![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হতাশায় মন ভরে যায় থাকে মনের মাঝে ক্ষত আর্তনাদ,
এরি নাম কী স্বাধীনতা হায় মোরা কী নিয়ে করবো প্রতিবাদ,
স্বাধীনতার নামে জর্জরিত মোরা জড়িয়ে আছি কালো আভায়,
ওদের কাছে খেলার পুতুল তাই জীবন নিয়ে মোরা ভেসে যাই,
টিভির ভেতরে রাজনীতিবিদ বলে নিজেকে খাটি বাঙালি,
ধর্মের নামে তারা চাদাটেনে গরিবকে করে হায় অনাহারি,
শিক্ষার নামে চলে অর্থ কামাই নিজেই বলে নিজেকে সেরাই,
এই যদি হয় মোর স্বাধীন বাংলা তবে ভাষার জন্য প্রাণ দেওয়া নিতান্তই বৃথা
©somewhere in net ltd.