নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

একটার তো বাহাদুরি মমিনরা নিল, বাকি ভ্যাকসিন গুলোর বাহাদুরি তাহারা নেয় না কেন?

২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:৫২



বাহাদুরির বিষয় হলে যারা ধর্মীয় পরিচয় নিয়ে বাড়াবাড়ি শুরু করেন, তারা জবাব দিবেন কি?
কার্দিয়ানিরা মুসলমান নহে কিন্তু যেহেতু বাহাদুরির বিষয় তাই ডঃ সালাম হয়ে গেলেন মুসলমান বিজ্ঞানি, এখন একই ভাবে কুর্দিদেরকে যারা মুসলমান মনে করেন না, তারা ডঃ শাহিনকে মুসলমান বিজ্ঞানি দাবি করে বাহাদুরি শুরু করেছে।



মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্ম আর বিজ্ঞান দুটি ভিন্ন জিনিস । এর কার্যপদ্ধতিও ভিন্ন।

ধর্ম ঠিক আছে স্রেফ বিশ্বাসের উপর। আর বিজ্ঞান পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ফলাফলের মাধ্যমে প্রমাণ করে টিকে থাকে। বিজ্ঞান পরিবর্তনে বিশ্বাসী ‌ । ধর্ম কোন পরিবর্তনে বিশ্বাসী নয়।

5000 বছর আগে ধর্মগ্রন্থ তা বলেছে সেটাই এখনো চলছে। কিন্তু পাঁচ হাজার বছর আগের বিজ্ঞানের অনেক কিছুরই পরিবর্তন হয়েছে গবেষণায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে।

২| ২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৪৭

নূর আলম হিরণ বলেছেন: কালের পরিক্রমায় একদিন অনেক নাস্তিকও মুসলিম বিজ্ঞানী হয়ে যাবে।

৩| ২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নাম দেখলেই তারা মনে করে মুসলমান।কিন্তু তারা জানে না,মুহাম্মদ,আলী,ওমর,আব্দুল,আবুবকর কোন মুসলমানের নাম না।তারা কাফের থাকাকালীন তাদের এই নাম রাখা হয় এবং তারা মুসলমান হবার পর তাদের নামের কোন পরিবর্তন করে নাই।

৪| ২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৪

মরুর ধুলি বলেছেন: মাথা ঠিক আছে?

৫| ২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৫

নেওয়াজ আলি বলেছেন: এইটা একদম বাংলাদেশের রাজনীতির প্রচলন

৬| ২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:১০

এমেরিকা বলেছেন: ডঃ সালামকে কেউ মুসলিম বিজ্ঞানী মানেনা। তার নাম এখন আর মুসলিম বিজ্ঞানী হিসেবে উচ্চারিত হয়না। কুর্দিদেরকে তো মুসলিম মনে না করার আমি কোন কারণ দেখিনা।

আসলে মুসলিমদের হয়েছে শনির দশা। নানামুখী প্রেসারে তাদের কোন কৃতিত্বই বিশ্ব দরবারে আসছেনা। তাই দুই একজন মুসলিম নামধারী কিছু একটা করে ফেললেই কিছু মমিন তাদের কৃতিত্বের চেয়ে মুসলিম পরিচয় নিয়েই বেশি বাড়াবাড়ি করে ফেলে - যেগুলো পরবর্তিতে এ আর ১৫ টাইপ মানুষদেরকে কিছু নর্তন কুর্দনের সুযোগ করে দেয়।

আসলে সালমান খান, শাহরুখ খান, জিদান, করিম বেনজেমা, নুসরাত জাহান, জয়া আহসান - মুসলিম নামধারী এই সফল মানুষগুলো কি মুসলিমদের জন্য গর্ব নাকি লজ্জা - তা নিয়ে আমাদের ভাববার আছে।

৭| ২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: ধার্মিকদের সমস্যা হলো- তারা আগে ধার্মিক, পড়ে মানুষ।
আর বুদ্ধিমানদের কাছে আগে মানুষ। পড়ে হিন্দু, মুসলিম ইত্যাদি।



৮| ২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৯

নতুন নকিব বলেছেন:



এই পোস্ট কি এটাই প্রমান করে না যে, মমিন (আপনার ভাষায়) দেরকে আপনি আপনার প্রতিপক্ষ হিসেবে নিয়েছেন? থলের বিড়াল তো মনে হচ্ছে, শেষমেষ বেড়িয়েই যাচ্ছে! :)

৯| ২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:২৪

রানার ব্লগ বলেছেন: ধর্ম ব্যাবসায়িদের কাজই এমন তারা সুজুগ বুঝে রঙ পরিবর্তন করে। এদের মৌলিক নিতীবোধ নাই।

১০| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৫৬

আল ইফরান বলেছেন: প্রফেসর সালাম কাদিয়ানি, সেটা শিক্ষিত যে কোন মুসলমানের জানার কথা।
আর কাদিয়ানিরা ইসলামের ব্যাসিক টেনেট অনুযায়ী মুসলমান হিসেবে পরিচয় দাবী করতে পারে না।
ঠিক যে কারনে আপনি নিজেকে কখনোই মুমিন-দরদী হিসেবে নিজেকে দাবী করতে পারবেন না।
তবে অধিকাংশ ব্লগারদের ব্যাপারে আপনি যদি 'ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়' টাইপ ধারনা পোষণ করেন তাহলে আর কিছু বলার থাকে না।

আর আপনাকে কোন মুমিনরা বলেছে যে কুর্দিরা মুসলমান না?
দেশের বাইরে এমন কুর্দিদের সাথে আমি পরিচিত হয়েছি যারা আমাদের চাইতেও শক্তভাবে ইসলামকে অনুসরণ করে।
অনাহূত মুসলিম-বিদ্বেষ না ছড়ালেই কি নয়?

১১| ২৬ শে নভেম্বর, ২০২০ রাত ৩:৪৩

এস এম মামুন অর রশীদ বলেছেন: দেড় লাইনের পোস্ট এ-ই প্রমাণ করে, লেজ কাটা ইসলাম-বিদ্বেষীর পশ্চাৎদেশে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।

১২| ২৬ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:৩৩

কালো যাদুকর বলেছেন: উনি নীরব কেন? মুসলমানদের সাফল্যে প্রশংসা করতে বাধা কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.