![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের শহরটা একাই জেগে থাকে যখন ঘুমিয়ে পরে সবাই, পাহাড়া তার জনতার সপ্নগুলোকে, নির্ঘুম রাত জেগে আছে দিনের পর দিন, পথের যাত্রায় সে ব্যাস্ত দিসাবি, কাব্যিক ভাষায় ছোট কবিতাধারী বস্তু, নির্মম চিৎকারে কেঁদে ওঠা জনগনের মন, শিল্পীর রংতুলির নির্লিপ্তমাখা লাল রংয়ের আভা, গায়কের গনায় ঝংকারের বাধন, যোদ্ধার বুকে সংগ্রামের চেতনা, মায়ের কোলে ঘুমিয়ে থাকা তার ছোট্ট খোকাটা, বন্ধ জানালার হাসিহীন চাঁদ, বেদনার নিকষ কালো ভান্ডার, প্রাণের খোজে, জন্ম দাতা, ক্রোধান্তিত আবেগমাখা আমার এই শহর।
©somewhere in net ltd.