নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামাত অবশ্যই ১০০% রাজাকার এবং ১০০% মুক্তিযুদ্ধ বিরুধী ।
সে হিসাবে বিএনপি ৩০ % রাজাকার এবং ৭০% মুক্তিযুদ্ধের পক্ষের,
সে হিসাবে জাতীয় পার্টি ৩০% রাজাকার এবং ৭০ % মুক্তিযুদ্ধের পক্ষের,
এটা যদি বাস্তবতা হয়, তাহোলে ইউনুস সরকারের অবস্থান হবে ৯৫% রাজাকার ।
জামাতের খুব কাছাকাছি অবস্থান বর্তমান ইউনুস সরকারের ।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৩
এ আর ১৫ বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:১৯
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ হচ্ছে পীর মাশায়েক ও অলি আল্লাহর দল। দেশের জন্য রাজাকার যেমন ক্ষতিকর লুটেরা রাও ক্ষতিকর। লুটপাটে পিএইচডি ডিগ্রি পাওয়ার দাবী রাখে আওয়ামী লীগ সরকার। মজার ব্যাপার হইলো ১৫ বছর ক্ষমতায় থাকার পরও এদের মধ্যে ক্ষমতার লোভ যাচ্ছে না। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক দল ভুয়া উন্নয়নের গল্প শুনিয়ে শত বছর ক্ষমতায় থাকতে চায়।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪২
এ আর ১৫ বলেছেন: আওয়ামী লীগ রাজাকার নহে লুটেরা ।
তাহোলে হিসাব করি কোন দল কত বড় লুটেরা ।
বিএনপি ৮০% লুটেরা , তারমানি বিএনপি আমলে যদি ১০০ কোটি টাকার কোন কাজ হোত তাহোলে ৮০ কোটি টাকা লোপাট হোত, যেমন বিদুৎ খাতে তাদের সময় ৪০০০ কোটি টাকা ব্যয় এবং এর আউটপুট হোল বিদুৎ উন্নয়ন ৩০% কমে যাওয়াএবং খাম্বা পোতা। দু:নীতিতে ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন এবং ফরেন রিজার্ভ ৫ বিলিয়ন ডলার ।
আওয়ামী লীগ ৩০% লুটেরা, তারমানি আওয়ামী লীগ আমলে যদি ১০০ কোটি টাকার কাজ হোত তাহোলে ৩০ কোটি টাকা লোপাট হোত । দু:নীতিতে অবস্থান ছিল ১৫ তম এবং এক পর্যায় রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার, তবে কোভিড জনিত অর্থনৈতিক বিশ্ব মন্দার জন্য পতনের আগে ৩০ বিলিয়ন নেমে আসে ।
৩| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৬
ধুলো মেঘ বলেছেন: আওয়ামী লীগ হচ্ছে ২০০% রাজাকার। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের সম্পদের প্রতি যাদের বিন্দুমাত্র মায়া মহব্বত নেই। ১৫ বছর টানা ক্ষমতায় থাকলে দেশটাকে সোনার দেশ বানিয়ে দেয়া যায়। তা না করে কি করেছে? সমানে বিরোধী মত দমন করেছে, সেনাবাহিনীকে ব্যবহার করেছে ব্যাংক লুটেরাদের পোষা গুন্ডা হিসেবে। ব্যাংক, আর্থিক খাত, শেয়ার বাজার ধ্বসিয়ে দেশকে পথা বসিয়েছে। ৬০০ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের বোঝা জনগণের ঘাড়ে চাপিয়ে বিদায় নিয়েছে।
পাকিস্তানীরা কি ২৪ বছরেও এত ক্ষতি করতে পেরেছে?
১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৩
এ আর ১৫ বলেছেন: আওয়ামী লীগ রাজাকার নহে লুটেরা ।
তাহোলে হিসাব করি কোন দল কত বড় লুটেরা ।
বিএনপি ৮০% লুটেরা , তারমানি বিএনপি আমলে যদি ১০০ কোটি টাকার কোন কাজ হোত তাহোলে ৮০ কোটি টাকা লোপাট হোত, যেমন বিদুৎ খাতে তাদের সময় ৪০০০ কোটি টাকা ব্যয় এবং এর আউটপুট হোল বিদুৎ উন্নয়ন ৩০% কমে যাওয়াএবং খাম্বা পোতা। দু:নীতিতে ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন এবং ফরেন রিজার্ভ ৫ বিলিয়ন ডলার ।
আওয়ামী লীগ ৩০% লুটেরা, তারমানি আওয়ামী লীগ আমলে যদি ১০০ কোটি টাকার কাজ হোত তাহোলে ৩০ কোটি টাকা লোপাট হোত । দু:নীতিতে অবস্থান ছিল ১৫ তম এবং এক পর্যায় রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার, তবে কোভিড জনিত অর্থনৈতিক বিশ্ব মন্দার জন্য পতনের আগে ৩০ বিলিয়ন নেমে আসে ।
৪| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫২
রাজীব নুর বলেছেন: জগগ
৫| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৩
রাজীব নুর বলেছেন: ড ইউনূসের মতিগতি ভালো নয়। ৫ আগস্টের পর থেকে যা হচ্ছে খারাপ হচ্ছে।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৮
এ আর ১৫ বলেছেন: ইউনুস সরকারের সাথে জামাতের কোন পার্থক্য নেই , জিয়া, এরশাদ, খালেদা এতখানি রাজাকার ছিল না । ধন্যবাদ ।
৬| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: রাজীব নুর@বাংলাদেশের পরিস্থিতি ভালো ছিল কবে? ২০১৮ সালের পর থেকেই বাংলাদেশের অবস্থা খারাপ। ড. ইউনূসের সরকার চারমাসে কি হাতি ঘোড়া করে ফেলবে?
১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৭
এ আর ১৫ বলেছেন: আপনার শরম লাগে না ইউনুসের মত রাজাকার সরকারের পক্ষে কথা বলার জন্য , নাকি নিজেই রাজাকার । এই চার মাসে তাদের সৃষ্ঠি মব জাস্টিস, হিন্দু নির্যাতন, সমস্ত জংগিদের জেল থেকে ছেড়ে দেওয়া, ছাত্র কর্তৃক শিক্ষক প্রহার, ছাত্রদের হুকুমে বিচার পতি নিয়োগ, কোন অভিযুক্ত আইনের আশ্রয় পাচ্ছে না, কোন আইনজীবি অভিযুক্তের পক্ষে দাড়াতে পারছেনা , দাড়ালেই আক্রমণ । আরো কত কি , লিখে শেষ হবে না ।
৭| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৭
রানার ব্লগ বলেছেন: দেশ এখন কলাগাছের ভাঙ্গা ভেলায় আছে । সমাধি হলো বলে ।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১০
এ আর ১৫ বলেছেন: ঠিক বলেছেন ভাই ।
৮| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩৪
রায়হান চৌঃ বলেছেন: ছাগু সম্প্রদায়েকে,
অত খুশী হইয়ো না, সিরিয়া কে গত ৪৮ ঘন্টায় কি করেছে তা তো দেখতেই পেয়েছ, হয়তোবা রুচিভোদ এর অভাবে বিষয় টা, না ও বুঝতে পার। কারণ তোমাদের রুচি সবসময় ই পিছন দিকেই ছিল/আছে।
আওয়ামী লীগ গত ১৬ বছরে শত বিলিয়ন লুটপাট করার পর ও বাংলাদেশের টাকার কম্পিটশন টা ভারতীয় রুপির (১টাকার বিপরিতে ০:৭১) সাথে ঠিক ই করে গিয়েছিল। ছাগুদের অসিম সাহসিকতায় বাংলাদেশীদের রুচি উর্ধগামীতা থেকে নিম্মগামী হয়ে এখন পাকিস্থানি রুপি (১টাকার বিপরিতে ২:৩৩) কাঁধে কাঁধ মিলিতে চলেছে। আরে ছাগুর দল.. তোমাদের রুচির ধরণ টা এবার বুঝ, আরে রুচির বোকাচোদারা... পাকিস্থানিরা গত ২০ বছর ধরে হোগা ভাড়া দিয়ে ও ঠিক ভাবে খাইতা পারছে না, তোমরা কী খাবা... ?
৯| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০২
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ নেতারা লাখো লোকের জমি অবৈধ ভাবে অথবা নাম মাত্র মূল্যে দখল করেছে। আমার নিজের রিলেটিভ এমপি ছিলেন। কিন্তু তিনি জমি নেয়ার সময় আমাদের সাথে না ইনসাফি করেছে। আগে জায়গা নিয়ে ফেলছে তারপর বলেছে যে বিক্রি করে দাও। ১ কোটি টাকার জমি ২৫ লাখ টাকা দিয়ে দফারফা করেছে। নিরীহ মানুষকে শান্তি দিয়েছে এক দন্ড আওয়ামী লীগের নেতারা? ১৫ বছর থেকেছে ভালো কাজের অনেক সুযোগ পাইছে। শিক্ষা ব্যবস্থার চরম অবমাননা আওয়ামী লীগের ১৫ বছরের ফলাফল। মসজিদ কমিটি হতে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের সকল কমিটি তে নেতারা বসে লুটপাট করেছে। যে সব এলাকার মানুষ আওয়ামী লীগ কে ভোট দেয় না তাদের এলাকায় কোন উন্নতি করেনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি ও রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ সুপরিচিত। বাকি গুলো ক্লাব অথবা ইসলামিক সংগঠন বলা যাইতে পারে। কার কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা বেশি? এখন যা হচ্ছে সব আওয়ামী লীগের কর্মফল সাধারণ মানুষ ভোগ করছে। সামনে যদি আরো খারাপ হয় সেটার দায়ও আওয়ামী লীগের। বিএনপি-জামাত জোটের মধ্যে চরমপন্থী ইলিমেন্ট ছিলো বলে পশ্চিমা বিশ্ব আওয়ামী লীগ সেনাবাহিনী সীমানা কারসাজির মাধ্যমে ক্ষমতায় বসাইছে। অথচ আওয়ামী লীগ সমাজ থেকে চরমপন্থী নির্মূল করার জন্য যে পথ গ্রহণ করার কথা ছিলো সেটাই ধ্বংস করে দিয়েছে।
১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১৪
এ আর ১৫ বলেছেন: বুঝলাম এই কথা গুলো শুধু আওয়ামী লীগ নহে বিএনপি, জাতীয় পার্টি এবং বর্তমান ইউনুস রাজাকার সরকারের বেলাও খাটে । আপনি রাজাকার ইউনুসকে সমর্থন করে নিজের রাজাকারি চেহারা প্রকাশ করেছেন । আওয়ামী লীগের বিরুদ্ধে যা বললেন সেগুলো তো ফ্যাক্টের সাথে মিলে না । দু:নীতিতে বাংলাদেশের অবস্থান ১৫ তম এবং ৪৮ বিলিয়ন ডলার রিজার্ভ করেছিল ।
১০| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রাজাকার হলে কি হয়েছে!!!
বর্তমান সময়ে আওয়ামী লীগকে বাশ দেওয়ার জন্যে বেশি বেশি রাজাকার প্রয়োজন।
তাই, খোদা রাজাকার পাঠিয়েছেন।
১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪১
এ আর ১৫ বলেছেন: এই তো স্বীকারোক্তি -- ইউনুস সরকার ৯৫% রাজাকারএবং নিজে ও রাজাকার। এতো রাজাকার আল্লাহ পাঠিয়েছেন , আওয়ামী লীগকে শিক্ষা দিতে , মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুন্ঠিত করার জন্য , তালেবানি বাংলাস্থান বানাবার জন্য ।
এখন ব্যপারটা হোল ,, আল্লাহ এখন বেশি বেশি করে মুক্তিযোদ্ধা পাঠানো শুরু করেছে -- ইউনুসের রাজাকরি বাংলাস্থান বানাবার বাসনা ধবংস করার জন্য । বেশি দিন এই রাজাকার সরকারের নাই ।
১১| ১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৪
রাসেল বলেছেন: রাজাকার এবং দুর্নীতিবাজ উভয়কে সময়ের বিবেচনায় সমঅপরাধী বিবেচনা করা যায় কি?
১২| ১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪২
লুধুয়া বলেছেন: যারা রাজাকার সর্মথক তারা মানুষ এবং বাংলাদেশী নই
১৩| ১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৪
লুধুয়া বলেছেন: শাইয়ান@ভাই আপনার আসল পরিচয় তো বেরুচ্ছে এখন. আমি ব্লগে নতুন account হলেও এই ব্লগ টিকে ফলো করছি ২০১২ থেকে. তো সবার ব্লগের ব্যপারে জানি. ৫ আগস্ট এর আগে পর্যন্তও আপনি প্রো শেখ হাসিনা এবং প্রো মক্তিযোদ্ধ ছিলেন.সরকার পরে যাবার পর আপনার ব্লগ লেখার স্টাইল ১৮০ ডিগ্রী ঘুরে গেছে. আপনি হয়ে গেলেন প্রো রাজাকার. আপনি রাজাকার কে ভালো বলছেন.আপনাদের মতন লোকেরা honest হইনা সুবিদাবাদী হয়.
১৪| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধুলো মেঘ বলেছেন: আওয়ামী লীগ হচ্ছে ২০০% রাজাকার। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের সম্পদের প্রতি যাদের বিন্দুমাত্র মায়া মহব্বত নেই। ১৫ বছর টানা ক্ষমতায় থাকলে দেশটাকে সোনার দেশ বানিয়ে দেয়া যায়। তা না করে কি করেছে? সমানে বিরোধী মত দমন করেছে, সেনাবাহিনীকে ব্যবহার করেছে ব্যাংক লুটেরাদের পোষা গুন্ডা হিসেবে। ব্যাংক, আর্থিক খাত, শেয়ার বাজার ধ্বসিয়ে দেশকে পথা বসিয়েছে। ৬০০ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের বোঝা জনগণের ঘাড়ে চাপিয়ে বিদায় নিয়েছে।
পাকিস্তানীরা কি ২৪ বছরেও এত ক্ষতি করতে পেরেছে?
দেশের বর্তমান অবস্থা কী? এত এত পীর-দরবেশ ক্ষমতায়, অগ্রগতি কিছু হলো? নাকি আওয়ামী লীগের সমালোচনা করলেই হবে? আর কিছু লাগবে না?
একাত্তরে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন হলো। আওয়ামী লীগ সব কৃতিত্ব দখল করছিল। এখন কী অবস্থা? মুক্তিযুদ্ধের নাম-নিশানা পাচ্ছেন?
১৫| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬
জ্যাকেল বলেছেন: রাজাকারদের টুপি ছিল না, পাঞ্জাবি ছিল না। ছিল গ্রামপুলিশের পোশাক অথচ জনসাধারণের হৃদয়ের ধর্ম ইসলামকে কলংকিত করার উদ্দেশ্যে ভারতীয় র এর চেলারা দাড়ি, টুপি, ইসলামী বেশকেই রাজাকার হিসাবে প্রতিষ্টিত করতে চায়।
১৭৫৭ সালের মীরজাফর হইল আজকের যুগের মুজিব ও উহার সাগরেদগণ। স্বয়ং আওয়ামীলীগ সরকারের তদন্তে বের হইয়াছিল ১৩৪ জন জামাত করে এমন লোক রাজাকার, আট হাজারের বেশি আওয়ামীলীগ, কয়েকশো মাত্র বিএনপি।
অথচ জ্ঞানপাপীদের গবেষণায় মনে হবে ১০ হাজার রাজাকারের মধ্যে ১০ হাজারই জামাতের। সেলুকাস! কি বিচিত্র এদের গেয়ান চরচা।
১৬| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১০
শাহিন-৯৯ বলেছেন:
লীগ অনেক গবেষণা করে রাজাকারের তালিকা প্রকাশ করেছিল, কিন্তু সপ্তাহ পার না হতেই তা আবার সরিয়ে নিয়েছিল কেন?
১৭| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২২
আমি নই বলেছেন: তাই, তাইলে চুরির হিসেব কি দারাচ্ছে? বিএনপির আমলে বাৎসরিক বাজেট ছিল ৫০ হাজার কোটির আসে পাসে, ৮০% চুরি হলে ৪০ হাজার কোটি টাকা বছরে। আর লীগের আমলে বাৎসরিক বাজেট ৫ লাখ কোটি, তার ৩০% চুরি হলেও দেড় লাখ কোটি টাকা চুরি প্রতি বছরে। এখন বলেন কে বড় চোর।
আর রাজাকারের হিসেবটা কি রিপাবলিক টিভি থেকে আমদানী করা?
১৮| ১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:১৯
বিষন্ন পথিক বলেছেন: @লুধুয়া
আপনার সাথে একমত। উনি হইলেন প্রো জামাতী , শিবির যেমন ছাত্রলীগে ভেড়া সেজে ছিল, অবশ্য এই প্লাটফর্ম এ মুক্তিযোদ্ধার চেতনার লোকজনগুলা চলে গেছে অনেক আগেই
১৯| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আন্নে কোন রাজাকার; আন্নে তো বড় রাজাকার।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:০৯
কামাল১৮ বলেছেন: হিসাব সঠিক বলেই মনে হয়।