![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সভ্যতা আমাদের মাটিতে লুটপুটি,
অভাগাদের নিয়ে খেলে ছিনিমিনি,
বস্তা ভরা টাকার নেতা
শেখায় সুখ শান্তি,
গরিবের গড়া আহার খেয়ে আসেনা তাদের ক্লান্তি,
রকমারি হাট বাজারে
রং এর ঝলক দেখায়,
বাঙালিপনা শেখাতে গিয়ে
মুখে চুন কালি মাখায়,
রাজনীতির নামে নির্যতন
চলে ষড়যন্ত,
জলসা পরিবার তাদের দেখে হয়ে যায় বিভ্রান্ত,
নিকষ কালো আধারকে ভালবাসে যারা,
কবে হবে তারা রাজাকার
হবে দেশ ছাড়া,
প্রাণের বিনিময়ে প্রাণ চায়
চায়না তারা বিরতি,
এই কী তবে হয়ে গেল
স্বাধীন দেশের রিতিনীতি,
©somewhere in net ltd.