস্যা করছে। আমার বিভিন্ন বিভাগগুলোতে ক্লিক করলে এখন আর সব পোস্ট শো করে না।
ধরুন কোন একটি বিভাগে আমি ১০ টি পোস্ট প্রকাশ করেছি। এখন ঐ বিভাগটির ওপর ক্লিক করলে ঐ বিভাগে প্রকাশিত সর্বশেষ তিনটি বা চারটি পোস্ট দেখায়, তার আগেরগুলো দেখায় না।
আপনার কি এই সমস্যা হচ্ছে?
২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:২৬
আরজু পনি বলেছেন:
আমার তো ঠিকই দেখাচ্ছে !
অবশ্য আমার একেকটা বিভাগে খুব বেশি পোস্ট নেই সেটা্ও কি কোন কারণ কি না কে জানে !
আশা করি সমস্যাটা এখন্ও থাকলে কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবেন ।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২
এহসান সাবির বলেছেন: খুব ভালো খবর তবে

আমার এখানে কি দেখায়.. ২ নোটিফিকেশন, ক্লিক করলাম আসলো আরেকজনের