নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

চলুন ঘুরে আসিঃ Torres del Paine- চিলির এক অপার সৌন্দর্য।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬

দেশের বাইরে ঘুরে বেড়ানোর কথা আসলেই আমদের সামনে আসে আমেরিকা,কানাডা, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া ইত্যাদি। সব ত একই গথবাধা কাহিনী, একটু ভিন্ন কিছু হোক এবার চলুন ব্যাতিক্রমি একটা জায়গা থেকে ঘুরে আসি।



Torres del Paine চিলির পাতাগোনিয়ান অঞ্চলে অবস্থিত। খাঁড়া পাহাড়, হিমাবহ থেকে নেমে আসা ইলেক্ট্রনিক ব্লু আইসবার্গ ও এর সূর্যের আলোর সোনালী সমতল ভূমির জন্য বিখ্যাত। এর অবস্থান Magellanic subpolar forests এবং Patagonian Steppes এর মধ্যবর্তী অঞ্চলে। Torres del Paine





ন্যাশনাল পার্কটি চিলির সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্ভুক্ত, যার আয়তন ২৪২,২৪২ হেক্টর। বর্তমানে এটি চিলির পর্যটনের অন্যতম আকর্ষণ গুলির একটি। প্রতি বছর গড়ে দেড় লক্ষ পর্যটক আসে এখানে, যার ৬০ ভাগই বিদেশি। গাড়িতে বা হেঁটে আসার বিভিন্ন রাস্তা রয়েছে এখানে, প্রবেশ দ্বার রয়েছে তিনটি। এখানে রয়েছে বিস্তৃত উপত্যকা, হিমাবহ ও নদী। আরো উপভোগ করতে পারবেন ইকো ক্যাম্পের সুবিধা-একটু ভিন্ন আমেজের অভিজ্ঞতা।







EcoCamp Patagonia - Torres del Pain



EcoCamp is situated in the very heart of Torres del Paine National Park and provides the region’s first fully sustainable accommodation, complete with green technology. You enjoy guided treks and wildlife excursions by day and share evening meals with new friends, before falling asleep gazing up at the star-filled sky through your dome ceiling. Wake up in the middle of the Patagonian wilderness in a cozy geodesic dome, with a panoramic view of the majestic Torres del Paine, ready to pick up the hiking trail!

http://www.ecocamp.travel/




ভিডিও লিংকঃ

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৭

জুন বলেছেন: অসাধারন লাগলো চিলিকে আপনার দেয়া ছবিগুলোতে ।
খুব শখ দক্ষিন আমেরিকার মায়া ইনকা সভ্যতা ছাড়াও প্রকৃতির অকৃপন রূপটি স্বচক্ষে দেখার ।
জানিনা বাস্তবায়িত হবে কি না ।
+

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: আসলেই ওদের প্রাকৃতিক দৃশ্য ভৌগলিক ভাবে আমাদের থেকে অনেক ভিন্ন। আর আপনি তো আর কম দেশ ঘুরেন নি, আশা করি একটা পর্যায়ে এটাও পূর্ণ হবে। ভাল থাকবেন ।

২| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৯

গ্রিন জোন বলেছেন: ভাই ঘুরে বেড়ানোর ব্যবস্থা করা যায়........সারা দুনিয়া দেখতে ইচ্ছা করে। ঘর থেকে অফিস। অফিস থেকে ঘর আর ভাল্লাগে না। যেন বন্দি বন্দি বন্দি..............

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: করা যায় মানে, আমি সদা প্রস্তুত। অফিস ঘর অফিস ভাল লাগেনা বলে চাকরীটা পর্যন্ত ছেড়ে দিয়েছি। ঘোরাঘুরির যে আমার কি শখ-একবার ভেনিসে গেছিলাম বেড়াতে পকেটে মাত্র ৮০ ইউরো ছিল। টাকা নাই তো কি হইছে, ধার করে অস্ট্রিয়া ফিরে আসছি। ভেনিস দেখা ত হইছে।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩০

রক্তিম দিগন্ত বলেছেন: পোষ্টটায় আরো কিছু ছবি থাকলে আরো ভাল লাগতো। এছাড়াও বেশ লাগলো।

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: ছবি অনেক ছিল, কিন্তু সাইজের কারনে দিতে পারিনি।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৫

কিরমানী লিটন বলেছেন: জুন বলেছেন: অসাধারন লাগলো চিলিকে আপনার দেয়া ছবিগুলোতে ।
খুব শখ দক্ষিন আমেরিকার মায়া ইনকা সভ্যতা ছাড়াও প্রকৃতির অকৃপন রূপটি স্বচক্ষে দেখার ।
জানিনা বাস্তবায়িত হবে কি না ।

শুভকামনা রইলো ... ++

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগল আমার পোস্টে আপনার উপস্থিতি। অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪০

কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ লাগলো ছবিগুলো, চিলিকে অসাধারণ উপস্থাপন আপনার!!
চোখ ফেরাতে পারছি না যে!!!! :) :) :)

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: জায়গা গুলো আসলেই একটু বেশি ই সুন্দর। আমার এতটাই ভাল লেগেছে যে প্লেনের টিকেট কত লাগবে সেটা পর্যন্ত সার্চ করে দেখেছি।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫০

প্রবাসী পাঠক বলেছেন: বাহ! দারুণ জায়গা। ভ্রমণ পিপাসুদের জন্য চমৎকার একটা ভেন্যু।

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: ঠিকই বলেছেন।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩৭

আমিনুর রহমান বলেছেন:



বাহ ! দারুণ তো ! স্বপ্নের মতো।

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৭

মাহবুবুল আজাদ বলেছেন: হুমম :)

৮| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০১

নতুন বলেছেন: জটিল চমতকার জায়গা।

যেতে ইচ্ছে করছে।

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২০

মাহবুবুল আজাদ বলেছেন: আসলেই দেখার মত।

৯| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: Torres del Paine- চিলি । সুন্দর পোস্ট ।এসব দেখলে দেশের পর্যটন শিল্পের কথা মনে পড়ে । পর্যটন যেখানে বিশ্বের অন্যতম প্রধান আয়ের উৎস । সেখানে আমাদের অবস্থান কোথায় ? নতুন করে বিদেশী নাগরিক হত্যার ঘটনা আরও উদ্বিগ্ন করে তুলছে ।

এটা কোন মুসলমানি কায়দা নয় । নবীতো বিবাহ পর্যন্ত করেছেন অন্য এলাকায় তাদের সঙ্গে সম্পর্কের উন্নয়নের জন্য ।আর কতিপয় দুষ্কৃতিকারী তাদের হত্যা করছে । কোন প্রলভনে কিংবা কোন দর্শনে !!!!!

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: এ আফসোস কোনদিন শেষ হবেনা, আমাদের দেশে কি কম সুন্দর জায়গা আছে। যথাযথ পদক্ষেপ ও পৃষ্টপোষকতার অভাবে সব হারিয়ে যাচ্ছে।

১০| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯

শতদ্রু একটি নদী... বলেছেন: অসাধারন ছবিগুলো, খুবই সুন্দর। চোখ জুড়িয়ে যায়। পোস্টে ভালোলাগা রইলো। :)

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: যত দেখি ততই ভাল লাগে। কপালে থাকলে কোনো একদিন যাব।

১১| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অসাধারণ হয়েছে। ধন্যবাদ্

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার ভাল লাগায় অনেক আনন্দ পেলাম। ভাল থাকবেন।

১২| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৫

ডিএনএ মনির বলেছেন: ভাই অনেক ভালো লাগলো । কিন্তু বাংলাদেশ থেকে কি ভাবে যাব আর কতো খরচ হতে পারে। একটা আইডিয়া দিতে পারলে ভালো হত। আমি ভ্রমণকে অনেক ভালোবাসি । আমার সাথে কিছু বন্ধু আছে যারা ঘুরতে ভালবাসে। আপনি যদি একটু আইডিয়া দেন ।

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: বাংলাদেশ থেকে যাওয়া একটু কঠিন কারণ চিলি আমাদের জন্য কমন রুট না তাই বিমান ভাড়া অতিরিক্ত। সবচেয়ে ভাল হয় কলকাতা থেকে গেলে। বিমান ভাড়া পরবে রিটার্ন সহ ১,২০,০০০-১,৪০,০০০ টাকা। আর হোটেল ৫০-৬০ ডলার। ভিসার জন্য বাংলাদেশে চিলির কনস্যুলেট আছে যোগাযোগ করতে পারেন। দিল্লিতে এম্বেসি আছে চিলির ,চাইলে সরাসরি সেখান থেকেও এপ্লাই করতে পারেন।

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০২

দূর-পরবাসী বলেছেন: অসাধারন !! একদিন তো অবশ্যই যাব । ঘর ছেড়েছি পৃথিবী দেখবো বলে, ১০৮ টা নীল পদ্ম খুঁজবো বলে, সমুদ্র সিঞ্চন করে মুক্তারাজি আনবো বলে !!!!
ধন্যবাদ, ভালো থাকবেন !!!

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার ইচ্ছা পূরণ হোক , ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.