![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গভীর রাত,
আমার মশারীর মাঝে,
হাজার হাজার,
নক্ষত্র রাজী খেলা করছে, রাতের চাঁদটা তার,
বন্ধু হয়ে তাকে,
আলো দিচ্ছে,
সপ্নমগ্ন লোকেরা,
গভীর ধ্যানে সপ্নদেখে,
যাচ্ছে,
আর একটা একটা করে, বাতাসের সাথে মিশে,
যাচ্ছে,
ভেঙে যাচ্ছে,
সপ্নের অধ্যায়,
রাতের আকাশের অশ্লীল, রংধনুটা কেবল,
নীল আলো ছড়াচ্ছে,
বেদনার রং নীল,
তাই আবার,
হাজার হাজার পাথরে ঘেড়া, উচু উচু প্রাসাদের,
চাপে পরে,
সপ্ন কেবল সপ্ন রয়ে যায়,
মা চলে গেল,
সে আর,
সপ্নটাও পূরণ করতে পারলো, কিছুক্ষন পর সপ্নগুলো,
সব আলো জালিয়ে দিয়ে,
বলে আমি বাচঁতে চাই,
সত্যি হতে চাই,
কেউবা সমাজের গ্যারাকলে ফেসে হস্তে ধারণ করে অস্ত্র, কেউবা
ধর্মের আশ্রম খুলে বসে,
কেউবা গভীর রাতেও পরে থাকে,
জুয়ার টেবিলে,
সেও সপ্ন দেখে লাখপতি হবে, কারো সপ্ন ভু-কম্পের সাথে ভেঙে চূড়ে যায়,
আবার কারোটা হয়ত গড়েই উঠেনা,
©somewhere in net ltd.